আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | ভোর ৫:২৫

যুবদল নেতাদের নিয়ে হতাশ তৃণমূল

ডান্ডিবার্তা | ০৭ আগস্ট, ২০২৩ | ৮:৩৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে দফায় দফায় আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের সকল পর্যায়ের বিএনপির নেতাকর্মীদের চাঙ্গা রেখেছেন। যার মাধ্যমে সকল নেতাকর্মী বর্তমানে দলীয় সকল আন্দোলন সংগ্রামে যথাযথভাবে উপস্থিত থেকে সকল সভা সমাবেশে সফল করছেন। কিন্তু বিগত দিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহযোগী সংগঠন ও ভানগার্ড হিসেবে পরিচিত মহানগর যুবদল। বর্তমানে দিশেহারা হয়ে ধুঁকছে জানা গেছে, মহানগর যুবদলের বর্তমান আহ্বায়ক ও সদস্য সচিবের নানা অর্থ কেলেঙ্কারির অভিযোগের কারণে নেতাকর্মী অনেকেই তাদের থেকে মুখ ফিরিয়ে রেখেছেন। নেতাকর্মীরা বলছে, মহানগর যুবদলের রাজনীতিকে বর্তমানে ধ্বংর্সের দিকে ঢেলে দিচ্ছে এই মন্তু ও সজল। এই দুই নেতা আড়াইহাজারের এক বিতর্কিত নেতার দিক নির্দেশনায় মহানগর যুবদলকে লন্ডভন্ড করে ফেলেছে। এমনকি এই দুই নেতার বিরুদ্ধে মহানগর যুবদলের কমিটি নিয়ে অর্থ স্বার্থের অভিযোগ কেন্দ্র পর্যন্ত কয়েক দফায় গিয়েছে। এছাড়া ও তাদের অর্থ কেলেঙ্কারি এতোটাই স্পষ্ট হয়ে গেছে যে তারা বর্তমানে অর্থ কেলেঙ্কাারি করে নেতাকর্মীদের ধমকি-হুমকিসহ মারধরের ঘটনাসহ ঘাটিয়েছে তারা। বর্তমানে আন্দোলন সংগ্রাম আরো জোড়ালো হওয়ায় আন্দোলণ সংগ্রাম থেকে এড়িয়ে চলছেন এই মন্তু ও সজল। গত বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের সাথে বিএনপির সংষর্ঘ হলে নিস্কীয় ভূমিকা পালন করেছে এই মন্তু ও সজল। যা নিয়ে বর্তমানে আলোচনা সমালোচনার ঝড় বইছে। অপর দিকে কয়েকদিন পূর্বে তারেক রহমান জোবায়েদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের তাৎক্ষনিক বিক্ষোভ মিছিলে দেখা যায়নি মহানগর যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে। এছাড়া মহানগর বিএনপির কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ সমাবেশে কিছু সময়ের জন্য মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল আলম সজল মিছিল নিয়ে উপস্থিত থাকলে ও দেখা যায়নি আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুকে। যা নিয়ে বর্তমানে ক্ষোভ প্রকাশ করছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। সকল নেতাকর্মীদের দাবি, বর্তমানে ১ দফা সরকার পতনের আন্দোলণে জোড়ালো ভূমিকা পালন করছে বিএনপি এই সময় তাদের সাথে সহযোগী সংগঠন হিসেবে যুবদল অনেকটাই জরুরী কিন্তু এমতা অবস্থায় মহানগর যুবদল যে কার্যক্রমে লিপ্ত হয়ে পরছেন যার কারণে সংগঠন ধীরে ধীরে ভেঙ্গে যাচ্ছেন। যার কারণে নতুনে আশা বুনছেন তৃণমূল পার্যায়ের নেতাকর্মীরা। এদিকে গত শুক্রবার মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে দেখা গেছে মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফকে পেজেন্টেশন করালেন মহানগরের নেতাকর্মীরা। এমনকি কোন দায়িতে না থেকে ও জোড়ালো ভূমিকা রয়েছে এই জোসেফের তিনি বিএনপির প্রতিটি পোগ্রামে ব্যাপকভাবে লোক সমাগম নিয়ে উপস্থিত থাকে। অপর দিকে মহানগর যুবদলের বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক শাহেদ আহম্মেদের ভূমিকা ও দেখার মতো বলা চলে। তিনি ও তার কর্মীবাহিনী দিয়ে অনেকটাই উত্তপ্ত রেখেছে রাজনীতি। অপর দিকে রয়েছেন অবস্থান কর্মসূচিতে পুলিশের সংঘর্ষ হয়ে আহত ও কারাবন্দি নেতা সাগর প্রধান। এদের মাধ্যমে অতি শীগ্রই মহানগর যুবদলের নবাগত কমিটির দায়িত্ব আসলে বর্তমানে কেলেঙ্কারি মুক্ত হবে এই মহানগর যুবদল। অপর দিকে দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে ব্যাপক ভূমিকা পালন করতে সক্ষম হবে মহানগর যুবদল। দলীয় সূত্রে জানা গেছে, গত ২০২১ সালের ১৬ নভেম্বর মমতাজউদ্দীন মন্তকে আহ্বায়ক এবং মনিরুল ইসলাম সজলকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ৫ সদস্য বিশিষ্ট মহানগর যুবদলের সুপার ফাইভ কমিটি গঠন করা হয়। মহানগর যুবদলে মন্তূ-সজল নেতৃত্বে আসার পর থেকেই নানা রকম বিতর্কে জড়িয়ে মহানগর যুবদলকে একটি বিতর্কিত সংগঠনে রূপ দেয়। এছাড়াও তারা বিগত দিনে মহানগর যুবদলে যে চেইন অব কমান্ড ছিল তা ভেঙ্গে সংসঠনটিকে লন্ডভন্ড করে ফেলেছে। এমনকি বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের কাছ থেকে কমিটিতে স্থান দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ও রয়েছে তাদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই মন্তু-সজলের নেতৃত্ব নিয়ে সমালোচনা চলমান ছিল এবং তাদের অযোগ্য নেতৃত্ব অপসারণের দাবি উঠছিল। মন্ত্-সজলের সকল বিতর্কিত কর্মকান্ড সম্পর্কে কেন্দ্র অবগত এবং তাদের বিতর্কিত নেতৃত্বের উপর কেন্দ্র তেক্ত বিরক্ত। যার কারণে মহানগর যুবদলে রদ-বদলের মাধ্যমে কমিটি করতে আগ্রহী হয়ে উঠেছে কেন্দ্র। এছাড়া বর্তমানে রাজনীতি থেকে গা বাঁচিয়ে রাজনীতি করে যাচ্ছে এই মন্তু ও সজল। কিন্তু এই সময়টাই বিএনপির সব থেকে কঠিন সময় কারণ নির্বাচন ঘনিয়ে এসেছে সেদিকে লক্ষ্যে করে বিএনপির নেতাকর্মীরা বর্তমানে সরকার পতনের আন্দোলনে তাদের ভূমিকা আরো জোরদার করবে। এই সময় বিরোধী দল হিসেবে বিএনপির নেতাকর্মীদের নানা হামলা ও মামালার শিকার হতে হবে। এমতা অবস্থায় দফায় দফায় কর্মসূচি থেকে নিষ্ক্রিয় হওয়ার পথে রয়েছে এই দুই নেতা। যার প্ররিপ্রেক্ষিতে বলা চলে বর্তমানে আন্দোলণ সংগ্রামে মহানগর যুবদলের ভূমিকা অনেকটাই হওয়ায় ভেসে যাওয়ার মতো। যার কারণে এমন অর্থ কেলেঙ্কারিদের থেকে সংগঠন মুক্তের জন্য দফায় দফায় কেন্দ্র জোরদার তকবির চালিয়ে যাচ্ছে নেতৃবৃন্দ। বর্তমানে তৃণমূলের একটাই দাবি, মহানগর যুবদলকে ত্যাগাী নেতাদের দিয়ে সাজিঁয়ে সাথে সাথে কমিটি পূর্ণাঙ্গ করা। তাহলে দীর্ঘদিনের মহানগর যুবদলে জমে থাকে জং বিনষ্ট হবে এমনকি সংগঠনে তৈরি হবে একটি চেইন অব কমান্ড আর আবরো রাজপথে যবদলের নেতাকর্মীরা ব্যাপকভাবে আন্দোলণ সংগ্রামে ঝাঁপিয়ে পরবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা