আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১০:৪৬

টানা বর্ষনে বির্পযস্থ জনজীবন

ডান্ডিবার্তা | ০৮ আগস্ট, ২০২৩ | ১১:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট গত রাতভর ও গতকাল দিনভর ভারী বর্ষণের কারণে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক পানিতে তলিয়ে গেছে। সেইসঙ্গে সড়কের দুইপাশে থাকা মার্কেটগুলোতে পানি প্রবেশ করেছে। ফলে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। গতকাল সোমবার সকাল থেকেই নারায়ণগঞ্জ শহরের প্রধান এ সড়ক পুরোপুরি পানির নিচে তলিয়ে যায়। আর এই পানি মাড়িয়েই কর্মজীবী লোকজনকে কর্মস্থলে ছুটতে হয়। এতে করে গাড়ি চলাচলও কিছু সময়ের জন্য বন্ধ ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে গাড়ি চলাচল করতে শুরু করে। এদিকে, সকালে ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে এসে দেখেন বিভিন্ন মালামাল পানির নিচে তলিয়ে রয়েছে। তাদের অনেক মালামাল নষ্ট হয়ে গেছে। শহরের সায়েম প্লাজা মার্কেটের বেবি শপের মালিক আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে মার্কেটে এসে দেখি আমার দোকানে পানি। প্রায় তিন থেকে চার লাখ টাকার মালামাল পানির নিচে তলিয়ে গেছে। এখান থেকে বেছে বেছে যেগুলো ভালো আছে সেগুলো সরিয়ে নিচ্ছি। নারায়ণগঞ্জ দোকান মালিক কমিটির সহ-সভাপতি আস সাফী বলেন, সামান্য বৃষ্টি আসলেই মার্কেটগুলোতে পানি প্রবেশ করে। রাতের বৃষ্টিতে বঙ্গবন্ধু সড়কের দুইপাশে প্রত্যেকটি মার্কেটেই পানি প্রবেশ করে। দোকানগুলোতে পানি প্রবেশ করে প্রায় পাঁচ কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। কর্তৃপক্ষ এ বিষয়ে নজর দিলে আমাদের ব্যবসায়ীরা বারবার এই ক্ষতির মুখোমুখি হতে হয় না। এছাড়া ভারী বর্ষণের কারণে পানিতে তলিয়ে গেছে ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইন। ফলে ঝুঁকি নিয়েই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল করছে। তবে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট, অলিগলি ও ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। একই সঙ্গে ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের কিছু অংশ পানির নিচে চলে গেছে। বিশেষ করে চাষাঢ়া থেকে নারায়ণগঞ্জ রেলস্টেশন পর্যন্ত অনেকাংশই পানির নিচে রয়েছে। চাষাঢ়া স্টেশন মাস্টার মো. খাজা সুজন বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের কয়েক জায়গায় পানিতে ডুবে আছে। তবে এখন পর্যন্ত ট্রেন চলাচল সচল রয়েছে। কোথাও কোনো সমস্যা হয়নি। নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল ইসলাম বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের অনেক জায়গা পানিতে ডুবে আছে। কেউ বলছে ট্রেন চলাচল করতে পারবে আবার কেউ বলছে ট্রেন চলাচল করতে পারবে না। একটি ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে চালু করা হয়েছে। এখন পর্যন্ত আমরা ট্রেন চলাচল সচল রেখেছি। একই সঙ্গে পানি সরানোর জন্য কাজ চলছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, সারারাত অতিবৃষ্টির কারণে শহরের সব মহল্লা জলমগ্ন হয়ে পড়েছে। আমরা ভোর থেকেই কাজ শুরু করেছি। আর যদি বৃষ্টি না হয় পানি নিষ্কাশন সম্পন্ন হয়ে যাবে। ড্রেনেজ ব্যবস্থার জন্য অহেতুক আমাদের গালমন্দ না করে একটু ধৈর্য ধরুন। সাময়িক কষ্টের জন্য ক্ষমাপ্রার্থী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা