আজ শনিবার | ১৬ আগস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ২১ সফর ১৪৪৭ | রাত ১২:১৮

নেত্রীর নির্দেশনা বাস্তবায়ন চায় তৃনমূল

ডান্ডিবার্তা | ০৮ আগস্ট, ২০২৩ | ১১:৪৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সহ দলীয় এমপি মন্ত্রীর নিয়ে গতকাল গণভবনে বর্ধিত সভা করেন। বিশেষ করে এই সভায় আগামী নির্বাচন নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন। সেই সাথে স্থানীয় ভাবে দলের নেতা কর্মীদের মাঝে দলীয় কোন্দল নিরসনের নির্দেশনা দেন। যদিও এর আগেও এই নির্দেশ দলীয় সভানেত্রী দিয়েছেন। কিন্তু কে শুনে কার কথা। বর্ধিত সভায় দলীয় সভানেত্রী বলেছেন, যে সকল এলাকায় কমিটি পূর্ণাঙ্গ হয় নাই তাদের বক্তব্য দেয়া হয় নাই। এই দিক দিয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ হয় নাই। আর এজন্য নেত্রীকে কাছে পেয়েও তারা নিজেদের দাবী তুলে ধরতে ব্যর্থ হন। এদিকে খোঁজ নিয়ে জানাযায়, গত রবিবার সকালে পৃথক ভাবে গিয়ে নারায়ণগঞ্জ জেলা মহানগর সহ থানা উপজেলার নেতৃবৃন্দ গণভবনের বর্ধিত সভায় যোগদান করেন। তার মাঝে জেলার ৩টি আসনের আওয়ামী লীগের এমপিরাও যোগদান করেন। তার মাঝে রূপগঞ্জ আসনের এমপি এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, আড়াইহাজার আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এই বর্ধিত সভায় যোগদান করেছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থান করলেও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল, মহানগর আওয়ামী লীগের আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যোগদান করেন। তবে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ বুক ভরা আশা নিয়ে গেছেন আজ নেত্রীর সামনে তারা নিজেদের দাবী তুলে ধরার সুযোগ পাবেন। তাদের আশা অনুযায়ী তারা সুযোগ পেলে সূত্রবলছে জেলা আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ না হওয়া তারা এই সুযোগ থেকে বঞ্চিত হন। আর এতে কের দীর্ঘ দিনে যে দাবী নারয়ণগঞ্জের ৫টি আসনে নৌকার প্রার্থী দিতে হবে তা আর দলীয় সভানেত্রীর কাছে তুলে ধরা হলো না। অপরদিকে এদিকে নারায়ণগঞ্জের তিনটি আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য থাকলেও দুটি আসন জাতীয় পার্টির অধীনে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের দীর্ঘদিন দাবী জানিয়ে আসছেন জেলার পাঁচটি আসনে নৌকার প্রার্থী দেয়ার। এ নিয়ে বিভিন্ন সময় সভা-সমাবেশে আক্ষেপ করতে দেখা গিয়েছে নেতাকর্মীদের। তাছাড়া দলের স্থানীয় জনপ্রতিনিধিরাও থেমে নেই একই দাবিতে। সুত্রমতে জাতীয় নির্বাচনের প্রস্ততি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও অভ্যন্তরীণ কোন্দল বন্ধ করতে ও সভায় নেতৃবৃন্দদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানাযায়, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সদর-বন্দর সদর-বন্দর আসন ও সোনারগাঁ আসনে বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের নৌকার ব্যানারে পোস্টার দেয়ালে দেয়ালে দেখা মিলেছে। তাদের মাঝে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু। এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান সহ তাদের সমর্থকরা ব্যানার ফেস্টুন টানিয়ে প্রচারনা চালান। এছাড়া সোনারগাঁ আসনেও একঝাক নেতৃবৃন্দ মাঠে কাজ করে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। স্থানীয় নেতারা চান নারায়ণগঞ্জে ৫টি আসনে যেন নৌকার প্রার্থী দেয়া হয়। আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু বলেন, যে সকল জেলা আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ হয় নাই ওই সমস্ত জেলার নেতৃবৃন্দদের বক্তব্য দিতে দেয় নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেছেন। এছাড়া তিনি স্থানীয় ভাবে দলীয় কোন্দল নির্বাচনের আগে নিরসনের জন্য নির্দেশনা দিয়েছেন। আগামী নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করার জন্য কাজ করার নির্দেশ প্রদান করেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেন, ঐক্যবদ্ধ ভাবে দল করতে হবে। দলের মাঝে কোন কোন্দল চলবে না। আমরা বলেছি নেত্রী যাকে প্রার্থী দিবে আমরা তাকে বিজয়ী করার জন্য কাজ করবো। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল জানান, আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করার জন্য কাজ করতে নির্দেশনা দিয়েছেন। আর এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ প্রদান করেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্ধিত সভা হওয়ায় এখানে প্রত্যন্ত অঞ্চলের জেলার নেতৃবৃন্দদের বক্তব্য দিতে সুযোগ দেয়া হয়। কিন্তু ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ, গাজীপুরের নেতাদের দেয়া হয় নাই। তবে আমরা আগে থেকেই নেত্রীর কাছে জেলার ৫টি আসনে নৌকার প্রার্থী দেয়ার দাবী জানিয়েছি। আমরা নেত্রীর নির্দেশনা বাস্তবায়নে মাঠে রয়েছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা