আজ শনিবার | ১৬ আগস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ২১ সফর ১৪৪৭ | রাত ১২:১৯

জালকুড়িতে মাজারের পাশেই প্রকাশ্যে মাদকের হাট

ডান্ডিবার্তা | ০৮ আগস্ট, ২০২৩ | ১১:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে পাখাশা মাজারের পাশেই প্রকাশ্যে বসছে মাদকের হাট। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে এ মাদকের স্পট। এরফলে এলাকার যুব সমাজ পতিত হচ্ছে ধ্বংসের মুখে। স্থানীয়দেও অভিযোগ মরহুম আলকাস ফকিরের ছেলে ভুমিদস্যু নুর ইসলামের ছত্রছায়ায় তনু (৪৫) ও আলামিন (৪০) নামে দুই মাদক কারবারি এ ব্যবসা নির্বিঘেœ চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানায় পাখাসার মাজারের সাবেক খাদেম পরিচয়দানকারী এই নুর ইসলামের ব্যাপক প্রভাব রয়েছেএলাকায়। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় ভূমিদস্যুতার একাধিক অভিযোগ ও রয়েছে। পাখাশার মাজারের পাশে সীমানা গেছে তার বাড়ি দীর্ঘদিন যাবত মাদকের স্পটে পরিণত। দেখার যেনো কেউ নেই। সন্ধ্যা থেকে শুরু হয় রাত্র তিনটা পর্যন্ত মাদকের আড্ডা এ আস্তানায়। এ মাদকের আস্তানা পরিচালনা করেন তনু ও আলআমিন। আল আমিন মাজার সংলগ্ন এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছে। সে ওই এলাকার ভাড়াটিয়া। দীর্ঘদিন যাবৎ জুট ব্যবসার অন্তরালে চলে আসছে তার মাদকের রমরমা বাণিজ্য। মাদকের ডিলার ও পাইকার হিসেবে মাদক ব্যবসায়ীদের কাছে রয়েছে তার খ্যাতি। নুর ইসলামের ছত্রছায়ায় চালাচ্ছে এই মাদক ব্যবসা। কেউ তাকে কিছু বললে নুর ইসলাম এগিয়ে আসে তা দৃশ্যমান। তনু জালকুড়ি পাখাশা মাজার সংলগ্ন এলাকার জামাই হিসেবে পরিচিত। মাজার সংলগ্ন শ্বশুর বাড়িতে ঘরজামাই থাকেন তিনি। পেশায় একজন রাজমিস্ত্রী। বছরখানেক আগে আবগারির হাতে মাদকসহ গ্রেপ্তার হন। পরে আবগারির ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট সাজা দেন। জেল খেটে বেরিয়ে এসে পুনরায় নুর ইসলামের সেল্টারে মাদক ব্যবসা চালিয়ে যান যা এখন পর্যন্ত চলমান। স্থানীয় দাবি, নতুন প্রজন্মকে বাঁচাতে এবং মাদকের ভয়ানক ছোবল থেকে তাদের রক্ষা করতে হলে দ্রুত এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হউক। এদের লাগাম ধরে না রাখতে পারলে। নষ্ট হয়ে যাবে যুব সমাজ। র‌্যাব, পুলিশ ও বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তারা। এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, মাদকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সোচ্চার রয়েছে। মাদক ব্যবসায়ীদের রূখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। শিগগিরই ওই এলাকায় অভিযান চলবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবেনা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা