আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১০:১৪

ভারীবর্ষনে তলিয়ে গেছে ডিএনডির নিচু এলাকা!

ডান্ডিবার্তা | ০৮ আগস্ট, ২০২৩ | ১১:৫৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট রাতভর ভারীবর্ষনে আবারও পানিতে তলিয়ে গেছে ডিএনডি বাধের ভেতরের সকল নিচু এলাকাগুলো। ফলে প্রতিটি এলাকার রাস্তারগুলো রয়েছে ২/৩ফুট পানির নিচে এবং বেশীরভাগ বাসাবাড়ির ভেতরে রয়েছে হাটু থেকে কোমড় পানি। আর ময়লাযুক্ত পানির গন্ধে দূর্বিষহ হয়ে উঠেছে সেখানে বসবাসরত মানুষের জীবন। সরেজমিনে ঘুরে সেখানে বসবাসকারীদের কাছে জানা যায়, গত কয়েকদিন আগে সাংসদ শামীম ওসমানের নির্দেশে স্থ্নাীয় চেয়ারম্যান ও মেম্বারগন অনেক পরিশ্রম করে ডিএনডি এলাকার পানি কিছুটা সরাতে পারলেও ভোর রাতের ভারী বর্ষনের ফলে আবারও সেই এরুপে প্রকাশ পেয়েছে অত্র এলাকারগুলো চিত্র। ফতুল্লার লালপুর, পৌষাপুকুরপাড়, রেলষ্টেশন, পাগলা ও আলীগঞ্জের প্রত্যন্ত নিচু এলাকাগুলো যেন পানির নিচে অবস্থান করছে। অনেকই বলছেন যে, ডিএনডি বাধের ভেতরে বসবাসকারী প্রতিটি মানুষের জন্য যেন একটি অভিশপ্ত জীবনের মত। একে তো খালগুলো অপরিস্কার ও ময়লায় আচ্ছন্ন থাকে সারা বছর। তার উপর আবার বাসাবাড়িতে ব্যবহৃত ময়লাগুলো ফেলার জন্য নির্দিষ্ট ভাগাড় না থাকায় যে যেভাবে পারছে সেখানে ফেলছে। যার ফলে একটু বৃষ্টিতেই খালের ময়লাযুক্ত পানি আর রাস্তার উপর ফেলা ময়লাগুলো একাকার হয়ে র্দুগন্ধযুক্ত হয়ে পুরো ডিএনডিবাসীর জীবনকে নাভিশ^াস করে তুলছে। আবদুল আলী নামে লালপুরের এক বাসিন্দা জানান, ভাই আরো একটু সামনে গিয়ে দেখেন অবস্থা আরো বেগতিক। প্রতিটি ঘরের ভেতরে ময়লাযুক্ত পানি প্রবেশ করে আমাদের বসবাসকে অসহনীয় করে তুলেছে। এ ময়লা পানি পেরিয়ে নামাজের সময় নামাজ পড়তে গেলে কতটুকু ভালো হবে জানিনা। তাছাড়াও ঘরে থাকা প্রতিটি সদস্যকে দু:শ্চিন্তায় রয়েছি ডেঙগু আতংকে। একে তো এখানে সর্বক্ষন যত্রতত্র ময়লার ভাগাড় রয়েছে প্রতিটি অলিগলিতে। তার উপর আবার বৃষ্টির পানিতে ময়রা একাকার হয়ে যাওয়ার ফলে মশার উপদ্রুপ বাড়ছে আরো দ্বিগুনভাবে। ভাবতে পারছিনা এখন কি করবো। আবদুল আলীর মত ফতুল্লা ও পাগলা এলাকার অনেক বাসিন্দা জানান তাদের সমস্যার কথা। অনেকেই বলছেন,ভোররাতে যে বৃষ্টি হয়েছে তা যদি আবারও এরুপভাবে হয় তাহলে এখানকার নিচু বাড়িগুলোর নিচতলা পানির নিচে অবস্থান করবে তা নিশ্চিত। কারন রাতে যে পরিমান বৃষ্টির ফলে পানি বৃদ্ধি পেয়েছে তার বিন্দু পরিমান পানি সরানোর ব্যবস্থা হয়নি। তারা অনতিবিলম্বে ডিএনডি বাধের ভেতরে জমে থাকা পানিগুলো নিস্কাসনে ইউপি চেয়ারম্যানদের সদয় দৃষ্টি কামনা করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা