আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | ভোর ৫:৩০

শীতলক্ষ্যাকে দূষণের কবল থেকে বাঁচাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে: জেলা প্রশাসক

ডান্ডিবার্তা | ০৮ আগস্ট, ২০২৩ | ১২:১০ অপরাহ্ণ

বন্দর প্রতিনিধি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেছেন, বিভিন্ন কারখানার নিক্ষিপ্ত বর্জ্যে নারায়ণগঞ্জের প্রাণ শীতলক্ষ্যার পানি দূষিত হয়ে গেছে। বিশেষ করে অর্ধশত ডাইং ফ্যাক্টরি পরিশোধন ছ্ড়াাই বিষাক্ত বর্জ্য ফেলছে শীতলক্ষ্যায়। শীতলক্ষ্যাকে দূষণের কবল থেকে বাঁচাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি কারখানাকে চিঠি দেওয়া হয়েছে। ভবিষ্যত প্রজন্মের হাতে সুন্দর বাংলাদেশ তুলে দিতে সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, মেয়েরা বিদ্যালয়ে যাওয়ার পথে বখাটে দ্বারা যাতে কোনো রকমের হয়রানীর শিকার না হয় সেদিকে কঠোর দৃষ্টি রাখা হবে। নারীদের নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে। তিনি সোমবার দুপুরে বন্দর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, বীরমুক্তিযোদ্ধা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল হক, সহকারী কমিশনার(ভুমি) মনিষা রাণী কর্মকার, বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক, উপজেলা প্রকৌশলী কায়সার রিজভী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুদল লতিফ, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান, বিএম উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আজিজুর রহমান, বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিটিভি জেলা প্রতিনিধি আতাউর রহমান, মদনপুর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা