আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৯

উড়ে এসে জুড়ে বসেন লেলিন

ডান্ডিবার্তা | ০৯ আগস্ট, ২০২৩ | ১২:২১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ক্ষমতাসীন দলে রাজনীতিতে পালের হাওয়ায় গাঁ ভাসিয়ে দেন দরবার আর তদবীর করে অনেকেই পদ বাগিয়ে নেন। তৃণমুলের রাজনীতিতে কোন অবস্থান নেই, অথচ দলের গুরুত্বপূর্ণ পদবাগিয়ে রিতীমত নেতা বনে যান মুষ্টিমেয় কিছু হাইব্রিড প্রকৃতির লোক। এদেরই একজন আবু সুফিয়ান লেলিন। ছাত্রলীগ কিংবা অন্য কোন ভাতৃপ্রিতম সংগঠনে নিজের তেমন কোন পরচিতি কিংবা কর্মকান্ডে সংশ্লিষ্টতা না থাকলেও নারায়ণগঞ্জ মহানগর কৃষক লীগের সদস্যসচিব বনে যাওয়াকে স্বাভাবিক ভাবে নিতে পাড়ছেন না সংগঠনের তৃণমূলের পোর খাওয়া নেতাকর্মীরা। এই নিয়ে সংগঠনে সম্পৃক্ত সকলের মাঝে চলছে কড়া সমালোচনা। খোঁজ নিয়ে জানাযায়, কখনো আওয়ামীলীগের কিংবা সহযোগী সংগঠনের রাজনীতীতে সক্রিয় ছিলনা সদ্য মহানগর কৃষক লীগের সদস্য সচিব আবু সুফিয়ান লেলিন। অথচ অনেকটা হঠাৎ করে উড়ে এসে জুরে বসার মতোই পেয়ে গেছেন মহানগর কৃষকলীগের সদস্য সচিবের মতো বড় পদ। জেলা ও মহানগর আওয়ামীলীগের দক্ষিন বলয়ের কতিপয় শীর্ষ নেতাদের ম্যানেজের মাধ্যমে এই পদ বাগিয়ে নিয়েছেন বলে নেতাকর্মীদের মাঝে গুঞ্জন রয়েছে। আর পদ পেয়েই শহর ও বিভিন্ন এলাকা দাবড়ে বেরাচ্ছেন মহানগর কৃষকলীগের সদস্য সচিব আবু সুফিয়ান লেলিন। এছাড়া তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে পদ পেয়েই তিনি বিভিন্ন এলাকায় চাদাঁবাজিতে মেতে উঠেছেন। আর এজন্য তাকে নিয়ে দলের মাঝে বিতর্ক তৈরী হয়েছে। সেই সাথে দলীয় নেতা কর্মীরা প্রশ্ন তুলেন তার মত বিতর্ক ব্যক্তিকেই কেন এই পদ দিতে হবে। জানাযায়, এই বছরের ২৫ এপ্রিল নারায়নগঞ্জ মহানগর কৃষকলীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষনা দেওয়া হয়। এতে মহানগর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. কবির হোসেনকে আহ্বায়ক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকনকে যুগ্ম আহ্বায়ক এবং মো. আবু সুফিয়ান লেলিনকে সদস্য সচিব করা হয়েছে। এর আগে ১০ এপ্রিল কেন্দ্রিয় কৃষখলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্বৃতি এ কমিটি অনুমোদন প্রদান করেন। এদিকে মহানগর কৃষকলীগের সদস্য সচিব মো. আবু সুফিয়ান লেলিনকে ইতিপূর্বে আওয়ামীলীগের রাজনীতীতে সক্রিয় দেখা যায়নি বলে অভিযোগ তুলেন স্থানীয় দলের একাধিক নেৃতৃবৃন্দ। কিন্তু কমিটি ঘোষনার পূর্বে তিনি জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইকে উপঢৌকনের মাধ্যমে ম্যানেজ করেন বলে জনশ্রুতি রয়েছে। এছাড়া মেয়র আইভির একটি অনুষ্ঠানেও তিনি নেতাকর্মীদের আপ্যায়ন করিয়ে সবার দৃষ্টি কাটেন। তাই দলের মাঝে গুঞ্জন উঠেছে তিনি দক্ষিন বলয়ের কিছু নেতাদের তোষামদি এবং কয়েকজনকে বিভিন্ন সুবিধা দিয়ে এই পদে আসেন। এদিকে মহানগর কৃষকলীগের শীর্ষ পদ পেয়ে শহর ও ফতুল্লার বিভিন্ন এলাকা দাবড়ে বেরানোর অভিযোগ রয়েছে আবু সুফিয়ান লেলিনের বিরুদ্ধে। ফতুল্লার বিসিক সহ বিভিন্ন এলাকার শিল্প কারখানায় সে কৃষকলীগের পরিচয় দিয়ে চাদাঁবাজিতে লিপ্ত রয়েছে বলে অভিযোগ রয়েছে। তার মত ব্যক্তিদের যেন এই ধরনের গুরত্বপূর্ণ পদে না রাখা হয় সেই দাবী উঠে তৃনমূল নেতা কর্মীদের থেকে। তাছাড়া সম্মেলনের মাধ্যমে নতুন ভাবে শক্তিশালী কমিটি গঠনের দাবী তুলেন কৃষক লীগের নেতাকর্মীরা। তার সাথে যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা