
ডান্ডিবার্তা রিপোর্ট হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় একাদশ কার্যদিবসে দুজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষী প্রদানকারীরা হলেন- সোনারগাঁ রয়েল রিসোর্টের পাবলিক রিলেশন অফিসার জাকির হোসেন ও সোনারগাঁয়ের সাংবাদিক নূর নবী জনি। মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন জানান, রয়েল রিসোর্টকে কেন্দ্র করে যে মামলাটি জান্নাত আরা ঝর্ণা সোনারগাঁ থানায় দায়ের করেছিলেন সেই মামলাটি মিথ্যা। মামুনুল হকের বিরুদ্ধে প্রশাসনের চাপে মিথ্যা মামলা দায়ের করেছেন ঝর্ণা। সেটা গত ৬ জুন বাদীর ছেলে আব্দুর রহমানের দেওয়া সাক্ষীতে প্রমাণ হয়ে গেছে। আব্দুর রহমান বলেছেন, ঢাকা ফারইস্ট ইন্টারন্যাশনাল হোটেলে ১৮-২০ দিন তাদের ডেকেছিল; পুলিশ কেন তাদের ডাকবে। আর যখন আব্দুর রহমান সাক্ষী দিয়েছেন সেই সাক্ষ্য যখন মামুনুল হকের পক্ষে গিয়েছে- তাতে বোঝা যায় তিনি সত্য সাক্ষ্য দিয়েছেন। এত ঝড়ঝাপটায়ও মামুনুল হক ও ঝর্ণার বিয়ে ছাড়াছাড়ি হয়নি। তারা বৈধ স্বামী-স্ত্রী। তিনি আরও বলেন, একাদশ দিবসে ২ জন সাক্ষী দিয়েছেন। তাদের দেওয়া সাক্ষীতে প্রমাণিত হয় মামুনুল হক নির্দোষ। এ মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ২৪ জন সাক্ষী দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রকিবুদ্দিন আহমেদ (রকিব) চৌধুরী বলেন, রয়েল রিসোর্টের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় সাংবাদিক, পুলিশ, জনগণ, মামলার বাদী জান্নাত আরা ঝর্ণা ও আজকের দুজন সাক্ষীসহ এ পর্যন্ত ২৪ জন সাক্ষী দিয়েছেন। তারা সবাই সাক্ষীতে বলেছেন মামুনুল হক বিয়ের প্রলোভন দেখিয়ে ঝর্ণাকে ধর্ষণ করেছেন। আশা করি বাদী ন্যায়বিচার পাবেন। পরবর্তী সাক্ষীর জন্য আগামী ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে ৫০১ নাম্বার রুমে কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণাসহ মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করার সময় হেফাজত ইসলামের নেতাকর্মীরা রিসোর্টে হামলা চালিয়ে মামুনুল ও তার কথিত স্ত্রীকে ছিনিয়ে নেন। ওই ঘটনার ১৫ দিন পর মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর তেজগাঁও বিভাগের পুলিশ। এরপর রয়েল রিসোর্ট কা-ের ২৭ দিন পর ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় হাজির হয়ে জান্নাত আরা ঝর্ণা বাদী হয়ে মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ওই বছরের ১০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। একই বছরের ৩ নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত ধর্ষণের মামলায় অভিযোগ গঠন করেন। তখন একই বছরের ২৪ নভেম্বর প্রথম দফায় মামুনুল হকের উপস্থিতিতে কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা আদালতে সাক্ষ্য দেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯