
ডান্ডিবার্তা রিপোর্ট সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশেই জমে উঠেছে এমপি পদে মনোনয়ন প্রত্যাশীদের লড়াই। সারাদেশের মতো এই নির্বাচনী হাওয়া প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জেও বইতে শুরু করেছে। নারায়ণগঞ্জের ৫টি আসনের মনোনয়ন প্রত্যাশীরা এরইমধ্যে মনোনয়ন পেতে শুরু করেছে দৌড়ঝাঁপ। এদিকে নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে মনোনয়ন পেতে সোনারগাঁ)আসনে বিএনপির নেতাদের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চালাচ্ছেন নানা প্রচার-প্রচারণা। এছাড়া এই আসনে রয়েছে বিএনপির ব্যাপক সমর্থক। এই আসনটি একসময় আওয়ামী লীগের ঘাঁটি নামে পরিচিত থাকলেও বর্তমানে এই আসনটি জাতীয় পার্টির দখলে রয়েছে। তবে দীর্ঘদিন ক্ষমতা থেকে দূরে থাকা বিএনপি যেকোনো মূল্যে এই আসনটি পুনরুদ্ধার করতে কাজ করছে। সেজন্য একের পর এক কর্মসূচি পালন করে মাঠ চাঙ্গা করছে সোনারগাঁ উপজেলা বিএনপি। খোঁজ নিয়ে জানা যায়, এই আসনটিতে এবার বিএনপি থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা সর্বমোট ৪ জন। তারা হলেন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল ও সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর। জানা যায়, ঐতিহ্যবাহী সোনারগাঁ নামে একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন পরিষদ নিয়ে এই আসনটি গঠিত হয়েছে। এ আসনে বর্তমান ভোটার সংখ্যা ৩ লাখ ২৬ হাজার ৮৫২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ৭৪৩ জন ও নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৭০৫ জন। এ আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪ জন। সোনারগাঁ আসনে আওয়ামী লীগ থেকে ১৯৭৩ সালে মোবারক হোসেন, ১৯৭৯ সালে কৃষক শ্রমিক পার্টি থেকে এ এস এম সোলাইমান, ১৯৮৬ সালে আওয়ামী লীগ থেকে মোবারক হোসেন, ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে আবু নুর মোহাম্মদ বাহাউল হক সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে নির্বাচিত হন বিএনপির রেজাউল করিম। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি নির্বাচিত হন। ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকা। ২০১৮ সালেও লিয়াকত হোসেন খোকা আবারও এমপি নির্বাচিত হন। জানা যায়, এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর মধ্যে এগিয়ে রয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান। তবে শেষ পর্যন্ত বিএনপি থেকে কে মনোনয়ন পান তা সময়ই বলে দিবে। এদিকে দীর্ঘদিন ধরেই সোনারগাঁ বিএনপির নেতাকর্মীদের মধ্যে কমিটিতে পদ-পদবী নিয়ে দ্বন্দ্ব রয়েছে। যা বিভিন্ন কর্মসূচিতে প্রকাশ পেয়েছে। তবে বর্তমানে সোনারগাঁ উপজেলা সভাপতি মান্নানের নির্দেশে বিএনপির অসংখ্য নেতাকর্মী রাজপথমুখী হচ্ছেন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তিনি নেতাকর্মীদের উজ্জীবিত ও সুসংগঠিত করে রেখেছেন। এছাড়া সোনারগাঁয়ে রয়েছে বিএনপির ব্যাপক জনসমর্থন। সাধারণ মানুষের কাছে তাদের রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। স্থানীয়দের মতে, ঐক্যবদ্ধ থাকলে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের জমজমাট লড়াইয়ের মধ্যে বিএনপি এই আসনে জয়ী হলেও হতে পারে। এদিকে, সোনারগাঁ আসনে অন্যান্যবারের মতো জাতীয় পার্টির প্রার্থী যেনো জয়লাভ করতে না পারে সেজন্য একাট্টা সোনারগাঁ আওয়ামী লীগ। এছাড়া জেলার নেতাকর্মী থেকে শুরু করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীও বারবার একই দাবি করেছেন। এর ফলে জাতীয় পার্টির প্রার্থীকে এবার চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে তা বলাই যায়। অন্যদিকে, সোনারগাঁ আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে রয়েছে অন্তঃকোন্দল। যা দীর্ঘদিন ধরেই চলে আসছে। সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনেও একই দৃশ্য দেখা দিয়েছে। এই বিষয়টি এখন কেন্দ্রীয় আওয়ামী লীগও অবগত রয়েছে। তাই জাতীয় পার্টির চ্যালেঞ্জ এবং আওয়ামী লীগের অন্তঃকোন্দলের কারণে বিএনপি জয়লাভ করলে অবাক হওয়ার কোনো বিষয় থাকবে না। স্থানীয়রা জানান, এ আসনে বিএনপি থেকে আজহারুল ইসলাম মান্নানকে মনোনয়ন দিলে জমজমাট লড়াই হবে। এছাড়া রেজাউল করিমকে মনোনয়ন দিলে আরও জমজমাট লড়াই হবে। দুজনেরই রয়েছে সোনারগাঁয়ে ব্যাপক জনসমর্থন। তবে এমপি পদে লিয়াকত হোসেন খোকাকে হারানো এতো সহজ হবে না বিএনপির। তবে সোনারগাঁ বিএনপি যদি সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন তাহলে এই আসনটি আবারও পুনরুদ্ধার করতে পারার সম্ভাবনা রয়েছে বিএনপির। আবারও এই আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিতি পাবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯