
ডান্ডিবার্তা রিপোর্ট গণসংহতির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং কর্মী-সংগঠক-শুভানুধ্যায়ীদের সাথে মতবিনিময় করেছেন নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় গণসংহতি আন্দোলনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতা-কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন দলের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলার অর্থ সম্পাদক নাজমা বেগম, জেলা কমিটির সদস্য আলমগির হোসেন, ফতুল্লা থানার যুগ্ম আহ্বায়ক আব্দুল আল মামুন, যুগ্ম সদস্য সচিব শুভ দেব, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সভাপতি ফারহানা মুনা, সাধারণ সম্পাদক সৃজয় সাহা প্রমুখ। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তরিকুল সুজন বলেন, ক্ষমতাসীন সরকার একটা অবৈধ নিশিরাতের সরকার। যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট ডাকাতি করে নিজেরাই নিজেদের নির্বাচিত করেছে। এই ভোট ডাকাতদের কাছে দেশ ও দশ নিরাপদ নয়। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বর্তমান ক্ষমতাসীনরা আবারো দলীয় সরসকারের অধীনে আরেকটি ভোট ডাকাতির নির্বাচন আয়োজন করতে চায়। আমরা পরিষ্কারভাবে বলি, দলীয় সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়। বর্তমান ক্ষমতাসীন সরকারকে অবিলম্বে সংসদ ভেঙ্গে দিয়ে পদত্যাগ করতে হবে এবং নির্বাচনকালীন সময়ে একটি অন্তবর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অঞ্জন দাস বলেন, বর্তমানে এক স্বৈরাচারী-ফ্যাসিবাদী সরকার এদেশের মানুষের সমস্ত স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করেছে। মানুষের কথা বলার অধিকার, ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিরোধী মতাবলম্বীদের জেলের মধ্যে হত্যা করছে। চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম অস্বাভাবিক রকমভাবে বাড়িয়ে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। গণসংহতি আন্দোলন তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সকলপ্রকার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গেছে। কখনো আপোস করেনি। এখনও আমরা সাধ্যানুযায়ী বর্তমানের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রাম জারি রেখেছি। আমরা বিশ্বাস করি অচিরেই এই ফ্যাসিবাদী সরকারের মসনদ ভেঙ্গে পড়বে। সাধারণ জনমানুষকে সাথে নিয়ে সেই লড়াইয়ে বিজয়ী না হওয়া পর্যন্ত গণসংহতি আন্দোলন রাজপথে থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে এ আমাদের ওয়াদা। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে জেলা কার্যালয়ে কর্মী-সংগঠক-শুভানুধ্যায়ীদের সাথে ‘ভোটাধিকার ও গণতন্ত্রের সংগ্রাম’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯