আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৪:৪১

জাপা নিয়ে আ’লীগের কৌশলী অবস্থান

ডান্ডিবার্তা | ৩০ আগস্ট, ২০২৩ | ১১:০৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল বলেছেন, আমি সদর-বন্দর আসন জাতীয় পার্টির দখলে এমনটা বলব না। এটা মহাজোটের দখলে। এখন যে প্রার্থী এখানে তিনি কৌশলগতভাবে জাতীয় পার্টি। কিন্তু তার রক্ত তার অতীত ইতিহাস সব আওয়ামী লীগের। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর-বন্দর আসন নিয়ে নানা দিক তুলে ধরে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ব্যাপক উন্নয়ন হয়েছে। জলাবদ্ধতা তো প্রাকৃতিক দুর্যোগ। এর মধ্যে প্রবল বৃষ্টি হয়েছে। তবে জলাবদ্ধতার যে সংকট ছিল এটা ব্যাবস্থা নেয়া হয়েছে। এটি কোন বড় সমস্যা হবে না। তিনি বলেন, জনগণ আমাদের পক্ষে আছে। গত ১৫ বছর যে উন্নয়ন হয়েছে আজ সকলে জননেত্রী শেখ হাসিনার প্রসংশা করছে। বিএনপি নির্বাচন না করে জনদুর্ভোগ বাড়াচ্ছে। ওরা স্কুল পুড়িয়েছে। মানুষ পুড়িয়ে মেরেছে। তিনি বলেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জন্মস্থান। এ মুহুর্তে আমাদের নেতৃত্ব দিচ্ছেন শামীম ওসমান। এখানে যাকেই মনোনয়ন দেয়া হবে আমরা তাকে বিপুল ভোটে জয়ী করবো। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল বলেছেন, এ আসনে জাতীয় পার্টি দীর্ঘদিন যাবৎ আছে। নারায়ণগঞ্জে এ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে এখানে আমার দাবী একটা মেডিকেল কলেজ খুব দরকার। তবে উন্নয়নের আরও যে পরিকল্পনা সে অনুযায়ী ধীরে ধীরে এগুলো হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর-বন্দর আসনের নানা দিক তুলে ধরে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আমরা উন্নয়নের ছোঁয়া মানুষের ঘরে ঘরে পৌছে দিতে পেরেছি। তবে সমন্বয়হীনতা আছে। একদিকে জাতীয় পার্টির এমপি আরেকদিকে আওয়ামী লীগের মেয়র। এই সমন্বয় যখন হবে তখন এই সমস্যাগুলো থাকবে না। তিনি বলেন, বিএনপি স্বপ্ন দেখে। এরা জনবিচ্ছিন্ন ও সন্ত্রাসীদের দল। ওরা এ আসনে মারাত্মকভাবে দুর্বল। এখানে নৌকার প্রার্থী আসলে বিপুল ভোটে জয়ী হবে। তিনি বলেন, নেতাকর্মীরা যদি চায় এবং নেত্রী যদি মনোনয়ন দেন তাহলে আমরা অবশ্যই এই আসনগুলো শেখ হাসিনাকে উপহার দেব। নারায়ণগঞ্জ জাতীয় পার্টির সভাপতি এহসান উদ্দিন আহমেদ বলেছেন, গত ১৫ বছরের উন্নয়নের কথা বলতে গেলে অনেক সময় লাগবে। নাসিম ওসমানের স্বপ্ন পূরণের জন্যই সেলিম ওসমান নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য নাসিম ওসমান সেতু। পাশাপাশি মদনগঞ্জ সড়ক প্রশস্ত করা হয়েছে। কোন রাস্তাই এখন কাঁচা নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর-বন্দর আসনের নানা দিক তুলে ধরে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আমাদের এমপি নিজস্ব অর্থায়নে যে পরিমান কাজ করোছেন তা সারা দেশে বিরল। তিনি প্রায় শত কোটি টাকা নিজের তহবিল থেকে খরচ করেছেন শিক্ষাখাতে। তিনি বলেন, নারায়ণগঞ্জে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ একে অপরের পরিপূরক। তিনি আওয়ামী লীগ পরিবারের সন্তান। তিনি মূলত এ আসনের সাধারণ জনগণের নেতা। আমরা জাতীয় পার্টির বিজয়ের জন্য আশাবাদী। উন্নয়নে তার যে অবদান সেজন্য আমরা আশাবাদী তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা