আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ২:৪৬

দ্বাদশ নির্বাচন নিয়ে নানা সমিকরন

ডান্ডিবার্তা | ৩১ আগস্ট, ২০২৩ | ১১:১৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নারায়নগঞ্জ রাজনীতিতে নতুন মাত্রা ও সমিকরন শুরু হয়েছে। দিন যত সামনে আসছে, নির্বাচনী রাজনীতি ততই নতুন মাত্রা পাচ্ছে। হঠাৎ করেই রাজনীতিতে যুক্ত হচ্ছে নতুন নতুন মেরুকরণ। বদলাচ্ছে রাজনৈতিক চিন্তাভাবনা। নানা পরিবর্তন লক্ষ করা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যেও। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি-এই নির্বাচনী রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে না থাকলেও নিজেরাই নিজেদের প্রতিপক্ষ। কে, কাকে, কোন কৌশলে পেছনে ফেলে পার হবে নির্বাচনী বৈতরণী; সে নিয়ে যেমন রয়েছে নানা হিসাব-নিকাশ, সমীকরণ; তেমনি জয় নিশ্চিত করতে কাকে নিয়ে কোন পথে এগোলে সফলতা আসবে-ভাবতে হচ্ছে তা নিয়েও। এর মধ্যে সবচেয়ে বেশি বেগ পেতে হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগকে। দল ক্ষমতায় থাকায় সরকার পরিচালনায় প্রতিদিনই নানা চ্যালেঞ্জ যেমন সামাল দিতে হচ্ছে তাদের, তেমনি নির্বাচনী রাজনীতিতে নিতে হচ্ছে নানা উদ্যোগ ও কৌশল। ফলে গত কয়েক দিনের রাজনীতিতে এক ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে দলের মধ্যে। আওয়ামী লীগ যারা করেন আমাদের সাথে রেষারেষি কইরেন না- সেলিম ওসমান ক্ষমতাসীন দল আওয়ামীলীগকে কঠোর হুশিয়ারি করে সদর-বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, আমার আওয়ামী লীগের ভাইদের কাছে অনুরোধ রাখলাম রেষারেষি করবেন না। অন্তত আমাদের এই সদর -বন্দর নারায়ণগঞ্জে কোনো রকম রেষারেষি করবেন না। আমি যতক্ষণ আছি আমার সাথে যারা আছে তারা সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। আমাদের সাথে রেষারেষি করার চেষ্টা করবেন না। গত ১৫ আগস্ট বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। বন্দরের নবীগঞ্জ এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ে সদর-বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেলিম ওসমান বলেন, আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া আমার জাতীয় পার্টির একটি সদস্যও কোনো দলে বিশ্বাস করে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আমাদের প্রতিটি সদস্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের নারায়ণগঞ্জ এগিয়ে নিয়ে যাবে। আমি অনুরোধ করলাম স্থানীয় আওয়ামী লীগ যারা করেন আমাদের সাথে রেষারেষি কইরেন না। আমাকে নির্বাচন করতে হবে এমন কোনো কথা নাই। নির্বাচন ছাড়াও আমার ভাইয়ের পাশে ছিলাম। তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি প্রয়োজন হয় নির্বাচন ছাড়াও আমি আমার অন্য ভাইয়ের সাথে থাকবো। কিন্তু বন্দরের মানুষের আমার এলাকার মানুষের উন্নয়নের জন্য আর্থিক সংকটে না থাকলেও আমার মেধা বুদ্ধি যা আছে তা দিয়ে আমি আপনাদের পাশে থাকবো। আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়ায় আমি বেঁচে আছি। অপরদিকে সদর-বন্দর আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য আটঘাট বেঁধে নেমেছে মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন। নৌকা প্রতীকের প্রচারনা ইতিমধ্যে শুরু করেছে আনোয়ার হোসেনসহ তার অনুসারীরা। সদর-বন্দর আসনে নৌকা প্রতীকের দাবীতে ইতিমধ্যে নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল( ভিপি বাদল), মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, আনিসুর রহমান দিপুসহ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের জোড়ালো দাবী তুলছেন। এখন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ লড়ে চড়ে বসছেন উভয় বলয়। জোটের ব্যাপারে দলটি ক্ষমতাসীনদের মতো সতর্কভাবে সামনে এগোলেও সরকারের সমালোচনায় মুখর দলের শীর্ষ নেতারা। বসে নেই আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন বড় দুই জোটের বাইরের রাজনৈতিক দলগুলোও। তাদের মধ্যেও চলছে নির্বাচনের নানা হিসাব-নিকাশ। শুরু হয়েছে জোট গঠনের উদ্যোগ। বড় দুই জোটের বাইরে নির্বাচনী মাঠে নিজেদের শক্তির জানান দিতে বিশেষ কৌশলে এগোচ্ছে তারাও। অন্তত তিনটি প্লাটফর্মে এসব রাজনৈতিক দল পৃথক জোট গঠনের চিন্তা করছে। সবার উদ্দেশ্য ক্ষমতার ভাগাভাগির দরকষাকষি। তবে সে পথ কি হবে-এককভাবে, নাকি বড় দুই জোটের ছায়া হয়েই ভোটের মাঠে লড়বেন তারা; সে নিয়েও চলছে নানা সমীকরণ ও হিসাব-নিকাশ। এজন্য গোপনে ও প্রকাশ্যে চলছে দফায় দফায় বৈঠক। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলে ও রাজনীতির হালচাল পর্যবেক্ষণ করে নির্বাচনী রাজনীতির এমন চিত্র ওঠে এসেছে। আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানী-রাজনৈতিক বিশ্লেষকরা এই তৃতীয় রাজনৈতিক জোট গড়ার উদ্যোগকে ভালো চোখেই দেখছেন। তাদের মতে, এই নতুন জোটের সঙ্গে সম্পৃক্তরা রাজনৈতিক প্রজ্ঞাবান মানুষ। রাজনৈতিক উদ্দেশের বাইরে তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকার কথা নয়। তাদের দ্বারা জাতীয় রাজনীতি বা নির্বাচনে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। সার্বিক পর্যালোচনা ও বিশ্লেষণে দেখা মিলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এ নির্বাচন নিয়ে বিদেশীদের মাথা ব্যাথাও কম নেই। তারপর আবার সদর-বন্দর আসনে নৌকা প্রতীকের দাবীতে মাথা নাড়া দিয়ে ইতিমধ্যে ইউনিয়ন, ওর্য়াড গুছাচ্ছে আওয়ামীলীগ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা