আজ মঙ্গলবার | ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ৭ জিলকদ ১৪৪৬ | সকাল ১১:০৭

এ কোন শাহরুখ!

ডান্ডিবার্তা | ০১ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:২৮ পূর্বাহ্ণ

‘পাঠান’ ঝড় তুলেছিল, এবার ‘জওয়ান’- নিয়ে সুনামির অপেক্ষা করছে বলিউড বক্স অফিস। সিনেমা মুক্তির বাকি আর মাত্র ৭ দিন, এরই মধ্যে আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) প্রকাশ্যে এল বলিউড বাদশা শাহরুখ খানের বহুল অলোচিত এই সিনেমার ট্রেলার। তিন মিনিটের ট্রেলারই জানিয়ে দিল সিনেমাটি নিয়ে দর্শক উত্তেজনা উঠেছে তুঙ্গে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রহস্য, টানটান থ্রিলার আর ধুন্ধুমার অ্যাকশন; ‘জাওয়ান’র ট্রেলারের শুরুতে শাহরুখের মুখে কয়েকটি সংলাপ শোনা যায়, সেটা যেন তারই জীবন থেকে অনুপ্রাণিত। বাদশা বলেছেন, ‘এক রাজা ছিল। একের পর এক যুদ্ধ হেরে যাচ্ছিল। ক্ষুধার্ত, পিপাসার্ত হয়ে জঙ্গলে ঘুরছিল। অনেক ক্ষুব্ধ ছিলো সে।’

আবার কোনও দৃশ্যে হাসির খোরাকও দিয়েছেন কিং খান। তার কাছে জানতে চাওয়া হয়, হাইজ্যাকার হয়ে কী চায়? ঠাট্টার ছলে তার জবাব, ‘চাই তো আলিয়া ভাটকে!’ শুধু তাই নয়, শেষাংশে দেওয়া শাহরুখের ‘পোলার গায়ে হাত তোলার আগে, বাপের সাথে কথা বল’ সংলাপ এখন সোশ্যালে ভাইরাল!

এদিকে আজ রাত ৯টায় দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু অট্টালিকা বুর্জ খলিফার স্ক্রিনে দেখানো হবে ‘জাওয়ান’ ট্রেলার। সেখানে উপস্থিত থাকবেন স্বয়ং শাহরুখ। হাজারো ভক্তদের সঙ্গে মুহূর্তটি উপভোগ করবেন।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘জাওয়ান’ পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। এতে শাহরুখের সঙ্গে রয়েছেন নয়নতারা। আরও রয়েছেন বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভার প্রমুখ। বিশেষ চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও থালাপতি বিজয়কে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা