
সোনারগা প্রতিনিধি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁ আসনে নৌকার মাঝি হতে মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছেন নয় জন মনোনয়ন প্রত্যাশী। ব্যানার-ফেস্টুনের প্রচার- প্রচারণায় ভোটের লড়াইয়ে থাকতে চাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। নির্বাচনী মাঠে কে কার চেয়ে এগিয়ে থেকে দলের মনোনয়ন বাগিয়ে নেবেন- নিজেদের মধ্যে চলছে সে আগাম লড়াইও। শোকের মাস আগস্ট জুড়েই ছিল তাদের নির্বাচনী প্রচারনার ব্যাপক শোডাউন। নৌকার ৯জন মনোনয়ন প্রত্যাশীর ৪জনই হলেন মোগরাপাড়া ইউনিয়নের। তারা হলেন, সাবেক সাংসদ ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য, ২১ আগষ্ট গ্রেনেড হামলায় মারাত্মক ভাবে আহত সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সোনারগাঁ আওয়ামী লীগের অত্যন্ত পরিছন্ন ব্যক্তি এ এইচ এম মাসুদ দুলাল। বঙ্গবন্ধুর সহচর ও সাবেক দুইবারের সাংসদ মরহুম মোবারক হোসেনের ছেলে ও মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ। সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির ১নং সদস্য মাহফুজুর রহমান কালাম। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও পিরোজপুর ইউনিয়নের কৃতি সন্তান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. সামসুল ইসলাম ভূঁইয়া ছেলে, নওয়াগাঁও ইউনিয়নের কৃতি সন্তান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের বর্তমান কমিটির সদস্য মারুফুল ইসলাম ঝলক। সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের কৃতি সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান উপ-কমিটির সদস্য দীপক কুমার বণিক দীপু। সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কৃতি সন্তান সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু। সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাঁচপুর ইউনিয়নের কৃতি সন্তান মোশাররফ হোসেন। এ বিষয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা বলেন, দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার হাতেই নৌকা তুলে দিবেন, আমরা তাকেই ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনে জয়ী করবো যে কোন মূল্যে। এই আসনে নৌকার বিকল্প কিছু দেখতে চাই না। আমরা নৌকার বিজয়কে ঘিরে নির্বাচনী মাঠে অগ্রসর হচ্ছি প্রার্থী যেই হোক।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯