
ডান্ডিবার্তা রিপোর্ট অচিরেই ঘোষণা হতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটি। আর নতুন কমিটিতে কয়েকজন শীর্ষ নেতা পদ হারাতে পারেন বলে একাধিক সূত্রে জানা গেছে। জানা গেছে, জেলা বিএনপির সম্মেলনের দীর্ঘদিন পেরিয়ে গেলেও ঘোষণা করা হচ্ছিল না পূর্ণাঙ্গ কমিটি। কিন্তু বর্তমানে জোড়ালো আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে জেলা বিএনপির সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করতে গঠন করা হচ্ছে পূর্ণাঙ্গ কমিটি। কিন্তু এবার আর আগের মতো নয় কেন্দ্রীয় বিএনপি এবার জটিল সমীকরণ জারি করেছে। একাধিক সূত্রে জানা গেছে, এবার জেলা বিএনপির আওতাধীন সকল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ কেউ জেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটির কোন গুরুত্বপূর্ন পদে আসতে পারবে না এমনটাই জানা গেছে। কেন্দ্রেীয় বিএনপির ধারনা একই লোক মূল দলের ইউনিটের পাশাপাশি বড় পদে বসে থাকলে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যার কারণে এই পদক্ষেপ নিয়েছে দলটির হাইকমান্ড। সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে যারা ইউনিট কমিটির মূল পদে বসে থেকেও জেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি বা সহ-সভাপতি পদে পদায়ন হতে ইচ্ছা পোষন করেছিলেন তাদের কপালে এখন চিন্তার ভাঁজ বইছে। ইতিমধ্যে গাজীপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কোন ইউনিটের নেতৃবৃন্দই আসতে পারেনি গুরুত্বপূর্ন পদে। সেই ধারবাহিকতায় নারায়ণগঞ্জের জন্য ও রয়েছে একই সমীকরন। ইতিমধ্যে জেলা বিএনপির আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা, ফতুল্লা থানা, সোনারগাঁ থানা, রূপগঞ্জ থানা, আড়াইহাজার থানা, গোপালদী পৌরসভা, সোনারগাঁ পোৗরসভা, তারাবো পৌরসভা, কাঞ্চন পৌরসভা এই সকল ইউনিটের মূল পদে থাকা কাউকেই জেলা বিনপির গুরুত্ব পূর্ন পদে না রাখার দাবি কেন্দ্রের। সেই পরিপ্রেক্ষিতে তাদের জেলা বিএপির পূর্নাঙ্গ কমিটি ৫১ সদস্য বিশিষ্ট হোক বা ১০১ সদস্য বিশিষ্ট হোক। গুরুত্বপূর্ন পদে না রেখে সকলকেই সমন্বয় করে যে কোন পদে পদায়ন করা হবে বলে জানা গেছে। সেই ক্ষেত্রে যদি কেন্দ্রের সমীকরন অনুযায়ী কমিটি পূর্ণাঙ্গ হয় তাহলে গুরুত্বপূর্ণ পদে পদায়ন হওয়ার আশঙ্কা রয়েছে। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা, সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার এমনই আরো কিছু নেতৃবৃন্দ। কেন্দ্রের সমীকরণ মোতাবেক কমিটি গঠন হলে গুরুত্বপূর্ন পদে এই নেতৃবৃন্দরাই পদায়ন হবেন। দলীয় সূত্রে জানা গেছে, এর আগে দীর্ঘ ১৪ বছর পর (১৭ জুন) নারায়ণগঞ্জ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনের মধ্য দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে মুহাম্মদ গিয়াসউদ্দিন এবং সাধারণ সম্পাদকপদে গোলাম ফারুক খোকন। জানা গেছে, জেলা বিএনপির ৯ সদস্য আহ্বায়ক কমিটির গঠনের পর থেকে এই গিয়াস ও খোকন একের পর এক চমক দেখিয়েছেন। এমনকি এদের ধারা সকল ইউনিট আরো শক্তিশালী ও গতিশীল হয়ে উঠেছে। এদিকে জেলা বিএনপির সম্মেলনের তিন মাস পরও সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বারাই চলছে জেলা বিএনপি। সেদিকে লক্ষ্যে রেখেই এই পূর্ণাঙ্গ কমিটির সিদ্ধিান্ত নিয়েছে কেন্দ্রীয় বিএনপি। ইতিমধ্যে একটি খসড়া কমিটি কেন্দ্রে জমা দেওয়া হয়েছে বলে ও জানা গেছে। কিন্তু কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত কোন ইউনিট কমিটির মূল পদের নেতৃবৃন্দ জেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটির গুরুত্বপূর্ন পদে আসতে পারবে না। এদিকে সিনিয়র পদে আসতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আযহারুল ইসলাম মান্নানের নাম শোনা গেলে ও কিছুতেই তিনি একটি কেন্দ্রীয় পদে থেকে একটা জেলার সিনিয়র ভাইস প্রেসিডেন্টের পদে আসবে এটা ভালো দেখায় না। অপর দিকে প্রত্যেকটির থানার মূল পদের নেতৃবৃন্দ যদি জেলা বিএনপির গুরুত্বপূর্ন পদে স্থান পায় তাহলে ইউনিটের কার্যক্রমে ধীরগতি হবে। সেই কারণে কোন ইউনিট কমিটির মূল পদের নেতাদের স্থান না দেওয়ার আকাঙ্খাই বেশি। এ ক্ষেত্রে কোন নেতাই বড় বড় দুই পদে বসে কল কাঠি নাড়তে পারবে না। এতে সংগঠনে তৃণমূলের নেতাকর্মীরা মূল্যায়ন হবে ও সামনের আন্দোলন আরো জোড়ালো হয়ে উঠবে। এর আগে বিগত দিনে ছিল জেলা বিএনপির নাজেহাল দশা কখনো আংশিক, কখনো আহ্বায়ক কমিটি গঠন করে দেয়া হতো কেন্দ্র থেকে। যার কারণে জেলা বিএনপির সকল প্রকারের কর্মসূচিতে বিশৃঙ্খল অবস্থা দেখা গেছে। দলীয় তথ্যমতে, ২০০৩ সালে জেলা বিএনপি’র সভাপতি ছিলেন অধ্যাপক রেজাউল করিম ও সাধারণ সম্পাদক ছিলেন তৈমূর আলম খন্দকার। ওয়ান ইলেভেনের সময় সংস্কারবাদী হিসেবে অধ্যাপক রেজাউল করিমের নাম আলোচনায় থাকায় ২০০৯ সালের ২৫শে নভেম্বর শহরের আলী আহমেদ চুনকা পৌর মিলনায়তনে জেলা বিএনপি’র সর্বশেষ সম্মেলনে তাকে বাদ দেয়া হয়। সেই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র প্রয়াত কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ। সম্মেলনে তৈমূর আলম খন্দকারকে সভাপতি ও কাজী মনিরুজ্জামানকে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাধরণ সম্পাদক করা হয়। কিন্তু দীর্ঘ ৭ বছরেও তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি। ফলে ২০১৭ সালের ১৩ই ফেব্রুয়ারি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামানকে সভাপতি ও জেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক করে নতুন জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। পূর্ণাঙ্গ কমিটি আলোর মুখ না দেখায় সাড়ে ৩ বছর পর জেলা কমিটি ভেঙে দিয়ে ২০২০ সালের ৩১শে ডিসেম্বর কেন্দ্র থেকে পুনরায় এডভোকেট তৈমুর আলম খন্দকারকে আহ্বায়ক ও অধ্যাপক মামুন মাহমুদকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে দেয়া হয়। এরমধ্যে ২০২২ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মেয়র নির্বাচন করায় তৈমূর আলমকে আহ্বায়কের পদ থেকে সরিয়ে দিয়ে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয় মনিরুল ইসলাম রবিকে। দুই বছরের মাথায় একই বছরের ১৫ই নভেম্বর মনিরুল ইসলাম রবি ও মামুন মাহমুদের আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে কেন্দ্র থেকে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনকে আহ্বায়ক ও জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তার পর পরই ১৪ বছর পর ১৭ জুন সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয় গিয়াস উদ্দিন ও সাধারন সম্পাদক নির্বাচত হয় গোলাম ফারুক খোকন এবার পূর্নাঙ্গ কমিটির মাধ্যমে ১৪ বছরের এবার জেলা বিএনপি আরো সুংগঠিত হওয়ার পদে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯