
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে টিম খোরশেদের ছিন্নমূলদের খাবার বিতরণের এক মাস পূর্ন হলো। গতকাল শনিবার এ মেহমানদারীর কর্মসূচির একমাস পূর্ন হয়। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় বাস স্টপেজ, রেল ষ্টেশন, নৌ টার্মিনাল, ফুটপাতে বসবাসরত ছিন্নমূল অসহায় মানুষ ও দিন মজুরদের প্রতিদিন একশ জনের মুখে খাবার তুলে দিচ্ছেন মানবিক সংগঠন টিম খোরশেদ এর তত্ত্বধানে আলহাজ্ব ইউসুফ আলী ফকির পরিবারের “আমাদের মেহমান” প্রকল্প। গত ১০ আগষ্ট থেকে শুরু হওয়া মেহমানদারীর এক মাস পূর্তি উপলক্ষে “আমাদের মেহমান” প্রকল্পের বাস্তবায়নকারী মানবিক সংগঠন “টিম খোরশেদ” এর টিম লিডার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, মরহুম আলহাজ্ব ইউসুফ আলী ফকির পরিবারের আর্থিক অনুদানে “আমাদের মেহমান” এর মেহমানদারী বছরব্যাপী পরিচালিত হবে। খোরশেদ বলেন, প্রতিদিন ১শ’ জন অসহায় ছিন্নমূল মানুষের মুখে খাবার তুলে দেয়ার জন্য আমাদের স্বেচ্ছাসেবকরা একেকদিন একেক থানা এলাকার বাস ষ্টপেজ, রেল ষ্টেশন, নৌ টার্মিনাল ও ফুটপাতে রান্না করা খাবার নিয়ে ছুটে যান। সরজমিনে দেখা যায় সপ্তাহে চারদিন ডিমের তরকারী ও ডাল, ভাত ও তিনদিন মুরগীর মাংস ও ডাল, ভাত বিতরণ করা হয়। মূলত ছিন্নমূল ও দিনমজুরদের মধ্যে এই খাবার বিতরণ করা হয়। ইতিমধ্যে গত একমাসে তারা তিন হাজার বক্স খাবার বিতরণ করেছেন। মেহমানদারির এক মাস পূর্তি উপলক্ষে গতকাল শনিবার নারায়ণগঞ্জের গোদনাইলে অবস্থিত সরকারি আশ্রয় কেন্দ্রে শিশু কিশোরদের উন্নত মানের খাবার দিয়ে মেহমানদারী করা হয়। এসময় টিম খোরশেদ এর দলনেতা কাউন্সিলর খোরশেদ ও আলহাজ্ব ইউসুফ আলী ফকির পরিবারের প্রতিনিধি শামছুল আরেফীন জানান, বড় ধরনের ব্যাত্যয় না ঘটলে আমাদের মেহমানদারী বছর ব্যাপী চলতে থাকবে ইনশাআল্লাহ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯