আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ২:৪৬

দলমত নির্বিশেষে সকলে সহযোগিতা করেছেন: আইভি

ডান্ডিবার্তা | ১২ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৩৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি বলেছেন, মশার উপদ্রব শীত ও গ্রীষ্মকালে বেড়ে যায়। আমাদের ঔষধে মশা মরে না। সেটা কিছুক্ষণ নিস্তেজ থাকে। তাই আমাদের লার্ভা ধ্বংস করতে হবে। আমাদের কাজে কোন ত্রুটি নেই। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি। গতকাল সোমবার নাসিকের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে নাসিক অডিটোরিয়ামে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি এ তথ্য জানান। তিনি আরও বলেন, শহরের বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা। সবই সিটি করপোরেশন করবে এটা ঠিক না। আমাদের সকলকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। আপনারা সহযোগীতা চাইলে যা যা লাগে আমি দেব। কিন্তু সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, আমরা বিশ্বের উন্নত দেশগুলোর সাথে প্রতিযোগীতা করে তৃতীয় হয়েছিলাম। এ সাহস আমি নারায়ণগঞ্জবাসীর কাছ থেকে পেয়েছি। আপনারা সহযোগীতা করলে এ শহরের ভারসাম্য রক্ষা করতে তাহলে ভবিষ্যতে আমরা আরও পুরষ্কার পাবো। পৌরসভা থাকার সময় মৃত খাল খনন করে আমরা আরেকটি পুরষ্কার পেয়েছিলাম। আমাদের সাতটি ওয়ার্ডে ডেঙ্গুর লার্ভা ব্যাপকভাবে পাওয়া গেছে। কাউন্সিলররা টিম নিয়ে কাজ করছে। তবে বাসিন্দারা সচেতন না হলে আমরা যতই কাজ করি এটা সফল হবে না। কাউন্সিলররা নিয়মিত কাজ করছে ঔষধ দিচ্ছে। কাউন্সিলরদের মনোনীত লোকজন দিয়ে আমরা ঔষধ দিয়ে যাচ্ছি। এ কাজে আমরা কোন অবহেলা করিনি। তিনি আরও বলেন, আমাদের চারটি স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে। অনেকেই এখানে সেবা পাচ্ছেন। নারায়ণগঞ্জে অনেক কিডনি রোগী। অনেকেই এখন এখানে সেবা নিচ্ছে। আমরা তাদের কাছে ভাড়া নেইনি। তার বদলে বলেছি ডায়ালিসিস ১৭০০ টাকা করে রাখতে হবে। প্রবাসীদের টাকায় এই এনজিও কার্যক্রম পরিচালিত হচ্ছে। কেউ যদি এখানে দান করতে চায় তা করতে পারে। তাহলে হয়ত এটার দাম আরও কমে আসবে। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমাদের অনেক সমস্যা। এখানে বিশ লক্ষ লোক বাস করে। এটা দিনের পর দিন কঠিন হয়ে পড়ছে। দেশের কোথাও এটা শতভাগ হয়নি। জালকুড়িতে আমরা জায়গা নিয়েছিলাম বর্জ্য থেকে বিদ্যুৎকেন্দ্র করার। সেটা হল না। তবে আমরা মানুষকে সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। কদমরসূল এলাকায় তিনশো এক কোটি টাকা দিয়ে জায়গা নিচ্ছি বর্জ্য ব্যাবস্থাপনার জন্য। হাসপাতালের বর্জ্যটা খুবই ডেঞ্জারাস। জালকুড়িতে আমরা একটা মেডিক্যাল ওয়েস্টেজ সেন্টারও করেছি। একটি মেশিন আছে করেকন্টি মেশিনের ব্যাবস্থা এখনও করতে পারিনি। হয়ত খুব তারাতাড়ি আমরা এটা ব্যাবস্থা করতে পারবো। পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আমরা বাসস্থানের ব্যাবস্থা করেছি। টানবাজারে কেউ জায়গা ছাড়েনি। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় এখন এখানে দুটো বিল্ডিং করা সম্ভব না। আমরা চেষ্টা করবো সেখানে অন্তত একটি বিল্ডিং করা যায় কীনা। আমাদের আর্থিক অসুবিধা চলছে। সারা পৃথিবীতে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব। তাই আমরা অনেক কার্যক্রম আগের মত চালাতে পারছি না। আমরা পর্যাপ্ত রাস্তাঘাট করেছি। কিছু রাস্তা রিপেয়ার করতে হবে। আমরা যতটুকু খোলা জায়গা পেয়েছি মাঠ করে দিয়েছি। এ পার্ক করার জন্য দেওভেগের সকলে আমাকে সহযোগীতা করেছেন। আওয়ামী লীগ বিএনপি দল মত নির্বিশেষে সকলে আমাদের সহযোগিতা করেছেন। আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। বাড়ির মালিকরা তেড়ে আসে পানির লাইন কাটতে গেলে। আপনারা ৭৫ শতাংশ পানি নষ্ট করেছেন। পানি ওয়েস্ট হচ্ছে। পানির বিল তো দেন না। আর চোরাই লাইনের তো অভাব নেই। তাহলে কীভাবে লাইন দেব। আপনাদের সকলের এক টাকা হলেও এই নগরভবনে আছে। আমি এ কাজটি করতে চাই সততার সাথে। যাতে একটা টাকাও কোথাও না যায়। আমরা দোকান ফ্ল্যাট বিক্রি করে যে টাকা আসছে সেটা দিয়ে কাজ করছি। বন্দরে দশ বছরে পাঁচশ কোটি টাকার কাজ করেছি। ট্যাক্স পেয়েছি ৪৪ কোটি টাকা। তাহলে সিটি করপোরেশন কীভাবে চলবে। আপনারা মানববন্ধনে দাঁড়িয়ে যান। আমি আপনাদের সাথে প্রতারণা বা মিথ্যা আশ্বাস দিতে পারবো না। আমাকে দিয়ে কাজ করাতে হলে ট্যাক্স দিতে হবে পানির বিলও দিতে হবে। ওয়াসা নিয়ে তিনি বলেন, অক্টোবর থেকে আমরা অভিযানে নামবো। সকল অবৈধ লাইন বন্ধ করে দেব। মাত্র চারশর মত লাইন বৈধ। বাকি দশ হাজারেরও বেশি লাইন অবৈধ। বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাত থেকে মোট আয় ধরা হয়েছে ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকা। অর্থ বছরের মোট ব্যয় ধরা হয়েছে ৬৭২ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৯১৪ টাকা। বছর শেষে উদ্বৃত্ত থাকবে ঘোষিত বাজেটের ২২ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৫ টাকা। গত ২০২২-২৩ অর্থ বছরে ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা