
ডান্ডিবার্তা রিপোর্ট এক ব্লাক জনিতে চরম নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছে কলাগাছিয়া ইউনিয়নসহ নাসিক ১৯নং ওর্য়াডবাসী। অপরাধ জগতের স্ব-ঘোষিত সম্রাট ব্লাক জনির কাছে সকল কিছু যেন ডোন্ট কেয়ার। হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, মাদক, নদী পথে তেল চুরিসহ প্রায় দেড় ডজন মামলার আসামী হয়েও দিব্বি করে বেড়াচ্ছে অপরাধ কর্মকান্ড। প্রশাসন সকল কিছু দেখেও যেন না দেখার অভিনয়ে মত্ত। এক ব্লাক জনি বাহিনীর কাছে ধরাশায়ী প্রশাসন, সেখানে বন্দরের স্বাভাবিক অবস্থা বজায় রাখতে স্থানীয় সাংসদ সেলিম ওসমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুচিয়ারবন্দ গ্রামে শীর্ষ মাদক সম্রাট ব্লাক জনি বাহিনীর অত্যাচার দিনদিন বেড়েই চলছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুগুলী দেখিয়ে যেনতেন কাজ করতেও পিছু পাঁ হটতে না এই বাহিনী। তার হাত থেকে রেহাই পাচ্ছে না সাধারণ মানুষ। এই বাহিনীর প্রধান ব্লাক জনি এরই মধ্যে একটি ডাকাতি মামলায় কয়েকদিন আগে জামিনে বের হয়েছিল। এখনো তার বিরুদ্ধে মাদক, ডাকাতি, জবর দখলসহ অন্তত ১৭/১৮টি মামলা রয়েছে। সরেজমিনে গিয়ে একাধিক ব্যক্তির সাথে আলাপ করে জানা যায়, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুচিয়ারবন্দ গ্রামের আমানউল্লাহ আমুর ছেলে ব্লাক জনি। এখানে র্দীঘ দিন ধরে ব্লাক জনি মাদক বিক্রিয় করে যাচ্ছে। তার আধিপত্য বিস্তার করে নিজ নামে একটি বাহিনী তৈরি করেছে। যার মূল ভূমিকায় ব্লাক জনি নিজেই। চুরি, ডাকাতি, মারামারি অভিযোগ এই বাহিনীর বিরুদ্ধে। কিছুদিন আগে ডাকাতি মামলায় জামিনে বের হয়েছিল। এরপরই শুভকরদী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জানাজা শেষে হামলা চালায়। পরবর্তী সময়ে এলাকাবাসী ধাওয়া দিলে পালিয়ে যায়। এই পর্যন্ত তিনি অনেকবার আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেফতার হয়েছে কিন্তু কিছুদিন পরই আবার জামিনে বের হয়ে কার্যক্রম চালায়। অনুসন্ধানে আরো জানা যায়, মাদক স¤্রাট ব্লাক জনি পোড়া তেলের ব্যবসা নিয়ন্ত্রণ নেয়ার জন্য একটি বাহিনী তৈরি করেছে। এরই মধ্যে মদনগঞ্জ সৈয়ালবাড়ি এলাকার মাদক ব্যবসায়ী ক্যাপ রোমনকে দিয়ে মদনগঞ্জ, শান্তিনগর এলাকায় নিয়ন্ত্রণ নিলে অপর পোড়া তেল ব্যবসায়ী অনিক বাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। অনিক বাহিনীর সঙ্গেও চরধলেশ্বরী এলাকার ডালিমের সঙ্গে তেল নিয়ে দ্বন্দ্ব চলতে থাকে। পরবর্তী সময়ে ক্যাপ রোমান ও অনিক বাহিনীর সঙ্গে নিজেদের অবস্থান জানান দিতে গিয়ে সংঘর্ষে খুন হন ক্যাপ রোমান। অথচ ওই সংঘর্ষেও ব্লাক জনি জড়িত ছিল। এর আগে মোহনপুর কবরস্থান থেকে দেশীয় অস্ত্র মাদক সহ গ্রেফতার হয় পুলিশের হাতে। এরকম গ্রেফতার করলেও কয়েকদিন পর জামিনে বের হয়ে আসে। এর আগে ব্লাক জনির নেতৃত্বে শুভকরদী গ্রামে কয়েকটি বাড়ীঘর ভাঙচুর চালায়। অন্যদিকে মোহনপুর, চরধলেশ্বরী, কলাগাছিয়া, নিশং, মুচিয়ারবন্দ, আলী সাহারদী চাঁনপুর এলাকার স্থানীয় যুবককে নিয়ে বিশাল একটি বাহিনী তৈরি করেছে যার নেতৃত্বে দেন ব্লাক জনি নিজেই। তাদের বাহিনীর অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে স্থানীয়রা। ব্লাক জনির বাহিনীর হাত থেকে বাঁচতে র্যাবের হস্তক্ষেপ কামনা সহ ক্রসফায়ারের দাবি জানান এলাকাবাসী।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯