আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ২:৪৭

শামীম-বাবু’র মনোনয়ন নিশ্চিত

ডান্ডিবার্তা | ১৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:০২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বহু আগে থেকেই আওয়ামী লীগ শুরু করেছে। ৩০০ আসনেই চালানো হয়েছে একাধিক জরিপ। সবগুলো জরিপেই ৩০০ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপিদের মধ্যে ৯৭ জন সংসদ সদস্যের নিরঙ্কুশ জনপ্রিয়তা পাওয়া গেছে। যেকোন পরিস্থিতিতে নির্বাচন হলেও এই ৯৭ জনের মনোনয়ন নিশ্চিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই সব সংসদ সদস্যরা আবার দলীয় মনোনয়ন পাবেন। এই সব প্রার্থীদের ইতিমধ্যে সবুজ সংকেত দেয়া হয়েছে। কোন বড় রকমের নাটকীয়তা না হলে, ২০২৪ এর সংসদ নির্বাচনে তারা আওয়ামী লীগের মনোনয়ন পাবেন। এরমধ্যে নারায়ণগঞ্জের ২টি আসনের মধ্যে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে শামীম ওসমান ও আড়াইহাজার আসনে নজরুল ইসলাম বাবুর মনোনয়ন নিশ্চিত করে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড। বিভিন্ন জরিপের তথ্য উপাত্ত বিশ্লেষন করে এই ৯৭ জনের তালিকা তৈরী করেছে। ইতিমধ্যে নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে সদর-বন্দর, সোনারগাঁ ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের বর্তমান সাংসদরা বিভিন্ন স্টাইলে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। তবে রাজনৈতিক ভাবে নারায়ণগঞ্জের আওয়ামীলীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান তার নির্বাচনী এলাকার বাইরেও আওয়ামীলীগ তথা নৌকার প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানিয়ে সমাবেশ করে চলেছেন। আওয়ামীলীগের ঘনিষ্ট একাধিক সূত্র জানায়, রূপগঞ্জ, সোনারগাঁ ও সদর-বন্দর আসনে এখনো প্রার্থী চুড়ান্ত হয়নি। আগামী নির্বাচনে আওয়ামীলীগ জাতীয়পার্টির সাথে জোট বেধে নির্বাচন না করলে সোনারগাঁ ও সদর-বন্দর আসনে আওয়ামীলীগ নিজস্ব প্রার্থী দিবে। রূপগঞ্জ আসনে এবার আওয়ামীলীগের নতুন মুখ আসার সম্ভাবনা রয়েছে। একাধিক সূত্র জানায়, দেশের বিভিন্ন জরিপে এখনো সদর-বন্দর, সোনারগাঁ ও রূপগঞ্জ আসনে আওয়ামীলীগের প্রার্থী চুড়ান্ত করা হয়নি। এবারের নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে ২টি আসনে নতুন মুখ আসার সম্ভবনা রয়েছে। যে কারণে শামীম ওসমান রাজনৈতিক মাঠ গরমের বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে সমাবেশসহ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে দলীয় কোন্দল ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছেন। আজকে শহরে আওয়ামীরীগ নেতা শামীম ওসমানের আয়োজনে সমাবেশটি মূলত নির্বাচনকে সামনে রেখে হলেও এর মাধ্যমে মাঠ দখলে রাখার চিন্তা থেকেও এ সমাবেশ হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা