আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ২:৩৯

আড়াইহাজারে মধ্যরাতে বিস্ফোরণ বার্ন ইউনিটে দগ্ধ ২জনের মৃত্যু

ডান্ডিবার্তা | ২৪ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:৫৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আড়াইহাজারে বহুতল ভবনে অবৈধ গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- হাসিনা মমতাজ (৫৫), সোহাগ (৩৫), চায়না (৩০) ও নিপা (৩৫)। এদের মধ্যে চায়না আক্তার (৪০), কানিজ খাদিজা (৩৯) এর মৃত্যু হরেয়ছে। গত শুক্রবার মধ্যরাতে উপজেলায় একটি চারতলা বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। গতকাল শনিবার দুপুরের দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চায়নার মৃত্যু হয়। এর আগে সকাল ৭টা ৪০ মিনিটে মারা যান কানিজ খাদিজা। ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। বিস্ফোরণের ঘটনায় আগুন লেগে দগ্ধের শিকাররা হলেন- চায়নার স্বামী সোহান তালুকদার (৪৫)ও মৃত খাদিজার মা হাসিনা মমতাজ (৫৫)। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেন। বিস্ফোরণের ঘটনার ব্যাপারে গণমাধ্যমে তথ্য দেন দগ্ধ সোহাগের ভাগনে ফাহিম মোল্লা। তিনি জানান, আড়াইহাজার বাজারের পাশে যে ভবনটিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে, সেটির চারতলায় ভাড়া থাকেন তার মামা সোহান ও তার স্ত্রী সায়মা। শুক্রবার রাত ১২টার দিকে তিনি বিস্ফোরণ ও আগুনের খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি ভুক্তভোগীদের উদ্ধার করেন। এরপর তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, সোহান স্থানীয় ফকির গার্মেন্টসে চাকরি করেন। তবে তার স্ত্রী সায়মা গৃহিণী। আর তাদের পাশের বাসায় ভাড়া থাকতেন খাদিজা। কদিন আগে তার মা হাসিনা মমতাজ ওই বাসায় বেড়াতে আসেন। গ্যাস লিকেজ নাকি অন্য কোনো কারণে বিস্ফোরণ ও আগুনের ঘটনাটি ঘটে, সে ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেননি ফাহিম। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, আগুনে চায়না ও খাদিজার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। হাসপাতালে আনার পরপরই তাকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া নিপার শরীরে ৫৫, সোহাগের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থাই খুবই আশঙ্কাজনক। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক ফখরুদ্দিন জানান, দিঘিরপাড় এলাকার সাকিনস্থ সফর আলী ভূইয়া কলেজের পূর্ব পাশে ছানাউল্লা মিয়ার বাড়ির চার তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে থাকা অবৈধ গ্যাস লাইনের বিস্ফোরণ ঘটে। এ সময় ফ্ল্যাটে থাকা চারজন ভাড়াটিয়া আহত হন। পরে বিস্ফোরণের খবরে ফায়ার সার্ভিস ও আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের ঢাকা মেডিকেল কলেজ শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলেও জানান ফখরুদ্দিন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা