আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | দুপুর ১:২১

না’গঞ্জে বিএনপির সমাবেশে লাঠি নিয়ে ছাত্রদলের মহড়া

ডান্ডিবার্তা | ২৮ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:১৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে বিএনপির গণসমাবেশে লাঠিসোটা নিয়ে দফায় দফায় মহড়া দিয়েছেন দলটির নেতাকর্মীরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় পাসপোর্ট অফিস সংলগ্ন সড়কে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত গণসমাবেশের বিভিন্ন পয়েন্টে এ দৃশ্য চোখে পড়ে। গণসমাবেশে যোগ দিতে জেলার বিভিন্ন থানা ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দুপুর ১২টা থেকে পৃথক মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন। ব্যানার ফেস্টুন হাতে নানা ধরনের স্লোগানে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এসময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড থেকে চাষাঢ়া পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন পরিবহনের কয়েক হাজার যাত্রী। তবে সমাবেশে আসা ছাত্র ও যুবদলের বিভিন্ন মিছিলে লাঠিসোটা নিয়ে নেতাকর্মীদের মহড়া দিতে দেখা যায়। বিশেষ করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুঁইগড়, সাইনবোর্ড ও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ দৃশ্য দেখা যায়। দল বেঁধে লাঠিসোটা হাতে মিছিল করে বিভিন্ন পয়েন্টে মহড়া দেন তারা। আক্রমণাত্মক ও হুমকিমূলক স্লোগানও দেন তাদের কেউ কেউ। এসময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। আতংকিত হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষ ও পথচারীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা