
ডান্ডিবার্তা রিপোর্ট চলতি বছরের নভেম্বরে তফসিল ঘোষণা ও আগামী জানুয়ারির ১ম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে, এরকম আভাস দিচ্ছেন নির্বাচন কমিশন এবং কমিশন সকল প্রকার পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে। এদিকে আওয়ামী লীগের মনোনয়ন পাবার প্রত্যাশায় প্রার্থীরা উঠান বৈঠক, গণসংযোগ ও সরকারের উন্নয়ন কর্মকান্ডের লিফল্যাট বিতরণ করে প্রচারণা চালাচ্ছেন। তার অংশ হিসেবে সোনারগাঁ আসনে বেশ কয়েকজন প্রার্থী নৌকার মনোনয়ন প্রত্যাশা করে মাঠে কাজ করে চলেছেন। তার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে মনোনয়ন দিলে নৌকার বিজয় সুনিশ্চিত হতে পারে এ বিষয়ে সোনারগাঁ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক বাচ্চু সরকারের সাথে কথা বললে তিনি গণমাধ্যমকে বলেন, ‘সোনারগাঁ আসনটি বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসন। ইতিহাস ও ঐতিহ্যের দিক দিয়ে সোনারগাঁকে নতুনভাবে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। এ আসনটিতে কয়েকবার বিএনপি’র প্রার্থী জয়ী হয়েছেন সুতরাং এখানে বিএনপি সবসময় আমাদের শক্ত প্রতিপক্ষ এটা আমাদের ভুলে গেলে চলবেনা। ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি যখন দেশকে অন্ধকারে ঠেলে দিচ্ছিল সেই বিএনপি সরকারের পতন এবং ১/১১ এর পর চরম নাটকীয়ভাবে যখন ফখরুদ্দিন, মঈনউদ্দিন ও ইয়াজউদ্দিন দেশকে সামরিক সরকার পরিচালিত ও অগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় পরিণত করার খেলায় মেতে উঠেছিল, তখন এই সামরিক সরকারের হাত থেকে দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বাঁচাতে বঙ্গবন্ধু কন্যা ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা আব্দুল্লাহ আল কায়সার নেতা-কর্মীদের নিয়ে ব্যাপকভাবে আন্দোলন সংগ্রাম চালিয়েছেন এবং সে আন্দোলনের সফলতাও আসছে তা সবার জানা। তার উপর নেতা-কর্মী ও ভোটারদের আস্থা আছে বিধায় ৯ম জাতীয় সংসদ নির্বাচনে অত্র আসনে আব্দুল্লাহ আল কায়সারকে মনোনয়ন দেয়া হয় এবং বিপক্ষ হেভীওয়েট প্রার্থী অধ্যাপক রেজাউল করিমকে ৯৩ হাজার ভোটের ব্যবধানে তিনি পরাজিত করে নৌকার বিজয় ছিনিয়ে আনেন। তিনি এমপি থাকাকালে সোনারগাঁয়ের মানুষ নিরাপত্তা ও শান্তির নিঃশ্বাস ফেলেছেন এবং সমগ্র সোনারগাঁয়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। টানা ২ বার মহাজোট থেকে মনোনীত জাতীয় পার্টির এমপি থাকায় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ব্যাপক ক্ষতি হচ্ছে। দলীয় এমপি না থাকায় আমাদের নেতা ও কর্মীরা উপেক্ষিত ও মূল্যায়ণ থেকে বঞ্চিত। সোনারগাঁয়ে কাঙ্খিত উন্নয়ন হয়নি বলে আমরা মনে করি। নানান পট পরিক্রমা শেষে আমাদের দ্বারপ্রান্তে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ১ম কথা হলো আমাদের সোনারগাঁ আসনে নৌকার প্রার্থী দিতে মানবতার কান্ডারী, জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানাচ্ছি, আর ২য় কথা হলো একজন যোগ্য নেতাকে নৌকার মনোনয়ন দেয়া হউক। আসন্ন নির্বাচনে অত্র আসনে আব্দুল্লাহ আল কায়সার ভাইকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হবে বলে আমাদের দৃঢ় প্রত্যাশা। কারণ তার নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সংগঠিত আছে এবং তিনি ভোটারদেরও পছন্দের ব্যক্তি। তাছাড়া সোনারগাঁয়ে আওয়ামী লীগের বিষয়ে কথা বললে এবং ইতিহাস ঐতিহ্য অনুসরণ করলে যে পরিবারের উদাহারণ উঠে আসে তা হলো কায়সার ভাইয়ের পরিবার। তাদের পরিবার স্বাধীনতার পূর্বে ও স্বাধীনতার পরে সর্বদা আওয়ামী লীগের জন্য কাজ করেছেন এবং দলকে সর্বদা সংগঠিত রাখতে কাজ করে চলেছেন। একটি নির্বাচনে জয়ের জন্য তৃণমূলের সমর্থন ও সুসংগঠিত কর্মীবাহিনী দরকার। যা কায়সার ভাইয়ের রয়েছে। যোগ্যতা, দক্ষতা ও তৃণমূলের সমর্থন না দেখে প্রার্থীতা দেয়া হলে নৌকার বিজয় কঠিন হবে। সেক্ষেত্রে কয়সার ভাইকে মনোনয়ন দেয়া হলেই কেবল নৌকার বিজয় সম্ভব বলে আমরা মনে করি। সোনারগাঁ উপজেলা যুবলীগের প্রতিটি নেতা-কর্মী ও সমর্থক কায়সার ভাইয়ের নেতৃত্বে সুংসগঠিত আছি এবং তাকে মনোনয়ন দেয়া হোক এটা মনে প্রাণে প্রত্যাশা করছি। তার মত পরিচ্ছন্ন ভাবমূর্তির ও দক্ষ একজন নেতাকে মনোনয়ন দেয়া হলেই কেবল নৌকার বিজয় আসবে এবং তার মাধ্যমে সমগ্র সোনারগাঁয়ের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত হবে বলে আমাদের প্রত্যাশা’।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯