
ডান্ডিবার্তা রিপোর্ট অক্টোবর মাস শুরু হয়েছে গেছে। বিএনপির জন্য এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। তথ্য বলছে অক্টোবর মাসেই দলটি রাজপথের আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। এমন পরিস্থিতিতে বিএনপি ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে সাংগঠনিক কর্মকা- বৃদ্ধি ও নেতাকর্মীদের মধ্যকার বিভেদ বন্ধের পরামর্শ দিচ্ছেন সিনিয়র নেতারা। অথচ নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে এটি কোনোভাবেই মানা হচ্ছে না। কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ১ বছর ধরে দুই ভাগে বিভক্ত মহানগরের নেতাকর্মীরা। একদিকে রয়েছে বর্তমান কমিটির (আংশিক) আহবায়ক সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ তাদের অনুসারীরা। আরেক দিকে আছেন সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালামের চাচাতো ভাই মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আতাউর রহমান মুকুল। বিভক্তির জন্যে তারা কেউ একত্রে দলীয় সভা সমাবেশে অংশগ্রহণ করছেন না। এদিকে এই বিভক্তিই এখন নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে একটি দুর্বল সংগঠন হিসেবে সকলের সামনে তুলে ধরছে। তৃণমূলের নেতাকর্মীরা জানান, একদফা দাবিতে এখন শহর অথবা শহরের বাহিরে বিএনপিকে নিজেদের অস্তিত্ব জানান দিতে হলে নিজেদের মধ্যকার বিভক্তির সমাপ্তি ঘটাতে হবে। নইলে নারায়ণগঞ্জ শহরে বিএনপি নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলতে পারবে না। মহানগর বিএনপির সদস্য এবং ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিউদ্দিন সোহেল বলেন, ‘আমাদের সিনিয়র নেতাদের সামনে আসতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাজপথে। আলাদা আলাদা কর্মসূচি করলে কারো চোখে পড়ে না। একসাথে করলে বিশাল সমাবেশ করা যায়। সামনে আমাদের যেই দিন আসছে, তখন তো সবাই একত্রে রাজপথে না নামলে হবে না। আমাদের কাছে মনে হয় কেন্দ্রীয় নেতারা একটু দৃষ্টি দিলেই মহানগর শক্তিশালী হবে। সম্মেলনটা করতে পারল না। সম্মেলনের মাধ্যমে সিনিয়র নেতাদের গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসলে তো কমিটিটা ব্যালেন্স হতো।’ নেতাকর্মীরা আরও জানান, অক্টোবর মাসে ঢাকায় লংমার্চ, সচিবালয় ঘেরাও এবং অবরোধের কর্মসূচি আসতে পারে। তখন পাশের জেলা হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিকে কেন্দ্র থেকে নেতাকর্মী নিয়ে ঢাকা যেতে বলা হতে পারে। কিন্তু সে সময়ও যদি নিজেদের মধ্যে বিভক্তি থাকে তাহলে তখন দলের জন্য ভালো কিছু করা সম্ভব হবে না বলে মনে করছেন নেতাকর্মীরা। এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা কোনো বিভক্তি করি নাই। আর আমরা চাইও না যে নিজেদের মধ্যে বিভক্তি থাকুক। আমরা মিলেমিশে রাজনীতি করতে চাই। আমাদের সাথে সবাইকে আসতে বলছি। কাউকে তো বাধা দেইনি যে আমাদের সাথে আসতে পারবে না। যারা আলাদা হয়ে গেছে সেটা তাদের ব্যাপার।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯