আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | রাত ১০:৫৬

মহানগর বিএনপিতে বিভক্তি অব্যাহত

ডান্ডিবার্তা | ০৫ অক্টোবর, ২০২৩ | ১১:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট অক্টোবর মাস শুরু হয়েছে গেছে। বিএনপির জন্য এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। তথ্য বলছে অক্টোবর মাসেই দলটি রাজপথের আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। এমন পরিস্থিতিতে বিএনপি ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে সাংগঠনিক কর্মকা- বৃদ্ধি ও নেতাকর্মীদের মধ্যকার বিভেদ বন্ধের পরামর্শ দিচ্ছেন সিনিয়র নেতারা। অথচ নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে এটি কোনোভাবেই মানা হচ্ছে না। কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ১ বছর ধরে দুই ভাগে বিভক্ত মহানগরের নেতাকর্মীরা। একদিকে রয়েছে বর্তমান কমিটির (আংশিক) আহবায়ক সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ তাদের অনুসারীরা। আরেক দিকে আছেন সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালামের চাচাতো ভাই মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আতাউর রহমান মুকুল। বিভক্তির জন্যে তারা কেউ একত্রে দলীয় সভা সমাবেশে অংশগ্রহণ করছেন না। এদিকে এই বিভক্তিই এখন নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে একটি দুর্বল সংগঠন হিসেবে সকলের সামনে তুলে ধরছে। তৃণমূলের নেতাকর্মীরা জানান, একদফা দাবিতে এখন শহর অথবা শহরের বাহিরে বিএনপিকে নিজেদের অস্তিত্ব জানান দিতে হলে নিজেদের মধ্যকার বিভক্তির সমাপ্তি ঘটাতে হবে। নইলে নারায়ণগঞ্জ শহরে বিএনপি নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলতে পারবে না। মহানগর বিএনপির সদস্য এবং ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিউদ্দিন সোহেল বলেন, ‘আমাদের সিনিয়র নেতাদের সামনে আসতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাজপথে। আলাদা আলাদা কর্মসূচি করলে কারো চোখে পড়ে না। একসাথে করলে বিশাল সমাবেশ করা যায়। সামনে আমাদের যেই দিন আসছে, তখন তো সবাই একত্রে রাজপথে না নামলে হবে না। আমাদের কাছে মনে হয় কেন্দ্রীয় নেতারা একটু দৃষ্টি দিলেই মহানগর শক্তিশালী হবে। সম্মেলনটা করতে পারল না। সম্মেলনের মাধ্যমে সিনিয়র নেতাদের গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসলে তো কমিটিটা ব্যালেন্স হতো।’ নেতাকর্মীরা আরও জানান, অক্টোবর মাসে ঢাকায় লংমার্চ, সচিবালয় ঘেরাও এবং অবরোধের কর্মসূচি আসতে পারে। তখন পাশের জেলা হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিকে কেন্দ্র থেকে নেতাকর্মী নিয়ে ঢাকা যেতে বলা হতে পারে। কিন্তু সে সময়ও যদি নিজেদের মধ্যে বিভক্তি থাকে তাহলে তখন দলের জন্য ভালো কিছু করা সম্ভব হবে না বলে মনে করছেন নেতাকর্মীরা। এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা কোনো বিভক্তি করি নাই। আর আমরা চাইও না যে নিজেদের মধ্যে বিভক্তি থাকুক। আমরা মিলেমিশে রাজনীতি করতে চাই। আমাদের সাথে সবাইকে আসতে বলছি। কাউকে তো বাধা দেইনি যে আমাদের সাথে আসতে পারবে না। যারা আলাদা হয়ে গেছে সেটা তাদের ব্যাপার।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা