আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | রাত ১০:৫৬

খালেদা জিয়া ইস্যুতে মাঠে নামছে বিএনপি

ডান্ডিবার্তা | ০৭ অক্টোবর, ২০২৩ | ১১:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত টানা কর্মসূচি নিয়ে ফের মাঠে নামছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি’র পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। জানা গেছে, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী সোমবার ৯ অক্টোবর থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি’র উদ্যোগে পৃথক পৃথক ভাবে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ ও মিছিল দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর ১৪ অক্টোবর শনিবার গনঅনশন এবং ১৮ অক্টোবর বুধবার ঢাকায় সমাবেশের মধ্যে দিয়ে কর্মসূচি শেষ হবে। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদল আগামী ১২ অক্টোবর বৃহস্পতিবার ঢাকায় ছাত্র কনভেনশন এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদল আগামী ১৬ অক্টোবর সোমবার ঢাকায় যুব সমাবেশে অংশগ্রহণ করবে। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কেন্দ্র ঘোষিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কর্মসূচি গুলোতে অংশগ্রহণ করবে। এদিকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। টানা কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিই তাদের মূল টার্গেট। অন্যদিকে আগামী সোমবার নারায়ণগঞ্জ মহানগর ও মহানগর বিএনপির উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ ও মিছিল সফল করতে থানা, উপজেলা, ওয়ার্ড এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়মিত প্রস্তুতি সভা ও বৈঠক করছে। দলীয় সূত্রে জানা যায়- টানা নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। গত বৃহস্পতিবার কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চ শেষে রাতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচির ঘোষণা দেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে, ৯ অক্টোবর দেশের প্রতিটি মহানগর ও জেলায় সমাবেশ ও মিছিল, ১২ অক্টোবর ঢাকায় ছাত্র কনভেনশন, ১৪ অক্টোবর সারাদেশে গণঅনশন, ১৬ অক্টোবর ঢাকায় যুব সমাবেশ এবং ১৮ অক্টোবর ঢাকায় সমাবেশ। মির্জা ফখরুল জানান, ১৮ অক্টোবর ঢাকায় সমাবেশ শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা