আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | রাত ১১:২৭

চাঙ্গা হচ্ছে আ’লীগের তৃনমূল

ডান্ডিবার্তা | ০৯ অক্টোবর, ২০২৩ | ৭:৫৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী তিন বা সাড়ে তিন মাস পর জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে, আর এটা হবে দ্বাদশ সংসদ নির্বাচন। অর্থাৎ স্বাধীনতাত্তোর এ যাবৎকালে ১১টি সংসদ নির্বাচন হয়েছে। একটার পর একটা নির্বাচন জনগণের ক্ষমতায়নের বদলের মাধ্যমে জনপ্রতিনিধিত্বের বদলে তারা জনগণের প্রতিপালকের ভূমিকা নিয়ে চলেছে অভিযোগ বিএনপির। কিন্তু আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে একদফা আন্দোলন চলমান রেখেছে বিএনপি। কিন্তু বিএনপির আন্দোলনকে দমাতে শান্তি সমাবেশ নিয়ে মাঠ ছেড়ে দেয় নাই আওয়ামী লীগ। তবে বিরোধী দল বিএনপি সরকারকে পদত্যাগের দাবী জানিয়ে আন্দোলন করলেও, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দাবী বিরোধী দলের এই আন্দোলনে তাদের নেতা কর্মীরা চাঙ্গা হচ্ছে। কেননা বিএনপিকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ সহ তাদের সহযোগি সংগঠনের নেতা কর্মীরা মাঠে থেকে সক্রিয় রয়েছেন। দেশে ফিরেই বিএনপির আন্দোলন প্রসঙ্গে প্রধানন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি আন্দোলন করছে এটা খুব ভালো। কারণ এতে করে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঙ্গা হচ্ছে। আমি তো খবর রাখি কোন এমপি কতবার এলাকায় যায়। আগে যারা এলাকায় যেত না কিংবা একটু পিছিয়ে ছিল তারা এখন সক্রিয় হয়েছে। এছাড়া এলাকায় এমপিরাও মিছিল মিটিং করছে। অপরদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল অক্টোবরেই তীব্র গণআন্দোলনের মাধ্যমে সরকারকে হঠাবে। সেই লক্ষ্যে বিএনপি রাজপথে আন্দোলনে রয়েছে। কিন্তু এখন বিএনপি অন্য সুর পাল্টে তারা বলছে যে দুর্গাপূজার মধ্যে তারা কোন বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে চায় না। বরং দুর্গাপূজার পরে আন্দোলন করবে। নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে। আওয়ামী লীগ গত শনিবার থেকে সারা বাংলাদেশে উন্নয়নের উৎসব যাত্রা শুরু করছে। গত শনিবার থার্ড টার্মিনাল উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ধাপে ধাপে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করবেন। পাশাপাশি বিভিন্ন জনসভা এবং দলীয় সাংগঠনিক কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করে দলকে নির্বাচন মুখী করবেন। আর এরকম অবস্থায় নভেম্বরে বিএনপির আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত হয়ে যাবে এই ভাবনা এখন মোটামুটি ভাবেই অবিশ্বাস্য মনে হয়েছে অনেকের কাছে। জানাযায়, নারায়ণগঞ্জের বিএনপির সমাবেশের পর এবার আওয়ামী লীগ সমাবেশ দিয়েছে ঢাকা-চট্রগ্রাম,ঢাকা- সিলেট মহাসড়ক কাচঁপুরে সমাবেশ করবে। আগামী ১৩ অক্টোবর আওয়ামী লীগের সমাবেশ। এই সমাবেশ ঘিরে ক্ষমতাসীন দল ব্যপক প্রস্তুতি নিয়েছে। বিএনপির সমাবেশের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, গত শুক্রবার চট্টগ্রামে রোডমার্চ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরকারকে দেওয়া ১৮ তারিখের আলটিমেটাম কোন বছরের- সেটি অনেকে প্রশ্ন রেখেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গত বৃহস্পতিবার চট্টগ্রামে রোডমার্চ শেষে বিএনপি সরকারকে ১৮ অক্টোবরের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে- এ নিয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘এ রকম আলটিমেটাম তো বিএনপি গত ১৩-১৪ বছরে বহুবার দিয়েছে। গত ডিসেম্বরেও তাদের আলটিমেটাম ছিল, তারপর খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে বিদেশ পাঠানোর আলটিমেটামও ছিল। এখন ১৮ তারিখ আবার আলটিমেটাম দিয়েছে। ‘এই আলটিমেটাম কি এ বছরের ১৮ তারিখ নাকি আগামী বছরের ১৮ তারিখ, নাকি তারও পরের বছরের ১৮ তারিখ সেটিও অনেকে প্রশ্ন রেখেছে। বিএনপির আলটিমেটাম ফাঁকা বুলি ছাড়া অন্য কোনো কিছু নয়।’ দলীয় সুত্রমতে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক কর্মসুচি নিয়ে দুই দলই মাঠে রয়েছে স্থানীয় নেতৃবৃন্দ। বিএনপির লাগাতার কর্মসূচি বাস্তবায়নে রাজপথে অনড় রয়েছে বিরোধী দল বিএনপি। বিপরীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও তাদের ছেড়ে দেন না। জেলা মহানগর আওয়ামী লীগ শান্তি সমাবেশ নিয়ে নেতা কর্মীদেরচাঙ্গা রেখেছে। এছাড়া নারায়ণগঞ্জের ৫টি আসনের মনোনয়ন প্রত্যাশীরাও উন্নয়নের বার্তা নিয়ে মানুষের কাছে গিয়ে নৌকার ভোট চাচ্ছেন। আর এতে করে খোদ ক্ষমতাসীন দল থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপিকে চাপে রাখার জন্য মুলত আওয়ামী লীগ মাঠে রয়েছে। বিএনপি যেন কোন ভাবে গণভবন কিংবা সচিবালয় ঘেরাও করতে না পারে সেদিকে সতর্ক রয়েছে ক্ষমতাসীন। এছাড়া ঢাকার প্রবেশ মুখ হিসেবে নারায়ণগঞ্জ টার্গেটে থাকায় এখানা আওয়ামী লীগের নেতারা পাাহাড়ায় থাকবে বলে হুঙ্কার দিয়ে যাচ্ছেন। আর এজন্য বিএনপির যে কোন নৈরজ্যকে প্রতিহত করার জন্য নারায়ণগঞ্জ আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে। সমাবেশ প্রসঙ্গে ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বিএনপি জামায়াত জোট অপশক্তির অপতৎপরতা প্রতিহত করতে ধারাবাহিকভাবে ঢাকার প্রবেশ পথগুলোতে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ চলছে। এরই অংশ হিসেবে আগামী ১৩ অক্টোবর ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ঢাকার প্রবেশপথ সোনারগাঁয়ের কাচঁপুরে এই কর্মসূচি পালন করা হবে। ওই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটিয়ে আওয়ামী লীগ প্রমাণ করবে দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল জানান, আগামী দিনের দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তনের সমাবেশ হবে নারায়ণগঞ্জের কাচঁপুরের সমাবেশ। এই সমাবেশের মাধ্যমে শেখ হাসিনার উন্নয়নের শান্তির বার্তা দেয়া হবে মানুষের কাছে। তারা শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির পক্ষে আছে। এই সমাবেশের মাধ্যমে বিএনপির যে কোন নৈরাজ্যের প্রতিরোধে প্রস্তুত থাকার আহ্বান জানানো হবে নেতা কর্মীদের। এছাড়া এই সমাবেশকে সফল করার জন্য ব্যপক প্রস্তুতি নেয়া হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা