আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | রাত ৮:৪৫

একদফা বাস্তবায়ন ছাড়া মাঠ ছাড়ছে না বিএনপি!

ডান্ডিবার্তা | ১৪ অক্টোবর, ২০২৩ | ১১:০৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিবার্চন ও স্বৈরাচারি সরকারের পতনের লক্ষে রাজপথে দফায় দফায় আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। সেই মাঝেই আবার সকল নেতাকর্মীরা উজ্জ্বীবিত হয়ে সকল বাধা হামলা-মামলা উপেক্ষা করেই সকল প্রোগ্রাম সফল করে এগিয়ে যাচ্ছে। গত বছরের ১০ ডিসেম্বরের পর থেকে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে দফায় দফায় সমাবেশ, পদযাত্রা, অবস্থান কর্মসূচি পালন করেছে। যার কারণে মাধ্যমে নেতাকর্মীদের মাঝে বিগত দিন থেকে বর্তমানে আরো বেশি উৎসাহী ভাব প্রকাশ পেয়েছে। এছাড়াও সকল নেতাকর্মী বর্তমানে আন্দোলনমুখী অবস্থার দিকে ঝুঁকছে। বর্তমানে চলতি মাসে ১ দফা দাবি আদায়ের আন্দোলণের ঘোষণার পর থেকেই এ মাসে প্রায় ৭টির অধিক দলীয় কর্মসূচি পালন করেছে এই বিএনপির নেতাকর্মীরা। জানা গেছে, প্রথমে ঢাকায় সমাবেশে পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, পরবর্তীতে জেলাকেন্দ্রীক পদযাত্রা, পরবর্তীতে শোক সভা, তারুণ্যের বিভাগীয় সমাবেশ, মহা-সমাবেশে, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ। যার মাধ্যমে সকল নেতাকর্মীদের মাঝে উৎসাহী ভাব প্রকাশ পাচ্ছে। আর সকল নেতাকর্মীই দাবি করছে আমাদের বিজয় অতি নিকটে। এছাড়াও গত অবস্থান কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে তার পরে ও ৩১ জুলাই বিক্ষোভ সমাবেশে হাজার হাজার নেতাকর্মী রাজপথে নেমেছে। এবং আন্দোলন সফলের লক্ষ্য নিয়ে মাথায় কাফন বেঁধেছে এমনটাই বলছে নেতাকর্মীরা। আর এই আন্দোলনের মধ্যে দিয়েই নতুন সূর্য উদিত হবে এমনো বলছে কেউ কেউ। কিন্তু বর্তমানে নেতাকর্মীদের মুল লক্ষ্যে একটাই এই সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন বলেন, বিএনপি একটি বড়দল এই দলের অসংখ্য নেতাকর্মী রয়েছে। যে কোন সময় থেকে বর্তমানে এই দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা অনেকটাই উজ্জ্বীবিত ও দেশের মানুষের গণতন্ত্র ও হারিয়ে যাওয়া ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পরতে ঐক্যবদ্ধ। বর্তমানে নেতাদের থেকে কর্মীরা বেশি আন্দোলণ সংগ্রামে উৎসাহী। আর শুধু বিএনপির নেতাকর্মীরাই নয় দেশের জনগণ ও এখন আমাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করছে। সরকার তাদের দূনীতির মাধ্যমে দেশের বিচারহীনতা, বিভিন্ন খুন, গুম হত্যা, নির্যাতন এসব করে দেশের মানুষের পিঠ দেওয়ালের ঠেকিয়ে দিয়েছে। এই সব থেকে দেশের মানুষ এখন উত্তোলন চায় যার কারণে এই সরকারের পদত্যাগের দাবি আরো জোরদার হচ্ছে। আর বর্তমানে আমাদের মূল লক্ষ্যে সকল নেতাকর্মীদের আমাদের সাথে সম্পৃক্ত করা। আন্দোলন সংগ্রামকে আরো শক্তিশালী গড়ে তোলা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, বর্তমানে আমাদের সকল নেতাকর্মীসহ দেশের সাধারণ জনগণের একটাই দাবী এই সরকারের পদত্যাগ। সেই লক্ষ্যে নিয়েই বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। রাজপথে ব্যাপক আন্দোলণ সংগ্রামের মাধ্যমে বর্তমানে গর্জে উঠছে। যার কারণে কোন পুলিশী বাধাকে পাত্তা না দিয়ে হামলা মামলার শিকার হয়ে ও রাজপথে ব্যাপকভাবে আছে। যার কারণে এখন থেকে বুঝা যাচ্ছে এই সরকারের সময় আর বেশি দিন বাকি নেই। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম বলেন, বর্তমানে আমরা দফায় দফায় আন্দোলন সংগ্রামের মাধ্যমে এগিয়ে যাচ্ছি। কোন বাধাই আমাদের নেতাকর্মীদের দাবিয়ে রাখতে পারছে না। সকল বাধাকে উপেক্ষা করেই বর্তমানে আমরা মাঠে নেমেছি। আর কিছুদিন আগে আমাদের অবস্থান কর্মসূচিতে যেভাবে পুলিশ হামলা করেছিলো তারপরে আজকের জনসমাবেশে আমরা চমক দেখাতে পেরেছি ও সফল হয়েছি। আর আমাদের বিজয় অতি নিকটে। আর আমাদের ১ দফা দাবি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এটা যে পর্যন্ত পূরণ না হবে আমরা রাজপথ থেকে ঘরে ঘিরে যাবো না। জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, ১ দফা দাবি আদায়ের যে আন্দোলন সেই আন্দোলনের প্রেক্ষাপটে গত পরশু দিন বৃষ্টির মতো করে আমাদের নেতাকর্মীদের উপর এই সরকারের পুলিশ বাহিনী গুলি চালিয়েছে। যার কারণে আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে রয়েছেন। এমনকি ঢাকা ইউনিভার্সিটির অনেক সিনিয়র মেধাবী ছাত্র সাবেক ছাত্র নেতা ইয়াহিয়াসহ আরো অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অপর দিকে আমাদের নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, যুবদল নেতা সাগর প্রধান এমনকি আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম ভাই ও কারাবন্দি রয়েছেন। আর আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে আমরা জানি আন্দোলন সংগ্রাম করতে হলে আমাদের নেতাকর্মীরা গুলিবিদ্ধ হবো, গ্রেফতার হবো, নির্যাতন হবো, তার পরই আমাদের একট রেজাল্ট আসবে। আর বর্তমানে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান দেশের জনগণের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষে খুনি হাসিনার পদত্যাগের যে আন্দোলনে কিন্ত আমরা নেতাকর্মীরা মাঠেই ছিলাম মাঠেই আছি। আর আপনারা লক্ষ্যে করতে পারবেন সেইদিনের অবস্থান কর্মসূচিতে যেভাবে পুলিশের গুলিতে নেতাকর্মীরা আহত-নিহত হয়েছে তাতে ও কিন্তু আামাদের নেতাকর্মীদের মনোবল নষ্ট হয়নি। আজকের বিক্ষোভ সমাবেশে সবাই তাদের শক্ত মনোবল নিয়েই প্রায় ৫০ হাজারের অধিক নেতাকর্মী সমাবেশে উপস্থিত হয়েছেন। যার কারণে আমরা মনে করছি এটাই আমাদের সফলতা। আর বর্তমানে আমাদের একটাই লক্ষ্যে এই খুনি হাসিনাকে পতন ঘটানো। এ বিষয়ে মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর বলেন, আমরা দীর্ঘদিন যাবৎই গণতন্ত্র রক্ষার আন্দোলণ মানুষের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলণ আমরা করেই যাচ্ছি। আর যেহেতু সামনে জাতীয় নির্বাচন আর আপনারা না শুধু পুরো দেশের জনগণই জানে এই সরকার বিনা ভোটের সরকার, মিড নাইট সরকার। প্রায় ১৫ বছর যাবৎ তারা দেশটাকে লুটেপুটে খেয়ে ধ্বংস করে দিয়েছে যার কারণে এই দেশের মানুষ এই সরকারকে আর চাচ্ছে না। আর সেই কারণেই আমরা দেশের মানুষের স্বার্থে জনগণের স্বার্থে দেশের জনগণের ভোট অধিকার ও গণতন্ত্র ফিরেই দেওয়ার লক্ষ্যে নিয়ে দফায় দফায় আন্দোলণ করে যাচ্ছি। আর দেশের জনগণের স্বার্থে আমরা আন্দোলণ সংগ্রাম করার কারণেই কিন্তু বর্তমানে দেশের জনগণ আমাদের সাথে সম্পৃক্ত হয়ে রাজপথে আছে। আর বর্তমানে আমাদের উদ্দেশ্য বিএনপি ক্ষমতায় আসুক এটা নয়। আমাদের উদ্দেশ্য হলো জনগণের চাওয়া ও জনগণের প্রতিফলন হোক। আর জনগণ আর এই সরকারকে চাচ্ছে না তারা চাচ্ছে নিরদলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। তারা চায় আমাদের দামী এই ভোট টিকে ভোট কেন্দ্রে গিয়ে দিতে পারি। আর রাতে নয় দিনে দিতে পারে এবং তাদের ইচ্ছায় যেন সরকার গঠন হয়। আর সুষ্টু নির্বাচনের মাধ্যমেই যেন নির্বাচন হয় এটাই জহনগণের চাওয়া আর জনগণের এই ইচ্ছাটার লক্ষ্য নিয়েই আমরা আন্দোলণ করে যাচ্ছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা