আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | রাত ১১:২৭

মুজিব সিনেমা দেখলেন আ’লীগ নেতারা

ডান্ডিবার্তা | ১৯ অক্টোবর, ২০২৩ | ১২:৫২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নেতাকর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত। গতকাল বুধবার বিকালে শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে এই আয়োজন করেন তিনি। নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের সিনেপ্লেক্সে নেতাকর্মীদের নিয়ে ছবিটি উপভোগ করেন সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় এই নেতা। এসময় তার সাথে ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের কার্যকরি সদস্য সাব্বির আহম্মেদ সাগর, সাখাওয়াত হোসেন সুমন, ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি প্রার্থী আকতারুজ্জামান রয়েল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হাসান দিনার, দোলন, রিপন, স্বেচ্ছাসেবকলীগ নেতা তাহের উদ্দিন আহম্মেদ সানি, জামির হোসেন রনি, শফিউল বারী বাবু, আকরাম হোসেন, রিগ্যান, রিসাত, প্রমুখ। জি এম আরফাত বলেন,‘পুরো সিনেমাটা আমার সহযোদ্ধা ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে বসে দেখেছি, এটা অন্যরকম এক অনুভূতি। সিনেমা দেখে অশ্রুসিক্ত হয়েছি উপস্থিত সকলে। সিনেমায় টুঙ্গিপাড়ার খোকা থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হওয়ার প্রতিটি দৃশ্য দেখে মনের ভিতরে রেখে দিলাম। এই সিনেমা দেখে অশ্রুসিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অনেক কেঁদেছেন। আমারও দেখে খারাপ লেগেছে, তিনি ও আমাদের সকলের কাঁদাটা স্বাভাবিক। বঙ্গবন্ধু কন্যা হিসেবে প্রধানমন্ত্র তার বাবাকে নিয়ে তৈরি সিনেমা দেখেছেন। শুধু আওয়ামীলীগই নয়, পুরো জাতি এই সিনেমাকে দেখার অনুরোধ রইল। বিশেষ করে শিশু-কিশোরদের এই সিনেমা অবশ্যই দেখে আগামীতে জাতির কাছে বঙ্গবন্ধু ত্যাগ তুলে ধরতে পারবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা