আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | রাত ১০:৪৭

লিগ্যাল নোটিশের কথা হেসে উড়িয়ে দিলেন পর্দার ‘বঙ্গমাতা’ তিশা

ডান্ডিবার্তা | ২২ অক্টোবর, ২০২৩ | ১০:৫৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর চরিত্রে চমৎকার অভিনয় করে দর্শকদের প্রশংসায় ভাসছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। কিন্তু এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলা সিনেমাটির প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সে সম্পর্কে সংবাদমাধ্যমের পক্ষ থেকে তিশার মন্তব্য শুনতে চাইলে হেসে উড়িয়ে দিলেন। নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘কতকিছুর জন্যই তো আইনি নোটিশ পাঠানো হয়’ মোস্তফা সরয়ার ফারুকীর নাম উল্লেখ করে তিশা আরো বলেন ‘সরোয়ারকেও তো কত নোটিশ পাঠানো হয়’। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা গত শুক্রবার সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে। ২০২১ সালের জানুয়ারির শেষদিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা