আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ২:৪৬

গ্রেফতার আতঙ্কে বিএনপিকর্মীরা ঘরছাড়া

ডান্ডিবার্তা | ২৩ অক্টোবর, ২০২৩ | ১০:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতোই ঘনিয়ে আসছে বিএনপি নেতৃবৃন্দ ততোই কঠোর আন্দোলনের দিকে ধাবিত হচ্ছেন। এই আন্দোলন সংগ্রাম পালন করতে গিয়ে সারাদেশের মতো নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদেরও নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি অনেকেই বিভিন্ন রাজনৈতিক মামলার শিকার হচ্ছেন। এইসব মামলায় গ্রেফতার থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছেন। সবশেষ গত ১৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে বিএনপির ২০ নেতাকর্মীকে আটক করার অভিযোগ উঠে। এরপর থেকে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে গ্রেফতার আতঙ্ক শুরু হয়েছে। পাশাপাশি আগামী ২৮ অক্টোবর ঢাকায় আবারও মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। যে সমাবেশে আগের মতোই নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা স্বত্বঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই সমাবেশে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার দাবিতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। এদিকে বিএনপির মতো আওয়ামী লীগও ঢাকায় বড় সমাবেশের ডাক দিয়েছেন। পাশাপাশি গত ১৯ অক্টোবর নারায়ণগঞ্জের সার্কিট হাউজে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনের নামে কোনো অরাজকতা সৃষ্টি করলে বিএনপিকে নানা হুশিয়ারি করেছেন। তাই অন্যান্য সমাবেশের মতো এই সমাবেশের আগেও গ্রেফতার আতঙ্কে রয়েছে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। এর ফলে অধিকাংশ নেতাকর্মী পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। অনেকেই আবার গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া রয়েছেন। তাদের পরিবারও রয়েছেন আতঙ্কে। অনেকেই আবার তাদের মোবাইল ফোন বন্ধ করে রেখেছেন। তবে কেন্দ্রের ঘোষণা অনুযায়ী যেকোনো কর্মসূচি একের পর এক সফলভাবে বাস্তবায়ন করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ নারায়ণগঞ্জ বিএনপি। তাদের মতে, শতশত মামলা, গ্রেফতারের পরও রাজপথমুখী রয়েছে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। তারা এসব মামলা, গ্রেফতারে অভ্যস্ত হয়ে পড়েছেন। তাই তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করে ভয় দেখিয়ে লাভ নেই। তাই তারা এসব এখন ভয় পান না। যতোই বাধা আসুক তারা তাদের কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধকর। দেয়ালে তাদের পিঠ ঠেকে গেছে তাই তারা এখন এইসব নিয়ে চিন্তা করছেন না। তারা চলমান এই আন্দোলন সংগ্রাম যেকোনো মূল্যে সচল রাখতে মরিয়া। এর আগে গত ১৭ অক্টোবর রাত থেকে ১৮ অক্টোবর সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে আটক ২০ নেতাকর্মীরা হলেন ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান; বিএনপির নেতা হারুনুর রশিদ, সোনারগাঁয়ের সাদীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সদস্য মো. হারুন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, ৮ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী কাউসার আহমেদ; মহানগর যুবদল কর্মী মেহেদী ও জাহিদ, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান, আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিয়া, সাতগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ফরহাদ খন্দকার, রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন, রূপগঞ্জের চনপাড়া ২ নম্বর ওয়ার্ড যুবদলের সহসাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক এবং চনপাড়া ৯ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, নেতা-কর্মীরা যাতে ঢাকার সমাবেশে অংশ নিতে না পারেন, এ কারণে বাড়ি বাড়ি অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশি হয়রানি ও বাধা উপেক্ষা করে অনেক নেতা-কর্মী সমাবেশে যোগ দিয়েছেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বিএনপির কর্মসূচির সময়ে প্রত্যেকবার নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশের তল্লাশি গ্রেফতার অভিযান চলে। এটা পুলিশের নিয়মিত কাজ হয়ে দাঁড়িয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এভাবে অন্যায়ভাবে আটক-গ্রেফতার করা গণতন্ত্রের মধ্যে পড়ে না। এদিকে গত বছরের ১৫ নভেম্বর মুহাম্মদ গিয়াস উদ্দিন আহবায়ক হওয়ার পর থেকেই তার নেতৃত্বে বিএনপি দল আগের তুলনায় সুসংগঠিত এবং রাজপথমুখী হতে শুরু করেছে। তাই তাকে দমানোর জন্য এইসব মামলা, গ্রেফতার করে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। বিএনপির নেতাকর্মীদের ধারণা, এই ঘটনার জের ধরে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে পারে। এই আতঙ্কে মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ মামলার আসামিরা ঘরছাড়া রয়েছেন। নেতাকর্মীরা নিজ এলাকায় অবস্থান করলে যেকোনো অজুহাতে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করতে পারেন। সেজন্য তারা এখন অন্য এলাকায় অবস্থান করছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা