আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ১১:৫৯

বন্দরে ক্ষতিকারক উপকরণে তৈরি হচ্ছে ভেজাল মশার কয়েল

ডান্ডিবার্তা | ২৩ অক্টোবর, ২০২৩ | ১:২১ অপরাহ্ণ

বন্দর প্রতিনিধি বন্দরের পশ্চিম হাজীপুর এলাকায় বিনা বাধায় চলছে অখ্যাত মশার কয়েল তৈরির কারখানা ‘‘গোলাপ এন্টারপ্রাইজ’’। কার্যতঃ এ প্রতিষ্ঠানটি চালোনোর আদৌ কোন বৈধতা না থাকলেও প্রশাসনের স্থানীয় পর্যায়ের কতিপয় সদস্যকে ম্যানেজ করে বীরদর্পে ক্ষতিকারক এ ব্যবসা চালিয়ে আসছে প্রতিষ্ঠানের মালিক রতন ও এমদাদ। স্থানীয় সচেতন মহলের মতে, গ্লোব কারখানা সাধারণতঃ কোন খোলাামেলা স্থানে হয়ে থাকে। যেখানে কোন ঘনবসতি থাকবেনা। অথচ এমদাদ-রতন সেইসব নিয়ম-নীতির তোয়াক্কা না করে বীরদর্পে ‘‘ইস্পাত নিম’’ নামক ভূয়া গ্লোব কারখানা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে এলাকার সচেতন মহল জানান. মশার কয়েল তৈরিতে মূলতঃ পাইরেথ্রাম, পাইরেথ্রিনস, অ্যালেথ্রিন, এসবিথোথ্রিন, ম্যাপফ্ লুথ্রিন, ডাইমফ্ লুথ্রিন ও পাইপারনিল বাটক্সাইড (পিবিও) উপকরণ প্রয়োজন হয়ে থাকে। কিন্তু ইস্পাত নিম গ্লোবের নাম দিয়ে একদল অর্থলোভী ব্যক্তি চটকধারী বিজ্ঞাপন ছাপিয়ে ক্ষতিকারক ‘উপকরণ দিয়ে তৈরি গ্লোবটি দীর্ঘ দিন ধরে বাজারজাত করে আসছেন। প্রকৃতপক্ষে এই গ্লোব তৈরির কোন বৈধতা নেই। প্যাকেটের গায়ে নামমাত্র কিছু উপকরণের নাম লিখলেও বাস্তবে তার কিছুই ব্যবহার করা হয়না। লিখেই নিরীহ লোকজনকে চিকিৎসা ও পরীক্ষার নামে সর্বশান্ত করে তুলছেন। সচেতন মহলের মতে, বিষয়টি প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের উচিত তদন্তপূর্বক ভূয়া কারখানার বিরুদ্ধে আশু ব্যবস্থা গ্রহণ করা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা