
ডান্ডিবার্তা রিপোর্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেছেন, ক্রিকেট বোর্ডের নিজেস্ব অর্থায়নে, বুয়েটের নির্দেশনা অনুযায়ী ৬ ফিট ও ৪ ফিট উঁচু করা হবে খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন ও প্রিমিয়ার লীগ খেলা পরিচালনা হবে। আপতত এ খেলা গুলো পরিচালনা করার জন্য মাঠটিকে খেলার উপযোগী করে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেডিয়ামের উঁচু করণের কাজ সরেজমিন পরিদর্শনে এসে গতকাল মঙ্গলবার দুপুরে এ কথা বলেন তিনি। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) অপরারেশন্স কমিটির চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার আকরাম খান। তানভীর আহম্মেদ টিটু বলেন, খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম মাঠ ও স্থাপনার মালিক জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সবকিছুই তাদের করার কথা কিন্তু তারা যেহেতু কোন না কোন কারণে সময় মতো করতে পারছে না। তাই খেলাধুলা যাতে পিছিয়ে না থাকে, ক্রিকেট বোর্ডের অর্থায়নে আমরা সহযোগীতা নিয়ে ক্রীড়া পরিষদের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি আরও বলেন, আর্ন্তজাতিক ভ্যানু ফিরিয়ে আনার জন্য এ মাঠে ব্যাপক সংস্কার দরকার। সংস্কার এনএসসিই করবে। সেটা কবে হবে, এটা এনএসসিই বলতে পারবে। আমি যতটুকু জানি, এনএসসির এটা নিয়ে বাজেট হচ্ছে। এটা আবার আর্ন্তজাতিক মানে ফেরানোর জন্য টেন্ডার কল করবে তারা। এ নিয়ে এনএসসির সাথে আমাদের কথাও হচ্ছে। আমরা ক্রিকেট বোর্ড থেকে চাপ দিচ্ছি। সরকার তাঁর নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো সে গুলো সম্পূর্ন করবে। এনএসসির সাথে আমাদের প্রতিনিয়ত সেই যোগাযোগ আছে। সংস্কারের পর নিয়মিত মাঠ রক্ষনাবেক্ষণ করা হবে কি না; জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, যতদিন এ মাঠ আর্ন্তজাতিক ভ্যানু হিসেবে ছিল, ততদিন এ গুলো খুব সুন্দর ভাবেই মেন্টেন হয়েছে। মেইনটেনেন্সের জন্য প্রয়োজন মাঠে আসা, নিয়মিত মাঠে আসলে মেইনটেনেন্সও হয়ে যাবে। প্রসঙ্গত, খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় দীর্ঘদিন যাবত মাঠ পানির নিচে তলিয়ে ছিল। বর্তমানে মাঠটিকে ৪ থেকে ৬ ফিট উঁচু করার কাজ করছে বিসিবি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯