আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | দুপুর ২:০০

দুইজন পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

ডান্ডিবার্তা | ২৫ অক্টোবর, ২০২৩ | ১২:১৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডে ব্যাটারি চালিত ইজিবাইক থেকে চাঁদাবাজিকালে র‌্যাবের হাতে মোঃ জাফর (৪৫) ও মোঃ কবির হোসেন (৩৫) গ্রেপ্তার হয়েছে। তাদের সহযোগী মফিজুর রহমান ফুরদ মুন্সী (৬২)সহ ৩/৪ জন অজ্ঞাত চাঁদাবাজ র‌্যাবের অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। উল্লেখিত চাঁদাবাজরা চিটাগাংরোড-নারায়ণগঞ্জ সড়কে চলাচলকৃত ব্যাটারি চালিত ইজিবাইক থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ৩০- ৫০ টাকা করে চাঁদা আদায়কালে র‌্যাপিড অ্যাকশন বাটালিয়ন (র‌্যাব-১১ ) হাতেনাতে ২ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে। গত সোমবার দিবাগত রাত সোয়া আটটার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোঃ জাফর (৪৫) এবং মোঃ কবির হোসেন (৩৫)। এবং তাদের সহযোগী মফিজুররহমান ফরিদ মুন্সী (৬২)সহ ৩/৪জন চাঁদাবাজ পালিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ধৃত চাঁদাবাজদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৮৭০ টাকা উদ্ধার করা হয়েছে। র‌্যাব -১১ এর ডিএডি মোঃ শাহনেওয়াজ খান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মোঃ জাফর, মোঃ কবির হোসেন, মোঃ মফিজুর রহমান ফরিদ মুন্সীসহ ৩-৪ জন অজ্ঞাতদের আসামী করে গতকাল মঙ্গলবার একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত জাফরের পিতার নাম মোঃ জয়নাল আবেদীন, সিদ্ধিরগঞ্জের আইয়ুবনগরে তার বাড়ি। কবির হোসেনরে পিতার নাম আব্দুল হামিদ। তার বাড়ি সোনাগাঁয়ের চেঙ্গাইনে এবং মফিজুর রহমান ফরিদ মুন্সীর পিতার নাম আতিয়ার রহমান মুন্সী, তার গ্রামের বাড়ি মুকসেদপুরর গোবিন্দপুর গ্রামে বলে জানাগেছে। উল্লেখ্য গত রোববার থেকে চিটাগাংরোডে ব্যাটারি চালিত ইজিবাইকে চাঁদাবাজি কার্যক্রম শুরু করে একদল চিহ্নিত চাঁদাবাজ। স্থানীয়রা জানায়, স্বেচ্ছাসেবকলীগ দাবিদার একাধিক মামলার চিহ্নিত আসামী ইলিয়াছ মোল্লার নেতৃত্বে এই চাঁদাবাজির কার্যক্রম শুরু করা হয়। এলাকাবাসী অবিলম্বে ইজিবাইকের চাঁদাবাজির মূল নায়ক ইলিয়াছ মোল্লাসহ পলাতকদের গ্রেপ্তারের দাবি জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা