
ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডে ব্যাটারি চালিত ইজিবাইক থেকে চাঁদাবাজিকালে র্যাবের হাতে মোঃ জাফর (৪৫) ও মোঃ কবির হোসেন (৩৫) গ্রেপ্তার হয়েছে। তাদের সহযোগী মফিজুর রহমান ফুরদ মুন্সী (৬২)সহ ৩/৪ জন অজ্ঞাত চাঁদাবাজ র্যাবের অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। উল্লেখিত চাঁদাবাজরা চিটাগাংরোড-নারায়ণগঞ্জ সড়কে চলাচলকৃত ব্যাটারি চালিত ইজিবাইক থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ৩০- ৫০ টাকা করে চাঁদা আদায়কালে র্যাপিড অ্যাকশন বাটালিয়ন (র্যাব-১১ ) হাতেনাতে ২ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে। গত সোমবার দিবাগত রাত সোয়া আটটার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোঃ জাফর (৪৫) এবং মোঃ কবির হোসেন (৩৫)। এবং তাদের সহযোগী মফিজুররহমান ফরিদ মুন্সী (৬২)সহ ৩/৪জন চাঁদাবাজ পালিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ধৃত চাঁদাবাজদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৮৭০ টাকা উদ্ধার করা হয়েছে। র্যাব -১১ এর ডিএডি মোঃ শাহনেওয়াজ খান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মোঃ জাফর, মোঃ কবির হোসেন, মোঃ মফিজুর রহমান ফরিদ মুন্সীসহ ৩-৪ জন অজ্ঞাতদের আসামী করে গতকাল মঙ্গলবার একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত জাফরের পিতার নাম মোঃ জয়নাল আবেদীন, সিদ্ধিরগঞ্জের আইয়ুবনগরে তার বাড়ি। কবির হোসেনরে পিতার নাম আব্দুল হামিদ। তার বাড়ি সোনাগাঁয়ের চেঙ্গাইনে এবং মফিজুর রহমান ফরিদ মুন্সীর পিতার নাম আতিয়ার রহমান মুন্সী, তার গ্রামের বাড়ি মুকসেদপুরর গোবিন্দপুর গ্রামে বলে জানাগেছে। উল্লেখ্য গত রোববার থেকে চিটাগাংরোডে ব্যাটারি চালিত ইজিবাইকে চাঁদাবাজি কার্যক্রম শুরু করে একদল চিহ্নিত চাঁদাবাজ। স্থানীয়রা জানায়, স্বেচ্ছাসেবকলীগ দাবিদার একাধিক মামলার চিহ্নিত আসামী ইলিয়াছ মোল্লার নেতৃত্বে এই চাঁদাবাজির কার্যক্রম শুরু করা হয়। এলাকাবাসী অবিলম্বে ইজিবাইকের চাঁদাবাজির মূল নায়ক ইলিয়াছ মোল্লাসহ পলাতকদের গ্রেপ্তারের দাবি জানান।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯