আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৪:৪১

না’গঞ্জেই আ’লীগ-বিএনপির গর্জন!

ডান্ডিবার্তা | ২৭ অক্টোবর, ২০২৩ | ১১:৩৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টালমাটাল দেশের রাজনীতি। বিশেষ করে আলোচনার কেন্দ্রবন্দিুতে ২৮ অক্টোবর। ওইদিন রাজধানীতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও বিএনপির সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশ ডাকাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উদ্বেগ-উৎকন্ঠা সাধারণদের মাঝে। চায়ের টেবিল থেকে শুরু করে সর্বত্র আলোচনা কি হবে সেদিন। এমন পরিস্থিতিতে নারায়ণগঞ্জের আওয়ামীলীগের শীর্ষ নেতারা বক্তব্য-বিবৃতিতে বিএনপির নেতাকর্মীদের এক হাত নিয়েছেন। নানা হুঙ্কার দিচ্ছেন। তারা বলছেন, বিএনপি মাঠে থাকলে আমরাও মাঠ দখলে রাখবো। বিএনপিকে কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না। শুধু তাই নয়, বিএনপির নয়াপল্টনের মহাসমাবেশ ঘিরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পুলিশ ও ডিবি অভিযান চালিয়ে অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পেন্ডিং মামলায় আদালতে পাঠিয়েছে বলে অভিযোগ বিএনপির নেতাদের। যা এখনো অব্যাহত আছে। যদিও পুলিশ বলছে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে তাদেরই গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু পুলিশের অভিযানের কারণে গ্রেপ্তার আতঙ্কে বাড়ি-ঘর ছাড়া বিএনপির নেতারা। ফলে একদিকে ক্ষমতাসীনদের হুমকি-ধামকি অন্যদিকে আইনশৃংখলাবাহিনীর তৎপরতা অনেকাটা বেকাদায় বিএনপির নেতাকর্মীরা। তাই বলে কি বিএনপি দমে যাবে। মোটেও না। ইতমধ্যে আওয়ামীলীগের হুমকি-ধামকির জবাব দিতে ঢাকায় পৌছে গেছেন নারায়ণগঞ্জের কয়েকহাজার নেতাকর্মী। এমনটা বলছেন মাঠ পর্যায়ের কর্মীরা। তারা আরও বলছেন, নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতারা হুঙ্কার দিচ্ছে, আমরা প্রতি উত্তর করিনি, আমরা ভয়ও পাইনি। তাদের সঙ্গে খেলা হবে ঢাকায়। যদি কোন বাধা দেয়। আবার নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন খেলা হবে ঢাকায়। মোটকথা নারায়ণগঞ্জে তর্জন-গর্জন করা আওয়ামীলীগ-বিএনপির নেতারা ঢাকায় পৃথক দৃটি স্থানে মিলিত হচ্ছেন। এখন দেখার বিষয় সেখানে তাদের কি খেলা হয়। এদিকে ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। যে কোন উপায়ে গ্রেপ্তার ও বাঁধা বিপত্তি মোকাবেলা করেই সরকার পতনের এক দফা দাবিতে ঢাকার মহাসমাবেশে যোগ দিবেন নারায়ণগঞ্জ বিএনপি। যদিও মহাসমাবেশকে ঘিরে সিনিয়র নেতাসহ সরব নেতাদের গ্রেপ্তারের আশঙ্কা মাথায় রেখে মহাসমাবেশের আগে থেকেই সর্তকতা অবলম্বন করার নির্দেশনা দেওয়া হয়েছে দলের হাইকমান্ড থেকে। অন্যদিকে ওইদিনই আগামী ২৮ অক্টোবর দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ঢাকা দক্ষিণ ও উত্তর আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও যোগ দেবেন। আওয়ামী লীগের দলীয় সূত্রে জানায়, ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন আওয়ামী লীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ শান্তি সমাবেশের মাধ্যমে রাজপথে থাকার প্রস্তুতি নিচ্ছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গুলো। সেইদিন বাইতুল মোকাররমের সামনে আওয়ামীলীগের শান্তি সমাবেশে অংশগ্রহণ করবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। আগামী ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচির ঘিরে রাজপথে বিশৃঙ্খলা, সহিংসতার অপচেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তাই সব ধরনের প্রস্তুতি নিয়ে তাদের ঢাকায় যাওয়ার নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগ। বিশেষ করে ঢাকার পার্শ্ববর্তী জেলা ও মহানগর নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজপথে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। গত ১৯ অক্টোবর নারায়ণগঞ্জ সার্কিট হাউসে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা করেছে। সেই সভায় আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন আওয়ামী লীগও শান্তি সমাবেশ করবে। সেই সমাবেশে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে অংশগ্রহণ করার পাশাপাশি রাজপথে থাকার নির্দেশনা দিয়েছেন মির্জা আজম এমপি। বিএনপির দলীয় সূত্রে জানা যায়, আগামী ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি’র অঙ্গসংগঠন গুলো বড় ধরনের প্রস্তুতি নিচ্ছেন। দলটির পক্ষ থেকে মহাসমাবেশের আগে গ্রেপ্তার এড়াতে নেতাকর্মীদের কৌশল অবলম্বন করতেও বলা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করে সেইদিন নির্দেশনা দিয়েছেন দলীয় হাইকমান্ড। বিএনপি নেতারা মনে করছেন, যেহেতু একইদিন রাজধানীতে ক্ষমতাসীনরা সমাবেশ করবে, তাই সরকার সেদিন গণপরিবহন বন্ধ করবে না। তবে, নেতারা আশঙ্কা করছেন রাজধানী অভিমুখে আসা নেতাকর্মীদের ওপর হামলা করতে পারেন সরকার সমর্থকরা। সেদিকে দৃষ্টি রেখে বিভিন্ন পরিকল্পনা করছে বিএনপির হাইকমান্ড। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বাধা-বিঘœ এলে কীভাবে তা উপেক্ষা করে সমাবেশে অংশ নেবেন নেতাকর্মীরা সেই কৌশলও ঠিক করা হচ্ছে। আর আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর বাঁধা ও হামলা গ্রেফতার উপেক্ষা করে ঢাকার মহাসমাবেশে নারায়ণগঞ্জ বিএনপি’র অঙ্গসংগঠন গুলোর নেতা- কর্মীদের হাজির হওয়ার জন্য কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে । এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জের জনগণ জেগে উঠেছে। সরকার পদত্যাগের এক দফা দাবিতে ঢাকার মহাসমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ঐক্যবদ্ধ। তিনি আরও বলেন, আমরাতো দেখছি প্রশাসন ইতোমধ্যে বিএনপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বাসাবাড়ি, বাজার ও আত্মীয়-স্বজনের বাড়ি থেকে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। নিজ চেম্বার থেকে আইনজীবীদের আটক করা হচ্ছে। আওয়ামী লীগ বিভিন্নভাবে উসকানি দিচ্ছে। আমরা তাতে ভয় পাই না। জনগণ এ মহাসমাবেশ সফল করতে মরিয়া। এটি বুঝতে পেরে সরকার মারমুখী হয়েছে। যাই করুক, নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ সব বাধা মোকাবিলা করে ২৮ তারিখের মহাসমাবেশে যোগ দেবে। এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই বলেন, আগামী ২৮ অক্টোবর নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা আওয়ামীলীগের সমাবেশে অংশগ্রহণ করার পাশাপাশি রাজপথে থাকবে। শান্তিপূর্ণ কর্মসূচির নামে যদি তারা ১৩ সালের মতো জ্বালাও পোড়াও ও ভাংচুর করার চেষ্টা করে তাহলে বিএনপিকে রাজপথে উপযুক্ত জবাব দেয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা