
ডান্ডিবার্তা রিপোর্ট রাত পোহালেই আলোচিত ২৮ অক্টোবর। একই দিন আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতের ডাকা মহাসমাবেশ ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। এদিন বিএনপির লোকজন ঢাকায় এসে সমাবেশ শেষে বসে পড়বেন কি না, কী অবস্থান থাকবে সরকারি দলের এবং এসব ক্ষেত্রে পুলিশ কী ব্যবস্থা নেবে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আগের সমাবেশগুলোয় যে ধরনের যানজটে পড়তে হয়েছে নগরবাসীকে, ২৮ তারিখ সেই রূপ দেখা মিলবে কি না, এসব বিষয় নিয়ে চায়ের দোকান থেকে উচ্চ স্তরের আড্ডায় আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন। যদিও যত সময় কাছাকাছি হচ্ছে রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী বক্তব্য আলোচনার পালে আরও হাওয়া দিচ্ছে। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, ওই দিন অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে। সব ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে। তবে সব ধরনের শঙ্কা পেছনে ফেলে সুষ্ঠুভাবে সমাবেশ কিংবা মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, এমনটাই আশা করছে পুলিশ। এদিকে, ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক দেখা দিয়েছে। গ্রেফতার এড়াতে নিজ বসতবাড়ী ছেড়ে অন্যত্র বসবাস করছে দলটির নেতাকর্মীরা। বিএনপির দাবি, ২৮ অক্টোবরকে ঘিরে জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রায় ৫০জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিএনপির একাধিক নেতা জানায়, বিএনপির মহাসমাবেশ বানচাল করতে দলের নেতাকর্মীদের গ্রেফতার করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিএনপির একাধিক নেতাকর্মী গ্রেফতার হওয়ায় তাঁদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের আগে দলের একাধিক নেতাকর্মী গ্রেফতার হওয়ায় এই আতঙ্ক ছড়িয়ে পরে। বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রাজধানীর পাশ্ববর্তী জেলা হিসেবে নারায়ণগঞ্জের গুরুত্ব অনেক। সরকার বিরোধী আন্দোলনসহ যে কোন আন্দোলনে এ জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবারও তার ব্যতিক্রম হবে না। দলের মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীরা নানা কৌশলে তৎপর রয়েছে। সরকার পতন আন্দোলনের একদফা দাবি বাস্তবায়ন করতে দলের নেতাকর্মীরা গ্রেফতারের হাত থেকে বাঁচতে নিজ নিজ বসতবাড়ী ছেড়ে অন্যত্র অবস্থান নিয়েছে। এব্যাপারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে ঠেকাতে পুলিশ আমাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। আমাদের অনেক নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। গ্রেফতার, নির্যাতন করে আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না। মামলা ও গ্রেফতার করে সরকারের পতন ঠেকানো যাবে না। সকল বাধা ও পুলিশের গ্রেফতার উপেক্ষা করে ঢাকার মহাসমাবেশকে আমরা সফল করবো। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে প্রতিদিন বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি হানা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সরকার ক্ষমতায় টিকে থাকতে গায়েবী মামলা, হামলা ও গ্রেফতার করে আন্দোলন বানচাল করতে চাচ্ছে। মহাসমাবেশকে বানচাল করতে ক্ষমতাসীনরা নতুন করে মিথ্যা ও যড়যন্ত্রমূলক মামলা দিয়ে নেতা-কর্মীদের চাপে রাখছেন এবং বাড়িঘরে সাঁড়াশি অভিযান চালিয়ে গণগ্রেফতার করছে। তিনি বলেন, এদেশের মানুষ তাদের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে জন্য রাজপথে নেমে এসেছে। তাদেরকে আর ঠেকানো যাবে না। এসরকার পতন নিশ্চিত করেই মানুষ ঘরে ফিরবে। কোনো বাধাই ২৮ অক্টোবর মহাসমাবেশে নেতা-কর্মীদের আটকাতে পারবে না। উল্লেখ্য, ২৮ অক্টোবর রাজধানীতে সরকার পতনের একদফা দাবিতে মহাসমাবেশ ডেকেছে বিএনপি-জামায়াতসহ একাধিক রাজনৈতিক দল। একই দিন বিরোধী দলের নাশকতা, বিশৃঙ্খলা প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। সরকার এবং বিরোধী দলগুলোর এই অবস্থান নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯