আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সকাল ৮:৫৩

আ’লীগের হাইব্রিডরা আতঙ্কে

ডান্ডিবার্তা | ১৮ নভেম্বর, ২০২৩ | ১:৩৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। আজ শনিবার থেকে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু করবে আওয়ামী লীগ। এই ফরম বিতরণ একটি উৎসবমুখর পরিবেশে হবে বলে ধারণা করা হচ্ছে। আওয়ামী লীগের একাধিক নেতা মনে করছেন, এবার ১০ হাজারের বেশি মনোনয়ন ইচ্ছুক মনোনয়ন ফরম কিনবেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এমন একটি ধারণা থেকে নির্বাচনে মনোনয়নের জোয়ার তৈরি হতে পারে বলেও আওয়ামী লীগের কোনো কোনো নেতা মনে করছেন। আর একারণেই অনেকে আতঙ্কিত। এবার আওয়ামী লীগের টিকিট পেলেই এমপি হওয়া নিশ্চিত এই ধারণা বিভিন্ন সঞ্চালিত হচ্ছে। আর এ কারণেই তারা মনে করছেন যে কোনো মূল্যে আওয়ামী লীগের টিকেট পেতে হবে। আর তাই এবার রাজনীতিবিদরাই কোণঠাসা। রাজনীতিবিদের চেয়ে ব্যবসায়ী, আমলা, চলচ্চিত্র এবং টেলিভিশনের শিল্পী তারকা সহ বিভিন্ন ধরনের লোকজন নির্বাচনের মনোনয়নের জন্য অস্থির হয়ে উঠেছেন এবং তারা এবার মনোনয়নের জন্য চেষ্টা করবেন বলেও জানা গেছে। এর ফলে আওয়ামী লীগে হাইব্রিড আতঙ্ক দেখা দিয়েছে। আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, কিছুদিন আগে যারা জাসাস করত এরকম শিল্পীরাও এবার মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। এরাও এখন বিভিন্ন মহলে দেন দরবার করেন, তদবির করেন। পিছিয়ে নেই নারায়ণগঞ্জের হাইব্রিডরাও। আওয়ামী লীগের এবারের মনোনয়নে রাজনীতিবিদদের বাইরে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে ব্যবসায়ীদেরকে। এই ব্যবসায়ীরাই কদিন আগে দ্বিধাদ্বন্দ্ব ছিলেন। তারা মনে করেছিলেন যে শেষ পর্যন্ত নির্বাচন হবে না। এদের কেউ কেউ গোপনে বিএনপির সঙ্গে যোগাযোগ করতেন। বিএনপিকে টাকা পয়সা দিয়েছেন এমন ব্যবসায়ীরাও এখন আওয়ামী লীগের টিকেট পাওয়ার জন্য মরিয়া দৌড় ঝাঁপ শুরু করেছেন। ব্যবসায়ীদের পরেই রয়েছেন সাবেক আমলা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা। এখন পর্যন্ত যে তথ্য তাতে দেখা যাচ্ছে যে দুই শতাধিকের বেশি প্রশাসন ক্যাডারের সাবেক কর্মকর্তারা আগামী নির্বাচনের জন্য মনোনয়ন লাভে ইচ্ছুক। এ কারণে তারা বিভিন্ন মহলে দেন দরবার করছেন। এলাকায় তারা ঘুরে বেড়াচ্ছেন। অন্তত পাঁচজন সাবেক সচিব আছেন যারা মনোনয়নের জন্য বিভিন্ন ভাবে চেষ্টা তদবির করছেন। এদের মধ্যে একজন ইতোমধ্যে উপনির্বাচনের মাধ্যমে এমপি হয়েছেন। আর বাকিরা মনোনয়ন পাবেন কি না এখন পর্যন্ত নিশ্চিত নন। সচিব ছাড়াও আওয়ামী লীগের টিকিট পেতে আগ্রহী অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তারাও। পুলিশ প্রশাসনের অবসরপ্রাপ্ত একাধিক ব্যক্তি নির্বাচনের জন্য আগ্রহী এবং তারা দৌড়ঝাঁপ করছেন। একজন সাবেক আইজিপি এখন এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার আরও দুইজন সাবেক আইজিপি নির্বাচনের মাঠে প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন। আইজিপি ছাড়াও পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মধ্যেও নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য নানা রকম চেষ্টা তদবির চেষ্টা করতে দেখা যাচ্ছে। ব্যবসায়ী, পুলিশ প্রশাসনের বাইরে বিভিন্ন পেশাজীবীরা বিশেষ করে চিকিৎসক, ইঞ্জিনিয়ারদের মধ্যে নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ ব্যাপক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি একটা বড় বিস্ফোরণ ঘটতে যাচ্ছে তারকাদের। টেলিভিশন, চলচ্চিত্র অভিনেতা ও অভিনেত্রীদের একটি বড় অংশ এখন আওয়ামী লীগের টিকিট পাওয়ার জন্য মরিয়া চেষ্টা করছেন এবং এদের দৌড়ঝাঁপ দৃষ্টিকটু পর্যায়ে চলে গেছে। আওয়ামী লীগের নেতারা বলছেন যে, রাজনীতি এখন আর রাজনীতিবিদের হাতে নেই। সকলের মধ্যে ধারণা হয়ে গেছে যে আওয়ামী লীগের একটা টিকিট পেলেই তাদের জীবন বদলে যাবে। আর একারণেই তারা মনোনয়নের জন্য সবকিছু উজাড় করে দিচ্ছেন। এর ফলে আওয়ামী লীগের নতুন করে হাইব্রিড আতঙ্ক দেখা দিয়েছে। যারা দলের সত্যিকারের ত্যাগী পরীক্ষিত, তারা আবার মনোনয়নে যুদ্ধে কোণঠাসা হয়ে পড়তে পারেন এমন আতঙ্ক সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের মধ্যে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা