আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সকাল ১১:২৪

নির্বাচনে সংখ্যালঘু নির্যাতন বন্ধের আহবান

ডান্ডিবার্তা | ১৫ ডিসেম্বর, ২০২৩ | ১০:৫৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আসন্ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র যাতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর কোন প্রকার নির্যাতন না করা হয় সেদিকে লক্ষ্য রাখতে সকল রাজনৈতিক দলের প্রতি অনুরোধ রেখেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিপন সরকার। গতকাল বৃহস্পতিবার সকালে চাষাড়ায় অবস্থিত শ্রী শ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দির প্রাঙ্গনে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ বুদ্ধিজীবী এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ আহবান রাখেন। প্রার্থনা সভায় স¤প্রতি মৃত্যুবরণ করা পূজা উদযাপন পরিষদ বন্দর উপজেলার সভাপতি শংকর কুমার দাসের আত্মার শান্তি কামনা করা হয়। তিনি বলেন, বিশ্বের মোড়ল দেশগুলো মানবাধিকার নিয়ে কথা বলেন। অথচ বাংলাদেশকে মেধাশূন্য করতেই এই নৃশংহ হত্যাকান্ড চালানো হয়েছিল। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা যেভাবে বুদ্ধিজীবীদের হত্যা, সাধারণ মানুষদের হত্যা এবং নিরীহ বাঙ্গালীর উপর নির্যাতন করে মানবাধিকারের যে ক্ষতি করে ছিলো সেই ভূমিকা নিয়ে বিশ্বের মোড়লরা কোন কথা বলেনা। দেশের সকল রাজনৈতিক দলের প্রতি আহবান রেখে তিনি বলেন, বাংলাদেশে মোট জনসংখ্যার মাত্র ১০ থেকে ১২শতাংশ হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান সহ সংখ্যালঘু স¤প্রদায়ের মানুষ। এই ১২শতাংশ ভোট কোন দলের ক্ষমতায় যাওয়ার ভাগ্য নির্ধারন করেনা। তাই আমি দেশের প্রতিটি রাজনৈতিক দলের প্রতি অনুরোধ রাখবো যাতে করে আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশের কোন ধর্মীয় সংখ্যালঘুদের উপর কোন প্রকার নির্যাতন না করা হয় সেই বিষয়টি যেন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সজাগ দৃষ্টি রাখেন। তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি অসা¤প্রদায়িক চেতনার দিকে অগ্রসর হচ্ছে। সেই অগ্রযাত্রায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ ও সদর-বন্দর আসন থেকে নারায়ণগঞ্জের অসা¤প্রদায়িক ঐহিত্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান একেএম শামীম ওসমান ও একেএম সেলিম ওসমানকে মনোনীত করেছেন। আমরা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উনাদের পাশে থাকবো। আমরা আমাদের স¤প্রদায়ের লোকদের কেন্দ্রে শতভাগ উপস্থিত করার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা করবো। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি বিষ্ণুপদ সাহার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিপন সরকার। আলোচনা সভার সঞ্চালনা করেন মহানগরের সাধারন সম্পাদক সুশীল দাস। আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি মদন মোহন দাস, উত্তম সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক অশোক সরকার সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য্য, দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, সহ দপ্তর সম্পাদক সুমন দে, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দিলিপ দাস, প্রচার সম্পাদক তপন গোপ, সহ প্রচার সম্পাদক তারক দাস, সদস্য লক্ষন বিশ্বাস, বন্দর উপজেলার সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম সাহা, ফতুল্লা থানার সভাপতি প্রদীপ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক বীরেন দাস, বকুল সাধু, সুমন দাস, বিশ্বজিত ঘোষ, রবিন দাস, প্রদীপ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা