
ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লায় চাঁদাবাজির প্রতিবাদ করায় দূর্ধ্ষ সন্ত্রাসী হীরা ও সালু বাহিনী আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে (৭০) হত্যার পর তার দুই ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। হত্যাকারীরা এতোটাই ভয়ঙ্কর সুরুজ মিয়া এবং তার ছেলেদের যেভাবে কুপিয়েছে তা দেখলেই বুজা যায়। তারা মারা গেছে। দুই ভাই হাসপাতালে বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সন্ত্রাসীদের হাতে আওয়ামী লীগ নেতা খুন হলেও আহত ছেলেরা জানে না তাদের বাবা মারা গেছে। হাসপাতালের আইসিওতে রয়েছে। এদিকে এলাকাবাসী জানান, ভোলাইল শান্তিনগর এলাকার ভয়ঙ্কর অস্ত্রধারী সন্ত্রাসী হীরা ও সালু সহ তার বাহিনীর লোকজন যেভাবে সুরুজ মিয়া এবং তার ছেলেদের কুপিয়েছে তা দেখে মনে হয়েছে তারা শুধু খুনি নয় তারা পেশাদার কসাই। নিহত সুরুজ মিয়া এবং আহত তাদের ছেলেদের কুপানোর আঘাতের খত দেখলে যেকোন লোকের ঘা শিহরে উঠবে। ভয়ঙ্কর সন্ত্রাসী হীরা, সালু সহ বাহিনী কঠিন শাস্তি হওয়া দরকার। তাদের শাস্তি দেখে অন্য সন্ত্রাসীরা যেন শিক্ষা নিতে পারে। এমনকি এসব ভয়ংকর সন্ত্রাসীরা যেন কোন ভাবে এলাকায় প্রবেশ করতে না পারে। নিহত সুরুজ মিয়ার পরিবার সূত্রে জানা গেছে, সন্ত্রাসী হীরা ও সালু বাহিনীর হাতে সুরুজ মিয়া খুন হওয়ার পর গোটা পরিবারে শোকের ছায়া নেমে আসে। এক দিকে পরিবারের অভিভাবকের মৃত্যুর শোক অন্য দিকে দুই ভাই হাসপাতালে বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাড়িতে শোকের ছায়া হাসপাতালে আহতদের বাঁচানোর চেষ্টা ছুটাছুটি করছে। পুরো পরিবার এখন অসহায় হয়ে পড়েছে। অন্য দিকে পিতার খুনিদের শাস্তির ব্যবস্থা করতে আইনশৃঙ্খলা বাহিনীর দরবারে দৌড়াচ্ছে। তারা কি করবে কোথায় যাবে কিছুই বুজে উঠতে পারছে না। এলাকাবাসী আরো জানান, আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে যেসকল সন্ত্রাসীরা নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে এবং তাদের ছেলেদের কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেছে তাদের আইনের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করা হয়। সন্ত্রাসী হীরা, সালু সহ এই বাহিনীর যারা রয়েছে তাদেরকে যেন এলাকা থেকে আজীবনের উৎখাত করা হয়। আর হীরা, সালুর মত সন্ত্রাসীকে যারা মদদ দিচ্ছে এবং আগে পরে দিয়েছে তাদেরকেও যেন জনগনের কাছে চিহ্নিত করা হয়। আর সুরুজ মিয়া ছটপট করে মারা গেছে এবং তার ছেলেরা হাসপাতালের বিছানায় মৃত্যুর যন্ত্রণায় ছটপট করছে। ঠিক তেমনি হীরা, সালু সহ বাহিনীর লোকদের শাস্তি দেয়াব দাবি জানানো হয়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯