
ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা পিলকুনি এলাকার আলোচিত কিশোর গ্যাং বাহিনী ‘সিক্রেট বাহিনীর’ বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের হয়েছে। সিয়াম নামে এক যুবককে সড়ক থেকে তুলে নিয়ে পিটিয়ে জখমের অভিযোগে এ মামলা দায়োর হয়েছে। মামলার বাদী সিয়াম জানায়, গত ২৮ জুন বিকেলে আমি পিলকুনি পাঁচতলা এলাকায় আসলে এলাকর সিক্রেট বাহিনীর সদস্য আবিদ, জোনায়েদ হোসেন জয়,হাসান ম্যাক্স, নিলয়,শাকিল, ইমন,সৈকত,অন্তু সহ ৫/৬জন মিলে আমার গতিরোধ করে গলির ভেতর নিয়ে মারধর করে আমার টাকা, গলার চেইন রেখে দেয়। স্থানীয়দের সহায়তায় প্রাণে রক্ষা পাই। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছি। স্থানীয়দের অভিযোগ, কথিত ছাত্রলীগ নেতা শুভ এবং সহযোগী জয়ের নেতৃত্বে শতাধিক কিশোরী অপরাধী এলাকা জুড়ে মহড়া দিচ্ছে। আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে এসব অপরাধীরা গত কয়েকদিন ধরে পিলকুনি, তক্কারমাঠ,পেয়ারা বাগান এলাকায় নিয়মিত মহড়া দিচ্ছে। ছাত্র সমাজের নেতাকর্মীদের সঙ্গে বিরোধ নিয়ে কিশোর অপরাধীরা এই মহড়া দিচ্ছে। স্থানীয় সূত্র জানায়, কথিত ছাত্রলীগ নেতা ইমরান হোসেন শুভ ওরুফে চাঁন শুভ নিজেকে কখনো ছাত্রলীগ নেতা, কখনো র্যাবের সোর্স, কখনো ফতুল্লা মডেল থানা পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করে থাকে। এছাড়াও প্রায় সময়ই তুচ্ছ ঘটনার জের ধরে মানুষের উপর, বসতবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে থাকে। এদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। কিশোর অপরাধীদের নেতৃত্ব দেয়াসহ রয়েছে নানা অপকর্মের অভিযোগ। শুভ-জয় বাহিনীর হামলা থেকে সংখ্যালঘু পরিবার, আওয়ামীলীগ নেতা কিংবা মসজিদ কমিটির সভাপতি কেউ ছাড় পায়নি। এরআগে রফিউল ইসলাম উদয় ও রাকিবুল নামে দুই যুবককে ফতুল্লা রেলষ্টেশন উকিল বাড়ীর মােড়ে গতিরোধ করে কুপিয়ে জখম করে। এসময় যুবকদের কাছে থাকা ১৩ হাজার টাকা ছিনতাই করে ঘটনাস্থল ত্যাগ করেন। তুচ্ছ ঘটনার জের ধরে এক সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালিয়ে পার্থ চন্দ্র দাস নামে যুবককে গুরুতর আহত করে। এসময় পরিবারের দুই নারী সদস্যকেও লাঞ্ছিত করে শুভ বাহিনী। এই বাহিনীর তান্ডব এখানেই শেষ নয়। ব্যাংককলোনী এলাকার সজল মিয়ার স্কুল পড়ুয়া ছেলেকে প্রকাশ্যে মারধর করে অপহরণের চেষ্টা চালায়। নূর মসজিদ এলাকায় লাভলু নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করে সিক্রেট বাহিনীর সদস্যরা। এক প্রবাসীর বাড়ীতে হামলা চালায় এ বাহিনী। হামলার ঘটনায় প্রবাসীর স্ত্রী রুমা বেগম শুভ বাহিনীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ওমর ফারুকের বাড়ীতে সশস্ত্র হামলা চালায় শুভ-সিনহা বাহিনী। উল্লেখ, কয়েকদিন আগে শুভ বাহিনীর সদস্যরা পিলকুনি পাঁচতলা এলাকায় অবস্থিত বাইতুল হামদ জামে মসজিদে প্রবেশ করে মসজিদের সভাপতিকে নাজেহাল করেছে। আওয়ামীলীগ নেতা মোবারক হোসেনের শেল্টারে চাঁন শুভ-সিনহা-জয় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে এমন অভিযোগ স্থানীয়দের। এব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকার সচেতন মহল।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯