
ডান্ডিবার্তা রিপোর্ট
বছর না ঘুরতেই ফের অবৈধ মেলা বসিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নগরীর ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসানের বিরুদ্ধে। জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের বাবুরাইল লেকসংলগ্ন খেলার মাঠে মেলা বসিয়ে অবৈধ কার্মকাÐ ও বিদ্যুৎ চুরির অভিযোগ উঠেছে। বিভা ও তার স্বামী বিএনপি নেতা হাসান আহমেদের ছত্রছায়ায় তাদের অনুগত লোকজন মেলার আড়ালে এই অবৈধ কর্মকাÐ করছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা বলছে, প্রতি বছরের মতো এবারও এই মেলা বসিয়ে, মেলায় আগত দোকানদারদের কাছ থেকে সালামি বাবদ প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বিভা হাসান। তবে এই মেলা বসানোর বিষয়টি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা অবগত নয়। কাউন্সিলর বিভা হাসানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। জানা গেছে, নাসিকের সংরক্ষিত নারী কাউন্সিলর আফরোজা আফরোজ বিভার স্বামী বিএনপি নেতা হাসানের সহযোগী সহ এলাকার কয়েক জন যুবকের অধীনে প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়। তবে জুয়া, মাদকসহ নানা অপকর্মের জন্য এটি সমালোচনার মুখে পড়ে। তাই গেলো দুই বছর যাবৎ মেলাটির নাম দেওয়া হয় ঈদ আনন্দ শিশুমেলা। অথচ এবারও এই মেলাকে ঘিরে বিভিন্ন অপকর্ম ও বিদ্যুৎ চুরির অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাবুরাইলের এক বাসিন্দা বলেন, ‘মেলায় দোকান বসানোর শর্তে দোকানিদেও কাছ থেকে মোটা অংকের টাকা সালামি নিয়েছে বিভা। তার উপর বৈদ্যুতিক খুটি থেকে চুরি করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে মেলায়। সেই বিদ্যুতের জন্য আলাদাভাবে টাকা নেয়া হচ্ছে বলেও জানান তিনি। বাবুরাইলের প্রভাবশালী বিএনপি নেতা মজিদ, হাসান, তার স্ত্রী বিভা হাসানরাই সব করে প্রতি বছর। এ বিষয়ে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর রিয়াদ হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি যতদুর জানি এই মেলা বসিয়েছে সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিভা হাসান। প্রতি বছরই ওরা বসায়। আপনারা (সাংবাদিকরা) তো গতবারও নিউজ করেছিলেন। এখন যদি তার লজ্জা না হয়, তাহলে কি বলার আছে। আমাকে বলা হয়েছিলো, তারা নাকি ডিসি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়েছে। এখন আপনারা অনুসন্ধান করে দেখেন, আসলেই তারা অনুমতি নিয়েছে কিনা? এ বিষয়ে মেয়রকে জানিয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে রিয়াদ হাসান বলেন, মেয়র নিজেও এই ওয়ার্ডেরই বাসিন্দা। তিনিও অবগত আছেন এই মেলার বিষয়ে। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসানের মুঠোফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি বলেন, আমি একটি শালিসে আছি, পরে ফোন দেন। কিন্তু পরে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজার কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘আমার শাখা থেকে বাবুরাইলে কোনো মেলার অনুমতি দেয়া হয়নি। অন্য কোনো শাখা থেকে দেয়া হয়েছে কিনা তা আমি জানি না। এ বিষয়ে অধিকতর জানতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি জানান, সাম্প্রতিককাল তথা গত ২/৩ মাসে আমরা কোনো মেলার অনুমোদন দেই নি। আপনার মাধ্যমে মেলার বিষয়ে জানতে পারলাম, এখনই এই মেলা বন্ধে ও উচ্ছেদে ব্যবস্থা নিচ্ছি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯