
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে ভুতুরে বিলের বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত কয়েক মাস যাবত ভুতুরে বিল আসা শুরু করলেও এতদিন তা সহনীয় ছিল। গত জুন মাসের বিল এ সপ্তাহে আসা শুরু করলে দেখা যায়, অধিকাংশ গ্রহকের বিলই অন্যান্য মাসের চাইতে কয়েকগুন বেশী এসেছে। রহস্যজনক বিষয় হলো, মিটারে রিডিং অতিরিক্ত আসা শুরু করেছে। এ ব্যপারে স্থানীয় বিদ্যুৎ বিভাগের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও তারা কোন সদুত্তর দিতে পারেননি। গত কয়েক মাস ধরে পশ্চিম দেওভোগ এলাকার বাসিন্দা গৃহবধূ দুলারী রহমানের মিটারে গড়ে ৩ হাজার টাকা বিল আসলেও মে মাসের বিল আসে ৪ হাজার টাকার কিছু বেশী। হঠৎ করে গতকাল সোমবার জুন মাসের বিল হাতে পেয়ে তিনি দেখতে পান এবার বিল এসেছে ৩গুন। এবারে তার বিদ্যুতের বিল ১০ হাজার টাকারও বেশী এসছে। মে মাসের চাইতে জুন মাসে বিদ্যুৎ ব্যবহার কম করা সত্বেও এবারে ৩গুন বিদ্যুৎ বিল আসায় হতবাক তিনি। একই অভিযোগ একাধিক গ্রাহকদের কাছ থেকে পাওয়া গেছে। বিদ্যুৎ বিভাগের সাথে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যেখান থেকে রিডিং কন্টোল করা হয় সেখান থেকেই ভুতুরে বিলের সৃষ্টি। যে কারনে গ্রাহকরা কম বিদ্যুৎ ব্যবহার করলেও তাদের মিটারে অতিরিক্ত ইউনিট যোগ হয়ে যাচ্ছে। এর কারণ হিসাবে জানা গেছে, নারায়ণগঞ্জের ব্যটারী চালিত অটো বাইক ও রিকশাগুলি অবৈধ ভাবে দেওভোগ মাদ্রাসা থেকে শুরু করে কাশীপুর ও আশেপাশের এলাকায় অবাধে ব্যটারীগুলি চার্জ করে যাচ্ছে। বিদ্যুৎ বিভাগের অসুধু কিছু কর্মকর্তা এইসব বিদ্যুৎ চুরির সাথে জড়িত থাকলেও বিদ্যুৎ বিভাগে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থাই নেয়া হচ্ছে না। যদিও গত ফেব্রæয়ারি মাসে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় সাংসদবৃন্দ, মেয়র, প্রশাসন ও পেশাজীবী সংগঠনের যৌথ মতবিনিময় সভায় জেলা প্রশাসক মাহমুদুল হক ঘোষনা দেন ১৫ ফেব্রæয়ারির মধ্যে কোন কোন জায়গায় অবৈধ ভাবে ব্যটারী চালিত রিকশার ব্যটারী চার্হ করা হয় তা অনুসন্ধান চালিয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু জেলা প্রশাসকের সেই আশ^াস নগরবাসীর কাছে আশ^াস হিসাবেই রয়ে গেছে। আর এর মাসুল গুনছে নারায়ণগঞ্জের বিদ্যুগ্রহকরা। টার্গেট পূর্ন করার নামে গ্রাহকদের মিটারে সেন্ট্রাল থেকে ইউনিট বাড়িয়ে দেয়া হচ্ছে। এর ফলে প্রতিটি গ্রাহকে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে। কতিপয় অসাধু বিদ্যুৎ কর্মকর্তাদের কারণে সরকারের ভাবমূতি ও জনপ্রিয়তা সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে অতিরিক্ত এবং ভুতুরে বিদ্যুৎ বিল বন্ধ করা জরুরী বলে অভিজ্ঞ মহল মনে করে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯