আজ রবিবার | ১০ আগস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ১৫ সফর ১৪৪৭ | সকাল ১০:১৪

এখনো ওসমানীয় সন্ত্রাসীরা সক্রিয়

ডান্ডিবার্তা | ১০ আগস্ট, ২০২৫ | ৮:০৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেই নারায়ণগঞ্জে থেকে গাঢাকা দিয়েছে ওসমানী সন্ত্রাসীরা। তবে তাদের দোসররা এখনো শহরে সক্রিয় রয়েছে। সেই ওসমানী সন্ত্রাসীরা এখনো বিভিন্ন স্থানে ওসমানদে ভয় দেখিয়ে ফয়দা হাসিলের চেষ্টা করছে বলে একাধিক াভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জের ভয়ঙ্কর ছিলেন আজমেরী ওসমান। ওসমান পরিবারের তৃতীয় প্রজন্মের বড় সন্তান হিসেবে দাপুট ছিলেন বিগত ১৫ বছর। বাবা প্রয়াত নাসিম ওসমান ও মা পারভীন ওসমানের প্রশ্রয়ে দুর্ধষ সন্ত্রাসী বাহিনীর প্রধান ছিলেন তিনি। বাবা-মা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেও আজমেরি ওসমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের পর নব্য আওয়ামী লীগার হয়ে বিএনপি-জামায়াত ও ত্বকি হত্যার বিরোধী মহড়া ছিলো আলোচিত। ওই সময় বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধের বিরুদ্ধে প্রভাবশালী সেজে শহর বন্দর সিদ্ধিরগঞ্জ ফতুল্লায় আজমেরী ওসমানের নেতৃত্বে হাজারো নেতা-কর্মীদের গাড়ী-হোন্ডা মহড়া ছিলো আলোচিত। জাতীয় পার্টির বদলে আওয়ামীলীগের দলীয় স্লোগানের মুখলিত আজমেরি ওসমানের মহড়ায় রীতিমত দলের শীর্ষ নেতারা সমালোচিত করেছিলো। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজমেরি ওসমানের মা পারভীন ওসমানকে বদলে চাচা সেলিম ওসমানকে মহাজোটের প্রার্থী দেয়া পর স্তব্ধ হয়ে পড়ে পরিবার। এক পর্যায়ে ২০২৩ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিজয় র‍্যালী বের করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের এক মাত্র ছেলে আজমেরী ওসমান। ওই গাড়ী বহরে মা পারভীন ওসমান, স্ত্রী ও একমাত্র ছেলে নিয়ে হাজারো সমর্থক শোডাউন ছিলো চুতুরমুখি। বিজয় র‍্যালীটি কলেজ রোড থেকে শুরু করে চাষাঢ়াস্ত গোল চত্বর হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে চাষাঢ়া বিজয়স্তম্ভে ১৯৭১ সালের পাক-হানাদার বাহিনীর হাতে নিহত হওয়া শহিদদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দুই চাচা সেলিম ওসমান ও শামীম ওসমান এমপি হওয়া পর আজমেরি ওসমানের গতিবিধি থমকে যায়। পরবর্তিতে এপ্রিল শেষ সময়ে বন্দর উপজেলা নির্বাচন ঘিরে পারভীন ওসমান ও আজমেরি ওসমান নির্বাচনী প্রচারণায় দেখা যায়। মাত্র কয়েকদিন প্রচারণা করলেও তাদের প্রার্থী বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মুকিত বিপুল ভোটে পরাজিত হন। পরাজিত হওয়ার তিন মাসে জুলাই গণঅভ্যুত্থানে নেমে যান ছাত্র-জনতা। ওই সময়ে আগষ্টের শুরুতে ছাত্র-জনতা আন্দোলনকে অশ্রালীন শব্দ প্রয়োগ করে আজমেরি ওসমান মহড়া দেয় বলে অভিযোগ উঠে। এতে করে নাসিম ওসমানের মালিকানাধীন চারতলা ভবনে ভাড়া দেওয়া আজমেরি ওসমানের হোয়াইট হাউস রেস্তোরাটি ৫ আগষ্ট বিকালে ভাংচুর অগ্নিসংযোগ করে কয়েক হাজার আন্দোলনকারী। অন্যদিকে একই সময়ে তাঁর বাড়িতে সাতটি মোটরসাইকেলে আগুন ও দুটি হ্যামার গাড়ি ভাঙচুর করা হয়। তিনটি মোটরসাইকেল নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোড এলাকায় দেওয়ান মঞ্জিলে কয়েক হাজার আন্দোলনকারী আজমেরী ওসমানের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা মেইন গেট ভেঙে ফেলেন। নিচতলায় আজমেরী ওসমানের অফিস ভাঙচুর করেন। সাতটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এবং তিনটি মোটরসাইকেল নিয়ে যান। দুটি হ্যামার গাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। সপ্তম তলায় তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ওই ঘরের আসবাবপত্র, এসিসহ সব ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তবে হামলাকালে ওই বাড়িতে কেউ ছিলেন না। এলাকাবাসী জানিয়েছেন, আজমেরী ওসমান ও তাঁর পরিবারের লোকজন রাতে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যান। তার সাথে আজমেরি বাহিনীর নেতারা দেশের বাহিরে ও সদস্যরা এখন নারায়ণগঞ্জ ত্যাগ করেছেন বলে জানা গেছে। অন্যদিকে আজমেরি ওসমানের সমর্থকরা এখন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভাজনের গ্রুপে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে। জানা যায়, ৫ আগষ্ট সকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে তিনি এলাকা ত্যাগ করেন। এক পর্যায়ে দুই তিন দিন পর গোদনাইল একটি প্রতিষ্ঠানে গেষ্ট হাউজে অবস্থান ছিলো কয়েকদিন। পলাতক জীবনে কলকাতা অবস্থান করছেন আজমেরি ওসমান। তার সাথে ক্যাসিনো সম্রাটকে দেখা গেছে একাধিক ভিডিওতে। পলায়নে পাচঁ মাস পর চলতি বছরের ২৭ জানুয়ারি সরকারি তোলারাম কলেজের সামনে সাঁটানো হলো আজমেরী ওসমানের পোস্টার। এক ভিডিওতে দেখা যায়, একটি সিএনজি চেপে তিনজন তরুণ বয়সী ছেলে সরকারি তোলারাম কলেজের মূল গেটে পোস্টার সাঁটিয়ে তার ছবি তোলেন এবং পরে সিএনজিতে চড়েই স্থান ত্যাগ করেন। এরপর মাসে মাসে ফতুল্লা শহর বন্দরে মশাল মিছিল ও আওয়ামীলীগের দলীয় কর্মসূচী অংশ হিসেবে আজমেরি ওসমানের সমর্থকদের চোখের পলক দেখা যায় ফেসুবকে। এরই মধ্যে ফতুল্লা মশাল মিছিলে যুবদলের ধাওয়া একজনকে গ্রেপ্তার হওয়া নিয়ে তুমুল আলোচনা সৃষ্টি হয়। এদিকে আওয়ামীলীগ সরকার পতনের এক বছর পূর্তিতে এবার নারায়ণগ‌ঞ্জের বি‌ভিন্নস্থা‌নে জাতীয় পু‌লিশ হত‌্যা দিব‌সের পোস্টা‌র সাটা‌নো দেখা গেছে। ৪ আগস্ট রা‌তে কিংবা ৫ আগস্ট প্রথম প্রহ‌রের কো‌নো একসময় এসব পোস্টার সাটা‌নো হ‌য়ে‌ছে ব‌লে ধারণা করা যা‌চ্ছে। ত‌বে কে বা কারা এ পোস্টার সা‌টি‌য়ে‌ছে তা পু‌রোপু‌রি নি‌শ্চিত না হওয়া গে‌লেও প্রচারণায় জুলাই আগস্ট সন্ত্রাসী নির্মুল ক‌মি‌টি ব‌লে দা‌বি করা হ‌য়ে‌ছে পোস্টার‌টি‌তে। ৫ আগষ্ট সকাল ৯টায় আজ‌মেরী ওসমান না‌মে ফেসবুক পেইজে প্রয়াত সংসদ সদস‌্য না‌সিম ওসম‌া‌নের পুত্র আজ‌মেরী ওসমা‌নের অনুসারীরা শহ‌রে এসব পোস্টার সা‌টি‌য়ে প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছে ব‌লে এমনটা দা‌বি ক‌রে‌ছে। ‌ফেসবুক পো‌স্টে কিছু ছ‌বি সংযুক্ত ক‌রে লেখা র‌য়ে‌ছে, ৫ই আগস্ট জাতীয় পুলিশ হত্যা দিবস উপলক্ষ্যে প্রয়াত এমপি আলহাজ্ব নাসিম ওসমান সাহেবের এক মাত্র পুত্র নারায়ণগঞ্জ যুব সমাজের অহংকার শ্রদ্ধেয় আলহাজ্জ্ব আজমেরী ওসমান সাহেবের অনুসারীর শহরের বিভিন্ন স্থানে জাতীয় পুলিশ হত্যা দিবসের পোস্টার লাগিয়ে প্রতিবাদ জানায়। পোস্টা‌রে দেখা গে‌ছে গতবছ‌রের বৈষম‌্য বি‌রোধী আন্দোল‌নে ঘটে যা‌ওয়া পু‌লিশ হত‌্যার কিছু ছ‌বি প্রকাশ করা হ‌য়ে‌ছে। এছাড়াও যাত্রাব‌া‌ড়ি থানায় পু‌লিশ‌দের মর‌দেহ প‌ড়ে থাকা ছ‌বি যুক্ত করা হয়ে‌ছে। তাছাড়া লিখা র‌য়ে‌ছে “তোমাকে হত্যা করা হয়েছে বারংবার”। শুদ্ধ খুনী, অশুদ্ধ খুনী; কেউ একটুখানি পিছুপা হয়নি, তুমি ভুলে যাও, বারবার খুন হও আজও নতুন কোন বাধ্যবাধকতায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা