
ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মইন খান বলেছেন, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, কারণ ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। আওয়ামী লীগ তাদের কুকর্মের জন্য ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। তাদের অনুশোচনা নেই। শেখ পরিবার অর্থ পাচার ও লুটপাট করেছে। পরাশক্তিকে ব্যবহার করে আবারও ক্ষমতায় আসা তারা আকাশ-কুসুম স্বপ্ন দেখছে। কিন্তু এই স্বপ্ন কোনোদিনই বাস্তবে রূপ নেবে না। গতকাল শনিবার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্মরণসভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের আহবায়ক হাফেজ জাকারিয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হালিম, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি শাহিন মিয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হামিদুল হক খান, তারাবো পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, জেলা ছাত্রদল নেতা আবু মোহাম্মদ মাসুম, সুলতান মাহমুদ, আজিম সরকার, কাঞ্চন পৌর যুবদল নেতা সানাউল্লাহ মান্নান সানি, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, বিএনপি নেতা আব্দুল মান্নান পারভেজ, জাকির হোসেন রিপন, রমজান আলী, স্বেচ্ছাসেবক দল নেতা আলী আহম্মদ ও উপজেলা জিয়ামঞ্চের সভাপতি জজমিয়া প্রমুখ। ড. মইন খান আরো বলেন, আব্দুল মতিন চৌধুরী আধুনিক রূপগঞ্জ ও পূর্বাচল উপশহরের স্বপ্নদ্রষ্টা। শুরুতে অনেকেই এই প্রকল্পের বিরোধিতা করেছিলেন, আজ তা ঘিরেই চলছে উন্নয়নের মহাযজ্ঞ। অথচ তাঁর নামে কোনো স্থাপনায় নামফলক বা স্মৃতিচিহ্ন নেই এটি দুঃখজনক। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের
চেতনাকে জিম্মি করে শেখ পরিবার অর্থপাচার ও লুটপাট করেছে, পরিবারতন্ত্র কায়েম করেছে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসে মানুষের অধিকার ফিরিয়ে দেবে। প্রতিহিংসার রাজনীতি নয়, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলাই হবে আমাদের লক্ষ্য। অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। পরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯