
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পঞ্চবটী থেকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও পাগলা হয়ে ঢাকার সঙ্গে সংযোগকারী অন্যতম প্রধান সড়কটির দীর্ঘদিনের বেহাল দশা স্থানীয়দের জীবন ও অর্থনীতিকে বিপর্যস্ত করছে। সড়কটির ভাঙাচোরা ও জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতকে ঝুঁকিপূর্ণ ও কষ্টকর করে তুলেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদায় পরিণত হয়, বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশে দুর্ঘটনার আশঙ্কা প্রবল। যথাযথ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই এ বিপজ্জনক সড়কে চলাচল করতে বাধ্য হচ্ছেন। জরুরি সেবা প্রদানের অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহনও দীর্ঘ যানজটে আটকে পড়ে সময় ও প্রাণহানির ঝুঁকি তৈরি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা জানান, সড়কের করুণ অবস্থা কাঁচামাল ও পণ্য পরিবহনে বাধা সৃষ্টি করছে। এর ফলে পরিবহন ব্যয় ও সময় উভয়ই বাড়ছে, যা ব্যবসায়িক কর্মকা-ে নেতিবাচক প্রভাব ফেলছে। নিরাপদ ও ঝামেলামুক্ত যোগাযোগের দাবিতে আজ রবিবার সকাল সাড়ে ১০টায় পঞ্চবটী মোড়ে মানববন্ধনের আয়োজন করেছে বৃহত্তর ফতুল্লা থানাধীন সাধারণ নাগরিক ও বিভিন্ন সংগঠন। মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগসহ কর্তৃপক্ষকে দ্রুত সংস্কার কাজ শুরু করার জন্য জোর দাবি জানানো হবে। তারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বর্ষা মৌসুমের আগে সড়কের সংস্কার না করায় যোগাযোগ ব্যবস্থা সংকটময় হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ প্রকট আকার নেবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা ও সমন্বিত উদ্যোগ অবিলম্বে প্রয়োজন। দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমিয়ে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯