আজ রবিবার | ১০ আগস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ১৫ সফর ১৪৪৭ | সকাল ১০:৪৫

বেহাল পঞ্চবটী সড়কের দ্রুত সংস্কারের দাবি

ডান্ডিবার্তা | ১০ আগস্ট, ২০২৫ | ৮:২৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পঞ্চবটী থেকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও পাগলা হয়ে ঢাকার সঙ্গে সংযোগকারী অন্যতম প্রধান সড়কটির দীর্ঘদিনের বেহাল দশা স্থানীয়দের জীবন ও অর্থনীতিকে বিপর্যস্ত করছে। সড়কটির ভাঙাচোরা ও জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতকে ঝুঁকিপূর্ণ ও কষ্টকর করে তুলেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদায় পরিণত হয়, বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশে দুর্ঘটনার আশঙ্কা প্রবল। যথাযথ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই এ বিপজ্জনক সড়কে চলাচল করতে বাধ্য হচ্ছেন। জরুরি সেবা প্রদানের অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহনও দীর্ঘ যানজটে আটকে পড়ে সময় ও প্রাণহানির ঝুঁকি তৈরি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা জানান, সড়কের করুণ অবস্থা কাঁচামাল ও পণ্য পরিবহনে বাধা সৃষ্টি করছে। এর ফলে পরিবহন ব্যয় ও সময় উভয়ই বাড়ছে, যা ব্যবসায়িক কর্মকা-ে নেতিবাচক প্রভাব ফেলছে। নিরাপদ ও ঝামেলামুক্ত যোগাযোগের দাবিতে আজ রবিবার সকাল সাড়ে ১০টায় পঞ্চবটী মোড়ে মানববন্ধনের আয়োজন করেছে বৃহত্তর ফতুল্লা থানাধীন সাধারণ নাগরিক ও বিভিন্ন সংগঠন। মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগসহ কর্তৃপক্ষকে দ্রুত সংস্কার কাজ শুরু করার জন্য জোর দাবি জানানো হবে। তারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বর্ষা মৌসুমের আগে সড়কের সংস্কার না করায় যোগাযোগ ব্যবস্থা সংকটময় হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ প্রকট আকার নেবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা ও সমন্বিত উদ্যোগ অবিলম্বে প্রয়োজন। দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমিয়ে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা