আজ রবিবার | ১০ আগস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ১৫ সফর ১৪৪৭ | সকাল ১০:৪২

না’গঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমিটির অনুমোদন

ডান্ডিবার্তা | ১০ আগস্ট, ২০২৫ | ৮:৩০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৬ জুলাই কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল’র সভায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে (গেজেট নম্বর ৯৯৩) সদর, আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ দিলওয়ার হোসেন (গেজেট নম্বর ১৩) সদর, যুগ্ম আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়াকে (গেজেট নম্বর ১২৭) সদর, সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান এই আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে আছেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইব্রাহীম (গেজেট নম্বর ২৩ ), সদর, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন (গেজেট নম্বর ০১০৪০৪০২৩) আড়াইহাজার, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান ভূইয়া (গেজেট নম্বর ১৪১৫), আড়াইহাজার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী (গেজেট নম্বর ৪৮২) সোনারগাঁ, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম ( গেজেট নম্বর ৫৪৩) সোনারগাঁ, বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন (গেজেট নম্বর ১৯৩০) সোনারগাঁ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমান উল্লাহ মিঞা (গেজেট নমাবর ১৮০১), রূপগঞ্জ, ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমির আলী (গেজেট নম্বর ১৯১০), রূপগঞ্জ। সংশ্লিষ্টরা জানান, এই কমিটি আগামী দিনে মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কার্যক্রম তদারকি, মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ এবং একটি পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি গঠনের প্রস্তুতি হিসেবে দায়িত্ব পালন করবে। কমিটি গঠনের খবর জেলায় মুক্তিযোদ্ধাদের মধ্যে স্বস্তি ও আশাবাদ সৃষ্টি করেছে। তাঁদের আশা, সংগঠনটি এই কমিটির নেতৃত্বের মাধ্যমে আবারও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা