আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সকাল ৯:০৪

বিএনপি নেতার পিএস এর কান্ড!

ডান্ডিবার্তা | ১০ আগস্ট, ২০২৫ | ৮:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে ১ জনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের জামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী হান্নান মিয়া বাদী হয়ে ৭ জনে নাম উল্লেখ ও ৩০/৪০জনকে অজ্ঞাত আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন। থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার জামপুর ইউনিয়নের জামপুর গ্রামের কাঠের ব্যবসায়ী ও উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক হান্নান মিয়া দীর্ঘদিন যাবত কাঠের ব্যবসা করে আসছেন। সম্প্রতি উপজেলা জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল-মুজাহিদ মল্লিককের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে পরিচিত চিহ্নিত সন্ত্রাসী রহিম মিয়া একটি সন্ত্রাসী সিন্ডিকেট তৈরি করে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় রহিম মিয়া, সোবাহান, তারা মিয়া, তানভীর, গাফফার আরাফাত, লিয়নসহ ৩০/৪০ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ী হান্নান মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান ও তার বাড়িসহ কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বাধা দেওয়ায় হান্নানের ছেলে মেহেদিকে পিটিয়ে আহত করে। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ব্যবসায়ী হান্নান মিয়া বলেন, চাঁদার টাকা না দেওয়ায় রহিম ও তার লোকজন আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে লুটপাট করে। বাধা দেওয়া আমার ছেলেসহ ৫ জনকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা জানান, রহিম মিয়া গত ৫ আগষ্টের পর থেকেই নিরীহ মানুষের উপর অত্যাচার করছে। বিভিন্ন সময় তার নেতৃত্বে ব্যবসা-প্রতিষ্ঠান ও ওই এলাকায় গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করে আসছে। কেউ দিতে না চাইলেই রহিম তাদের বাড়িঘর ও ব্যবসা- প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙ্গচুর ও লুটপাট করেন। জামপুরবাসী মুজাহিদ মল্লিকের পিএস এর সন্ত্রাসী কর্মকা-ে অতিষ্ঠ। আমরা এই নেতা আর তার পিএস এর অত্যাচার থেকে মুক্তি চাই। এ বিষয়ে আব্দুর রহিম বলেন, তিনি উপজেলা বিএনপির সহসভাপতি মোজাহিদ মল্লিকের পিএস। গত শুক্রবার সন্ধ্যার সময় ফুটবল খেলাকে কেন্দ্র মীরেরবাগ ও জামপুর এলাকার দুইপক্ষ সংর্র্ঘষ হয়। এসময় জামপুর পশ্চিম পাড়া উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক হান্নানের ছেলে মেহেদী সহ কয়েকজন তরুন মাঠের মধ্যে খারাপ মন্তব্য করতেছিল। এনিয়ে দু’পক্ষের মধ্যে তর্ক হয়। এতে ক্ষিপ্ত হয়ে হান্নানের ছেলে মেহেদী সহ আরও স্থানীয় কয়েকজন তরুন দেশীয় অস্ত্র নিয়ে মীরেরবাগ এলাকার লোকদেও উপর হামলা করে। এতে নাহিদ, আব্দুর সাত্তার, আরাফাত ও তার পিতা ইউসুফ আলী গুরুতর আহত হয়। এঘটনার স্থানীয় বিএনপি নেতা হান্নানের কাছে বিচার দিলে জামপুর উত্তর পাড়া এলাকার নারী পুরুষ একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আবার হামলার চেষ্টা করে। এসময় আমি তাদের থামাবার চেষ্টা করে ব্যর্থ হয়ে মাগরিব নামাজ পড়তে মসজিদে চলে যায়। নামাজ শেষ করে আসার পর তালতলা তদন্ত কেন্দ্রের এএসআই ফরমান আলী সঙ্গে সাক্ষাত হয় তিনি সহ আমি ঘটনাস্থলে গিয়ে হান্নানের দোকান ভাংচুর অবস্থায় দেখতে পাই। সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা