আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | বিকাল ৩:২১

বহিস্কৃতরা প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায়

ডান্ডিবার্তা | ১১ আগস্ট, ২০২৫ | ১১:১৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বিএনপির বির্ককিত ও অপরাধীদের দল থেকে বহিস্কার করার পরও তারা কতিপয় নেতাদের ছায়তলেই রয়েছেন। কেহ জেলে আবার কেহ নিজ এলাকায় থেকে প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থেকে আগের মতই দলীয় প্রভাব খাটাচ্ছেন। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে দলীয় মনোয়ন লড়াইয়ে বিশ্বস্তদের বহিষ্কারে থমথমে রয়েছেন বিএনপি প্রত্যাশিত প্রার্থীরা। দল থেকে পদত্যাগ করা, অনৈতিক কর্মকান্ডে কমিটি বিলুপ্ত হওয়া ও জয় বাংলা স্লোগানকারি নেতারাও এবার ফতুল্লা আসনে বিএনপি প্রার্থী হতে মরিয়া হয়ে উঠেছে। প্রত্যাশিত নেতাদের খুশি করাতে গিয়ে দল থেকে বহিষ্কার হওয়ায় তৃনমূলেও হ-য-ব-র-ল অবস্থা রূপ নিয়েছে। ইতোমধ্যে ফতুল্লা-সিদ্ধিগঞ্জ আসন থেকে সিদ্ধিরগঞ্জ অঞ্চল ছুটে যাওয়া একক ফতুল্লায় নজর পড়েছে হেভিওয়েট নেতাদের। এরই মধ্যে আলোচনা রয়েছেন, সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন, পদত্যাগকারী শিল্পপতি শাহ আলম, বহিষ্কৃত রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা বিএনপি আহবায়ক মামুন মাহমুদ ও যুগ্ম আহবাক মাসুকুল ইসলাম রাজীব। এদের ছাড়াও এফবিসিসিআই’র সভাপতি প্রত্যাশি মোহাম্মদ আলীও ফতুল্লা আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া গুঞ্জন রয়েছে। আওয়ামীলীগ সরকার পতনের সাড়ে তিন মাসের মাথায় বহিষ্কার হন সাবেক এমপি গিয়াসউদ্দিনের আস্থাভাজন ইকবাল হোসেন। তিনি ছাত্র-জনতা আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জ অঞ্চলে লাগাতার সংর্ঘষ ঘটনার নায়ক ছিলেন। এর ১০ দিনের ব্যবধানে অনৈতিক কর্মকান্ডের জের ধরে জেলা বিএনপি আংশিক কমিটি বিলুপ্ত করে কেন্দ্র। এদিকে সাড়ে পাচঁ মাস ব্যবধানে গত ১৫ মে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের নীতি ও আদর্শপরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। তাকে ওইদিনই নারায়ণগঞ্জ জেলা পুলিশ বিমানবন্দর থেকে আটক অবস্থায় গ্রেপ্তার করে। তিনি সাবেক এমপি মোহাম্মদ আলীর আস্থাভাজন হিসেবে ফতুল্লায় আলোচিত রয়েছেন। কিং মেকার নামক মোহাম্মদ আলী মহান স্বাধীনতা দিবস উদযাপনে ২৫ মার্চ জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাথে মতিবিনিময়ের সমাপনী বক্তব্যে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। ‘জয় বাংলা’ বলায় ক্ষমা চেয়েও প্রতিরোধের ঘোষণায় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বিএনপি একাংশ নেতারা। ফলে স্বাধীনতা দিবসে উপস্থিত হতে পারেনি মোহাম্মদ আলী। ২০১৯ সালে ২৬ ফেব্রুয়ারি মামলার ভয়ে বিএনপি থেকে পদত্যাগ করেন শিল্পপতি শাহআলম। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত এই প্রার্থীকে আবারো দলের নমিনেশন না দিলে আত্মহুতি ও ঘেরাওয়ের হুশিয়ারি ঘোষনায় জেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক লুৎফর রহমান খোকাকে বহিস্কার করে কেন্দ্র। গত ২৯ জুলাই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়ায় এ পদক্ষেপ নেয় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বহিষ্কার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানা বিএনপির সদস্য লুৎফর রহমান খোকাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে, গত ২৩ জুলাই ফতুল্লার সোনালী সংসদ মাঠে অনুষ্ঠিত বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে লুৎফর রহমান খোকা একটি বক্তব্য দেন, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দলে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। বক্তব্যে তিনি বলেন, ‘শাহ আলমের জন্য আমরা নমিনেশন আনব। প্রয়োজনে আমরা আত্মাহুতি দেব কেন্দ্রীয় অফিসের সামনে। তারেক রহমান, দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির মহাসচিবকে ঘেরাও করব। বিএনপির সর্বোচ্চ মহলকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ফতুল্লাকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে কাউকে ছাড়া হবে না। এখানে কোনো জোট চলবে না। এই খেলা আর খেলবেন না। ধানের শীষ ছাড়া ফতুল্লায় কিছু চলবে না। ফতুল্লার জনগণের আবেগ, আশা-আকাক্সক্ষা নিয়ে ছিনিমিনি খেলবেন না। ফতুল্লার মানুষদের প্রিয় নেতা শাহ আলমকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া মানেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা