আজ রবিবার | ১০ আগস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ১৫ সফর ১৪৪৭ | ভোর ৫:১৮
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

কোটা সংস্কারের দাবি ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে না’গঞ্জে বিক্ষোভ

ডান্ডিবার্তা | ১৭ জুলাই, ২০২৪ | ১০:১৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শতাধিক শিক্ষার্থীদের সমন্বয়ে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় নগরীর চাষাঢ়া প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে চাষাঢ়া চত্বর ঘুরে বঙ্গবন্ধুসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল থেকে বিভিন্ন ব্যানার ফেস্টুনে নানা লিখায় কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানানো হয়। এসময় শিক্ষার্থীরা নানা শ্লোগানে হামলাকারীদের হুশিয়ার করেন। কোন বাধাই আন্দোলন থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পারবেনা বলে তারা জানান। আন্দোলনে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, আইন কলেজ, মহিলা কলেজ, কদম রসূল কলেজসহ জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। অপরদিকে যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বেলা ১২টার পর থেকে কাজলা এলাকায় দনিয়া কলেজের সামনে অবরোধ কর্মসূচী শুরু করে শিক্ষার্থীরা। দনিয়া কলেজের শিক্ষার্থীরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন। যান চলাচলে বিঘœ ঘটায় ঢাকা থেকে নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলার যাত্রীরা ভোগান্তিতে পরেছেন। এসময় ঢাকা-নারায়ণগঞ্জগামী বাসসহ বিভিন্ন যান বাহনে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার শিকার একটি বাস নারায়ণগঞ্জের বাস টার্মিনালে আসলে বাসের কর্মচারীরা জানান, কাজলা এলাকায় বাস অবরোধের কারণে মহাসড়কে থেমে যায়। এসময় কয়েকজন এসে বাসের উপর হামলা চালায় এবং ফ্রন্টগাস ও জানালা ভেঙে দেয়। যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাজলা এলাকায় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা বেলা ১২ টার পর থেকে মহাসড়ক অবরোধ করে। শিক্ষার্থীদের সড়ক অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এরই মধ্যে যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক আবুল হাসানের নেতৃত্বে পুলিশ সদস্যরা কাজলা এলাকায় অবস্থান করেন। যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জা‌কির হোসেন লাইভ নারায়ণগঞ্জকে জানান, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছিল। ওই সময় কোন যান বাহনে হামলার কোন তথ্য পাইনি। সন্ধ্যার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সেখানে স্বাভাবিকভাবেই যান চলাচল করছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়ে লাঠি ও লোহার পাইপ হাতে অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে সাইনবোর্ড মোড়ে তাদের অবস্থান দেখা যায়। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক পিয়াস প্রধানের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা বাঁশ, লাঠি ও লোহার পাইপ হাতে মহাসড়কটির সাইনবোর্ড মোড়ে অবস্থান নিয়েছেন। এদিকে, বিকেল সাড়ে চারটার দিকে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একাউন্টে অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়ে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘একটি কথা মনে রাখবে নারায়ণগঞ্জের ছাত্রলীগ ও ছাত্রনেতৃবৃন্দ তোমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে। শিক্ষার্থীরা কোন অসুবিধার সম্মুখীন না হয় সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে কোন বিএনপি, জামায়াত শিবিরের অনুপ্রবেশ ঘটালে ঐ ষড়যন্ত্রকারিদের দাতভাঙা জবাব দিতে হবে। আমাদের যুদ্ধ দেশবিরোধী ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সাথে নয়, বিশেষ করে নারায়ণগঞ্জে। এই অবস্থায় তোমরা সবাই সচেতন, সজাগ ও সর্তক থাকবে।’ সাইনবোর্ড মোড়ে অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা ইমতিনান ওসমান অয়নের অনুসারী বলে পরিচিত। এদিকে, বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা সংস্কারের বিরুদ্ধে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের ব্যানারে সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। বিকেল পাঁচটার দিকে ঢাকা থেকে আসা পতাকা হাতে এক শিক্ষার্থীকে আটকায় ছাত্রলীগের কর্মীরা। পরে ওই ছাত্রের পরিচয়পত্র ও মোবাইল চেক করেন তারা। হাতের পতাকাটি রেখে দিয়ে ওই ছাত্রকে পরে ছেড়ে দেওয়া হয়। পরে ওই শিক্ষার্থী হেঁটে চলে যাবার সময় ছাত্রলীগের কর্মীরা সমস্বরে চেঁচিয়ে বলেন, ‘ওই দে দৌড়, দে, দৌড় দে।’ পেছন থেকে কর্মী ওই ছাত্রকে লক্ষ্য করে একটি বাঁশ ছুড়ে মারেন। দ্রæততার সাথে ওই শিক্ষার্থীকে ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় এ প্রতিবেদক তার সাথে কথা বলতে পারেননি।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা