
ডান্ডিবার্তা রিপোর্ট
যেমনটি মনে করা হয়েছিল, তেমনটি হয়েছে। কোটা আন্দোলন যে শুধু কোটা সংস্কার আন্দোলন নয়, তা এখন স্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর থেকে সারা দেশে যে তাÐব চলছে তা সুস্পষ্টভাবে প্রমাণ করেছে যে কোটা আন্দোলনের একটা পরিকল্পিত লক্ষ্য ছিল। কোটা আন্দোলন এখন সরকার বিরোধী আন্দোলনে রূপ পরিগ্রহ করেছে। এখন পর্যন্ত প্রাপ্ত সংবাদে সারা দেশে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ বা পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং স্পষ্টত এই আন্দোলনে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো জড়িয়ে গেছে। প্রথম থেকেই কোটা আন্দোলনকে নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছিল। এই আন্দোলনের পিছনে রাজনৈতিক মদদ রয়েছে বলেও বাংলা ইনস্ইাডারের পক্ষ থেকে একাধিকবার উল্লেখ করা হয়েছিল। কিন্তু সরকারের প্রস্তুতিহীনতা এবং যেকোন কোটা আন্দোলনকে গুরুত্ব না দেওয়া এবং ছাত্রলীগকে সামনে নিয়ে আসার কৌশল ভুল প্রমাণিত হয়েছে। আজ ঢাকা পুরোপুরিভাবে কোটা সংস্কার আন্দোলনকারীদের দখলে চলে গেছে এবং এখানে ছাত্রলীগ পর্যুদস্ত হয়েছে। এটি এখন জাতীয় রাজনীতির প্রেক্ষাপট সৃষ্টি করেছে। আন্দোলনের পটভূমি তৈরি হয়েছে এর মধ্য দিয়ে। এর ফায়দা লুটার জন্য এখন রাজনৈতিক দলগুলো ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছে। বিএনপি কোটা আন্দোলনের সঙ্গে নিজেদের যুক্ত ঘোষণা করেছে। আজ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে কোটা আন্দোলনকারীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। ছাত্রদলের পক্ষ থেকে কোটা আন্দোলনকে সমর্থনের ঘোষণা দেওয়া হয়েছে। ছাত্রদলের ক্যাডার এবং নেতাকর্মীদেরকে আজ মাঠে দেখা গেছে। এখন এটি আর কোটা আন্দোলন নেই। এখন এটি সরকারবিরোধী আন্দোলনে রূপ পরিগ্রহ করেছে। এখন দেখার বিষয় সরকার কীভাবে এই আন্দোলনকে মোকাবেলা করে। উল্লেখ্য, পয়লা জুলাই থেকে যে কোটা আন্দোলন শুরু হয়েছিল তখন থেকেই একটি সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য ছিল এবং কোটা আন্দোলনকারীদের পেছনে বিএনপি এবং জামায়াত জোট ছিল। এখন বিএনপি এবং জামায়াত প্রকাশ্য অবস্থান গ্রহণ করেছে। আজ ঢাকার রাজপথে যে তাÐব তাতে স্পষ্টতই সরকার ব্যাকফুটে চলে গেছে। এখান থেকে উত্তরণের উপায় কী এটি নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক মহল নিশ্চয়ই আলোচনা করবেন। তবে এই আন্দোলনের গতিপ্রকৃতি এবং লাগাম যদি এখনই টেনে না ধরা যায় তাহলে সরকারের জন্য বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আজকে কোটা আন্দোলনকারীদের সারাদেশে যে তাÐব এবং ভাঙচুর, এর ফলে সাধারণ জনগণের মধ্যে নেতিবাচক একটি মনোভাব তৈরি হয়েছে। সাধারণ মানুষ সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছে। যে কারণে তারা এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। আবার এর ভিন্ন চিত্রও রয়েছে। কোন কোন সাধারণ মানুষ মনে করছে জনগণের দুর্ভোগ, জিনিসপত্রের উর্ধ্বগতি দাম, অর্থনীতির সংকট, বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট এর সঙ্গে কোটা আন্দোলন যুক্ত হয়ে একটি সরকার বিরোধী আন্দোলন হিসেবে ক্রমশ দানা বেঁধে উঠছে। এই আন্দোলনকে রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ এখন পর্যন্ত মোকাবিলা করেননি। তাছাড়া ছাত্রলীগকে দিয়ে কোটা আন্দোলনের সিদ্ধান্তহীনতা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে। সবকিছু মিলিয়ে সামনের দিনগুলোতে সরকারের জন্য কোটা সংস্কার আন্দোলন একটি বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে। সরকার কিভাবে এই আন্দোলন মোকাবিলা করবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯