
ডান্ডিবার্তা রিপোর্ট
মাত্র তিন সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি নারায়ণগঞ্জ জেলা যুবদলে। এই তিন সদস্যের কমিটি গঠনের ১১ মাস হতে চললেও শীর্ষ তিন নেতাকে একসাথে বসতে দেখা যায়নি একদিনও। দলীয় কর্মসূচিগুলোও পালন করছেন পৃথকভাবে। কবে নাগাদ নারায়ণগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহŸায়ক কমিটি কিংবা পূর্ণাঙ্গ কমিটি হবে, অথবা আদৌ কমিটি হবে কিনা তা নিয়ে বিরাট সন্দিহান নেতাকর্মীরা। তিনজন নেতা দুইভাগে কর্মসূচি পালন করছেন, যেখানে কর্মীদের পদ পদবী দেয়ার লোভও দেখাচ্ছেন। কিন্তু আহŸায়ক ও সদস্য সচিবের যেখানে কোন ঐক্য নাই সেখানে এভাবে চলতে থাকলে আগামী এক যুগেও তাদের উভয় বলয়ের কর্মীদের ভাগ্যে জুটবে না কোনো পদবী সেটা প্রায় হলফ করেই বলা যায়। জানাগেছে, গত বছরের ২৯ আগস্ট নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহŸায়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় যুবদলের তৎকালীন সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। সাদেকুর রহমান সাদেককে আহŸায়ক ও মশিউর রহমান রনিকে সদস্য সচিব করে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সিনিয়র যুগ্ম আহŸায়ক করা হয় খাইরুল ইসলাম সজীবকে। কমিটি গঠনের পর থেকে সাদেকুর রহমান সাদেক ও খাইরুল ইসলাম সজীব জেলা যুবদলের ব্যানারে এককভাবে কর্মসূচি পালন করে আসছেন। একইভাবে মশিউর রহমান রনিও এককভাবে তার অনুগত নেতাকর্মীদের নিয়ে পৃথকভাবে জেলা যুবদলের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করে আসছেন। কমিটি গঠনের পর নারায়ণগঞ্জে কোনো কমিটি গঠনের বিষয়ে তাদের তিনজনকে একসাথে বসতে দেখাও যায়নি। স¤প্রতি কেন্দ্রীয় যুবদলের কমিটি গঠনের বিষয়ে আনন্দ মিছিলও করেছেন তারা পৃথকভাবে। তাদের মাঝে অনৈক্যের কারন হিসেবে জানাগেছে, সাদেকুর রহমান সাদেক মুলত রাজনীতি করেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলয়ে এবং মশিউর রহমান রনি রাজনীতি করছেন কেন্দ্রীয় বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের বলয়ে। নজরুল ইসলাম আজাদ ও মাহামুদুর রহমান সুমনের সঙ্গে আড়াইহাজার আসনের নিয়ন্ত্রন নিয়ে বিরোধ রয়েছে। এরি মাঝে কেন্দ্রীয় বিএনপির সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে সজীব আছেন সাদেকুর রহমানের সঙ্গে। কারন এর আগে জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন রনি ও সেক্রেটারি ছিলেন সজীব, সেই সময় থেকেই তাদের মাঝে বিরোধ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯