
ডান্ডিবার্তা রিপোর্ট
নৈরাজ্যকারী কাউকে ছাড় দেয়া হবে না বলে ঘোষনা দিয়েছেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ। গত বৃহস্পতিবারে বন্দরের মদনপুর বাস স্ট্যান্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সম্পূর্ন অবরোধ করে রাখে। সকাল থেকে সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিয়ে সড়কে বসে পড়ে আন্দোলনকারীরা। দুপুরে বন্দর থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম পাটোয়ারীর নেতৃত্বে এক প্লাটুন পুলিশ মদনপুর ফুটওভার ব্রীজের সামনে গেলে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশকে ধাওয়া দেয়। এ সময় উত্তেজিত আন্দোলনকারীরা পুলিশের ভ্যান গাড়িতে আগুন লাগিয়ে দেয়। গাড়িতে থাকা পুলিশের উপর হামলা চালায়। এ হমালায় এক পুলিশ অফিসারসহ ৩ পুলিশ আহত হয়। আহতরা হলো মদনগঞ্জ ফাঁড়ির এসআই গোলাম সারোয়ার, কনস্টেবল নং ১২৯২ বিল্লাল উদ্দিন, কনস্টেবল নং ১০০৫ রুবেল। এ সময় পুলিশের অস্ত্র ছিনতাই হয়। পরে পুলিশের অস্ত্র উদ্ধার করে দেয়া হয়। গত শুক্রবার রাতে পুনরায় আকষ্মিক ভাবে আন্দোলনের নামে সন্ত্রাসীরা তান্ডব শুরু করে। এ সময় মদনপুর বাস স্ট্যান্ডে ২টি পুলিশ বক্স, ধামগড় ফাঁড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। সেসময় ভাংচুর করা হয় ২জন আওয়ামীলীগ নেতার অফিসও। পরদিন শনিবার বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ নৈরাজ্যের তান্ডবে ক্ষতিগ্রস্থ স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি নেতাকর্মীদের কড়া ভাষায় নির্দেশ দিয়ে বলেন, আর ছাড় নয়। এবার ডু আর ডাই। হামলাকারীরা মদনপুর ইউপি চেয়ারম্যান এম এ সালামের স্থাপনায় হামলার পরিকল্পনা করলেও পরে যেতে সাহস পায়নি। এম এ রশিদ আরো বলেন, অনেক সুযোগ দেয়া হয়েছে আর নয়। এবার প্রতিহত করতে হবে। যাকে যেখানে পাবে সেখানেই প্রতিহত করা হবে। এ নির্দেশের পর আওয়ামীলীগের কর্মীরা এলাকায় মহড়া দেয়। এসময় অএম এ রশিদের সাথে ছিলেন, মদনপুর ইউপি চেয়ারম্যান এম এ সালাম, সাবেক জেলা পরিষদ সদস্য আলী নূর, মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুহিদ ভ’ইয়া, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান অহিদ, ফারুক, ছাত্রলীগ নেতা সিরাজসহ শতাধিক নেতাকর্মীরা। তারা বিএনপি জামাতকে তাদের ভাষায় জবাব দেবে বলে ঘোষনা দেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯